রাশিয়া ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে সুইজারল্যান্ডকে শুইয়ে দিল সুইডেন। সুতরাং, আর্জেন্টিনা, পর্তুগালের মতোই বিদায় নিতে হচ্ছে সুইজারল্যান্ডকে। আর এ বিদায়ে যিনি ভূমিকা রেখেছেন তিনি হলেন সুইডেনের এমিলি ফর্সবার্গ যার শট থেকে গোল হজম করতে হলো সুইজারল্যান্ডকে।
তবে, এ গোলের পুরো কৃতিত্ব কিন্তু এমিলি ফর্সবার্গের একার নয়। বিপক্ষ দলের একজন খেলোয়াড়েরও অবদান আছে এতে। এটিকে আত্মঘাতি গোল বললেও ভুল হবে না। সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকানজিকে হয়তো অনেক দিন কথা শুনতে গোল খাওয়ার জন্য। কারণ, এমিলি শর্ট নেয়ার পর তার পায়ে লেগেই বলটি গোল পোস্টে ঢুকেছে যা সুইজারল্যান্ডকে এবারের বিশ্বকাপ থেকে সুইচ করে দিয়েছে।
সুইডেন অবশ্য খেলার শুরু থেকেই আক্রমণে ছিল এবং ৮ মিনিটের সময়ই সুইডেন প্রথম গোলের সুযোগ পেয়েছিল। মার্কাস বার্গ ডি-বক্সের ভেতর থেকে দারুণ একটি শট নেন কিন্তু সেটি গোলপোস্টের বাহির দিয়ে চলে যায়।
আক্রমণ পাল্টা আক্রমণ থাকলে ফুটবলের সৌন্দর্য্য কিংবা বিশ্বকাপের মত প্রতিযোগীতাই দেখা যায়নি এই ম্যাচে। পুরো খেলায় আসলে তেমন উত্তেজনাই ছিল না। কোন পক্ষই তেমন উল্লেখযোগ্য কোন খেলা দেখাতে পারেনি। সুইডেন আর সুইজারল্যান্ডের দর্শকরা টান টান উত্তেজনা নিয়ে খেলা দেখলেও অন্যান্য দর্শকরা কোন উত্তেজনাই বোধ করেনি। যাইহোক, সুইডেন এখন কোয়ার্টার ফাইনালে, এটাই আজকের ফলাফল।
Leave a Reply