১৩ মেগাপিক্সেলের একটি সুপার কোয়ালিটি সেলফি ক্যামেরা আর ৫টি রোটেটিং রিয়ার ক্যামেরাসহ মোট ৬টি ক্যামেরা নিয়ে এবার স্মার্টফোনের মার্কেটে স্মার্টলি প্রবেশ করতে যাচ্ছে নোকিয়া।
৬ ইঞ্চি হাই-কোয়ালিটি এইচডি ডিসপ্লে নিয়ে নোকিয়া ৮ প্রো নামের এই স্মার্টফোনটি নিখুঁত ছবি তোলায় নির্ঘাৎ যোগ করবে নতুন মাত্রা, এমন দাবিই করছে নোকিয়া পাওয়ার ইউজার।
পাওয়ার ইউজারের সূত্র মতে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের এই স্মার্টফোনটি আরো স্মার্ট করে তুলবে এর ইউজারদের।
৩০৯০ এমএএইচ এর হাই পাওয়ারফুল ব্যাটারি যুক্ত হতে যাচ্ছে নোকিয়া ৮ প্রো স্মার্টফোনে, ফলে চার্জ শেষ হয়ে যাওয়ার টেনশন থেকে মুক্তি পাবে এর ব্যবহারকারীরা।
নোকিয়া ৮ প্রো স্মার্টফোনে থাকছে ৪জিবি র্যাম, মাইক্রো এসডি কার্ড দিয়ে ইচ্ছে মত বাড়িয়ে নেয়ার সুবিধাসহ এতে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
তবে, নোকিয়া ৮ প্রো ঠিক কবে বাজারে আসবে, এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য মেলেনি।
সূত্র: ইন্টারনেট।
Leave a Reply