লা লিগায় আজ প্রথমবারের মত রিয়াল মাদ্রিদের হয়ে ডাগআউটে দাড়াবেন রিয়ালের অন্তর্বর্তীকালীন কোচ সান্টিয়াগো সোলারি। সান্টিয়াগো বার্নাব্যুতে ভায়াদোলিদের বিপক্ষে আজকের ম্যাচে জয়ের জন্য মরিয়া রিয়াল মাদ্রিদ।
২০১৪ সালে সর্বশেষ মুখোমুখী হওয়া দুদলের লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। মাঝের সময়টায় অবনমিত হওয়া ভায়াদোলিদ এ মৌসুমে আবার লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করেছে।
রিয়াল মাদ্রিদ -ভায়াদোলিদ
অত্যন্ত আত্মবিশ্বাসী ফুটবল খেলছে ভায়াদোলিদ। লা লিগার ২০ দলের মধ্যে তাদের অবস্থান এখন ছয়। আর রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে অবস্থান করছে লিগ টেবিলের ৯ এ। পরিস্কার বোঝা যাচ্ছে এই দুই দল এমন পরিস্থিতিতে একে অপরের মুখোমুখী হওয়ার কল্পনাও করেনি।
রিয়াল মাদ্রিদ লা লিগার আগের ম্যাচেই চিরশত্রু বার্সেলোনার মাঠে ৫-১ গোলে হেরেছে। আর গতসপ্তাহে এস্পানিওলের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে ভায়াদোলিদ।
দেখার বিষয় সান্টিয়াগো সোলারি তার প্রথম লিগ ম্যাচে কেমন ছকে দল সাজায়।
রিয়াল মাদ্রিদ বনাম ভায়াদোলিদের আজকের ম্যাচে দুদলের মধ্যে ছোট্ট একটি সম্পর্ক রয়েছে। সাবেক রিয়াল কিংবদন্তি ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদো এখন ভায়াদোলিদের একাংশের মালিক।
আজকের ম্যাচে রিয়াল জয় পেলে ১৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার থেকে চার পয়েন্টের দূরত্বে থাকবে।
ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ আজকে পাবে না কারভাহাল, মার্সেলো, রাফায়েল ভারানে, মারিয়ানো ও ভ্যালেজুকে। আর ভায়াদোলিদ একাদশে থাকবেন না ফরোয়ার্ড কোকে ও দ্যুযে কোপ দ্যু।
৪-৩-৩ ফর্মেশনে আজ রিয়ালকে খেলাতে পারেন সোলারি।
গোলরক্ষক হিসেবে আজ থাকতে পারেন কোর্তোয়া। ভারানের পজিশনে খেলবেন রিগুইলন। মার্সেলো আর কারভাহাল এর বিকল্প হিসেবে মাঠে নামবেন নাচো এবং ওদ্রিওজোলা।
মাঝমাঠে আজ কাসেমিরো, ক্রস ও মদ্রিচ ফিরছেন।
রিয়ালের হয়ে আজ লা লিগায় অভিষেক হতে পারে “ব্রাজিলিয়ান বিস্ময়” ভিনিসিয়ুস জুনিয়রের।
সম্ভাব্য রিয়াল মাদ্রিদ একাদশ
কোর্তোয়া(গোলরক্ষক), ওদ্রিওজোলা, নাচো, রামোস, রিগুইলন, মদ্রিচ, কাসেমিরো, ক্রুস, বেল, অ্যাসেনসিও, বেনজামা।
ম্যাচের সময়ঃ রাত ৯ টা ১৫মিনিট।
ভেন্যুঃ সান্টিয়াগো বার্নাব্যু (রিয়ালের ঘরের মাঠ)
সরাসরি সম্প্রচারঃ সনি টেন-১
Leave a Reply