ঘরে বসেই প্রতি মাসে বাড়তি কিছু টাকা ইনকাম করার জন্য বিজ্ঞাপন থেকে ভালো উপায় আর কি হতে পারে। এটি অনেক আগে থেকে চলে আসা একটি ট্রেন্ড যার সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করে মাসে মাসে ইনকাম করতে পারেন বাড়তি টাকা। এক্ষেত্রে আপনি কোন ব্যবসা করছেন না শুধু ব্লগিং করে যাচ্ছেন তাতে কিছুই যায় আসে না। আপনি যাই করেন না কেন বিজ্ঞাপন প্রদর্শন করালে আপনার আয় নিশ্চিত। আর বিজ্ঞাপন প্রদর্শনের জন্য এ্যাডসেন্সের বিকল্প কিছু ভাবাই যায় না। তাই আজকে আমরা আলোচনা করবো এমন সেরা ১০টি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে যা সম্পূর্ণভাবে এ্যাডসেন্স এর জন্য অপটিমাইজ করা।
ওয়েবসাইট মনেটাইজিং প্রক্রিয়ার সুবিধা সম্পর্কে নতুন করে বলার মত কিছু নেই। এটি একটি প্যাসিভ ইনকাম সোর্স যা থেকে আপনি সারা জীবন অর্থ পেতে পারেন। যত বেশি পরিমাণে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে তত বেশি আয়ের সম্ভবনাও বেড়ে যাবে। সৌভাগ্যবশত WordPress অ্যাডসেন্সের জন্য তাদের নিজস্ব ওয়ার্ডপ্রেস থিমের কালেকশন আগে থেকেই রেখেছে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন ১০টি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম যা অ্যাডসেন্সের জন্য সবচেয়ে বেশি উত্তম।
সেরা ১০টি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম
আপনারা যদি পেইড থিমের সাথে তুলনা করেন বা আপনাদের যদি পেইড থিম কেনার মত অবস্থা থাকে তাহলে পেইড থিম কেনাই ভালো। কিন্তু অনেকেই আছেন যারা প্রথম পর্যায়ে ব্লগিং শুরু করতে চান। আর এ সময় পেইড থিম কেনা আমার কাছে ব্যক্তিগতভাবে আসলেই বোকামি বলে মনে হয়।
আবার ইন্টারনেটে এমন হাজারো ওয়েবসাইট আছে যারা আপনাকে পেইড থিমের ক্রাক ভার্সন বা ফ্রিতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্ত আপনার জেনে রাখা উচিৎ যে ঐ সকল থিমের সাথে বাইন্ড করা থাকে হ্যাকিং স্ক্রিপ্ট যার ফলে আপনার শখের ওয়েবসাইটটি হ্যাকাররা দখল করে নেবে নিমেষেই। তাই ব্যক্তিগত ভাবে আমি বলব যে পেইড থিম যদি কেনা যায় তাহলে খুবই ভালো কিন্তু যদি কেনা সম্ভব না হয় তাহলে পেইড থিম ফ্রিতে পাওয়ার আশা না করে ফ্রি থিম ব্যবহার করাই ভালো। কারণ এটি অনেক ঝুকিমুক্ত। তাছাড়া গুগল কখনো বলেনি যে তারা ফ্রি থিম ব্যবহার করলে অ্যাডসেন্স দিবে না। কারণ গুগলের কাছে একটি ভালো ডিজাইনের চেয়ে একটি ভালো কন্টেন্টের মূল্য অনেক বেশি। তাই ওয়েবসাইটকে প্রথমেই জমকালো করার পিছনে না ছুটে ভালো মানের কন্টেন্ট তৈরীর মাধ্যমে অ্যাডসেন্স পাওয়ার চেষ্টা করাটাই ভালো।
আজকের পোষ্টে লিষ্ট অনুসারে আমরা এমন ১০টি ফ্রি ওয়ার্ডপ্রেস থিমের সম্পর্কে আপনাদের জানাবো যা আপনার ব্যক্তিগত ব্যবসা, ব্লগ, ম্যাগাজিন অথবা অন্য যে কোন প্রয়োজন মেটাতে সক্ষম হবে। এই থিমগুলি এতটাই ইউজার ফ্রেন্ডলি যে আপনি আপনার ইচ্ছা ও প্রয়োজন অনুসারে বিজ্ঞাপন প্রদর্শনের স্থান ও কতটি প্রর্দশিত হবে তা সহজেই নির্ধারণ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
আরো পড়ুন:
- ফটোগ্রাফারদের জন্য ৫টি ফ্রি ফটোগ্রাফি থিম
- ৫টি ফ্রি এফিলিয়েট মার্কেটিং থিম
- ৫টি ফ্রি ওয়ার্ডপ্রেস গেমিং থিম
Islemag
যারা বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কিত ম্যাগাজিনের ওয়েবসাইট, নিউজ বা নিউজপেপার, বিনোদন, ফ্যাশন বা ফটোগ্রাফি ব্লগ তৈরী করতে চান Islemag তাদের জন্য আদর্শ হতে পারে। Islemag থিমটি পুরোপুরি রেসপন্সিভ ফলে ভিজিটর কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট যা থেকেই ভিজিট করুন না কেন ওয়েবসাইট স্ক্রিন সাইজ অনুসারে নিজেকে পরিবর্তন করে নিবে।
এছাড়া থিমটি ফাট, মিনিমালিস্ট, এসইও ফ্রেন্ডলি, এবং রেটিনা রেডি যা টুইটার বুটস্ট্রাপ দিয়ে তৈরী। এটিকে সোস্যাল লিংক দেওয়ার সুবিধা ২০১৬ সালে তৈরী হওয়া এই থিমটিকে আর ১০টি ওয়ার্ডপ্রেস থিম থেকে আলাদা করেছে। থিমটিতে গুগল এ্যাডসেন্সের জন্য রয়েছে ব্যানার এ্যাড। তাছাড়া থিমটির হোমপেজ সাজানো হয়েছে ম্যাগাজিন টেমপ্লেটে।
কাস্টম ব্যাকগ্রাউন্ড, ফিল্টার ক্যাটাগরী, ট্যাগ, বক্স লে-আউট আর লাইভ কাস্টমাইজারের সমস্বয়ে তৈরীকৃত এ থিমটি আপনার ব্লগের যাবতীয় চাহিদা পূরণ করতে সক্ষম। এছাড়াও থিমটি ডব্লিউ পি এম এল, ফটো গ্যালারী গ্রিড, কনটাক্ট ফর্ম ৭, ডব্লিউ পি প্রোডাক্ট রিভিউ, সাইট অরিজিন পেজ বিল্ডার এবং জেটপ্যাকের মত প্লাগইন গুলিকে সমর্থন করে। আর সবচেয়ে বড় আনন্দের বিষয়টি এই যে থিমটি যে কোন ভাষায় অনুবাদ করার জন্য পুরোপুরি তৈরী।
Skacero
Skacero থিমটি একটি পরিচ্ছন্ন, সাধারণ এবং পুরোপুরি রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস থিম। এটির এলিগ্যান্ট ডিজাইন আপনাকে মুগ্ধ করবে। তাছাড়া যে কোন ধরনের নিউজ পোর্টাল, ব্যক্তিগত ব্লগ, নিউজপেপার, ম্যাগাজিন, প্রকাশনা, ব্যবসা বা অন্য যে কোন কিছুর জন্য একটি উত্তম পছন্দ হিসেবে বিবেচিত হবে।
টুইটার বুটস্ট্রাপের ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তৈরী বলে এটিও ডেক্সটপ বা মোবাইলে স্ক্রিনে নিজেকে বদলে নিতে পুরোপুরি সক্ষম। মূলত এই থিমটি তৈরীর সময় মোবাইল ডিভাইসগুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া যে কোন মর্ডান ব্রাউজারে এটি ভালো ফলাফল প্রদর্শন করে।
Digital
Digital থিমটি অন্যান্য থিমের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের সাথে সাথে ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যবহারের জন্য এটিকে সবচেয়ে ভালো ওয়ার্ডপ্রেস থিম বলা যায়। উকমার্স প্লাগইনস এর সমর্থন করার সাথে সাথে এর ইনবিল্ট স্লাইডার ফিচার এবং এসইও অপটিমাইজড হওয়ার কারণে এটি ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যবহারে হতে পারে আপনার প্রথম পছন্দ।
থিমটি বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের সাথে ফেসবুক, গুগুল প্লাস, টুইটার, ইউটিউব এর মতো সোস্যাল মিডিয়া এবং এ্যাডসেন্সের জন্য পুরোপুরি তৈরী। এটি ওয়ার্ডপ্রেসের যাবতীয় ফিচারকে সমর্থন করে এবং এটি ব্লগিং এর জন্য সম্পূর্ণ ফ্রি একটি থিম। এটি একটি পূর্নাঙ্গ ই-কমার্স থিমও বটে যা ইন্টারনেটের মাধ্যমে আপনার পণ্য বিক্রয় এবং আপনার ব্র্যান্ডের প্রচারে নতুন মাত্রা যোগ করবে।
ProMax
সম্পুর্ণরুপে এসইও অপটিমাইজড ProMax থিমের সুন্দর ডিজাইন ও ফিচারের কারণে এটি ব্যক্তিগত ও ব্যবসায়িক ওয়েবসাইট তৈরীতে ব্যবহারের জন্য একটি ভালো মানের থিম। এই থিমটি ডেক্সটপের পাশাপাশি যে কোন ডিভাইসের হিসাবে নিজের রেসপন্সিভিটিকে কাজে লাগিয়ে বদলে নিতে পারে।
অন্যান্য অ্যাডসেন্স রেডি থিমের মতো এটিও অনেক বেশি কাস্টমাইজেবল এবং ফেসবুক, গুগুল প্লাস, টুইটার, ইউটিউব এর মতো সোস্যাল মিডিয়া এবং অ্যাডসেন্স সমর্থন করে এবং সবচেয়ে খুশির ব্যাপারটি হলো বর্তমানে থিমটি উকমার্সও সমর্থন করছে।
Optimize
নামকরণের স্বার্থকতাকে ধরে রাখতে Optimize থিমের ডেভেলপার আসলেই চেষ্টার কোন ত্রুটি রাখেননি। শুধু নামেই নয় থিমটি আসলেই সার্চ ইঞ্জিনের জন্য পুরোপুরি অপটিমাইজড। আর সত্যি বলতে অপটিমাইজ নামটিই নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে দিচ্ছে।
থিমটি আপনি ৯০+ পেজ স্পীড, পেজে ও পোস্টে H1 ও H2 টাইটেল ট্যাগ এর ব্যবহারের সাথে সাথে উকমার্সকে সমর্থন করে। যার ফলে এটি সম্পূর্ণভাবে ইমার্সের জন্য তৈরী। গুগুল এ্যাডসেন্সর জন্য তৈরী এই থিমটির সিঙ্গেল পোস্টে, হেডার এবং নিচের অংশে বিজ্ঞাপন প্রদর্শিন করে। তাই বলা যায় যে পুরোপুরিভাবে অপটিমাইজড ষ্টাইলের এ থিমটি আপনার ব্যক্তিগত ব্লগ বা ব্যবসায়িক ওয়েবসাইট উভয় চাহিদাকেই পূরণ করতে সক্ষম। এটি রেসপন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি। এটির রয়েছে ফুল ফিচারড কন্ট্রোল প্যানেল এবং এটি ফেবিকন লিংক সমর্থন করে।
SuperAds
কি! নাম শুনেই চমকে গেলেন? হ্যাঁ SuperAds একটি হাইলি অ্যাড অপটিমাইজড ওয়ার্ডপ্রেস থিম। তবে এটি অ্যাডসেন্সের সাথে সাথে অন্যান্য বিজ্ঞাপনও সমর্থন করে। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি আপনার ওয়েবসাইটের সিটিআর বা ক্লিক থ্রো রেট বাড়াতে সক্ষম। সাথে সাথে এটি আপনাকে ওয়েবসাইটের বিভিন্ন স্থানে আপনার ইচ্ছানুযায়ী বিজ্ঞাপন প্রদর্শনেরও স্বাধীনতা প্রদান করে।
পরিচ্ছন্ন ডিজাইন এবং একটি স্বাচ্ছন্দদায়ক অপশন প্যানেল এর সমন্বয়ে তৈরী SuperAds আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আপনার আয়ের পরিমাণ বাড়াতে সক্ষম।
Zimple Lite
Zimple Lite একটি সাধারণ কিন্তু সুন্দর ওয়ার্ডপ্রেস থিম। থিমটিকে বিজ্ঞাপন প্রর্দশন এবং পেজ স্পীডের জন্য হাইলি অপটিমাইজ করা হয়েছে। পুরোপুরি বিজ্ঞাপন বান্ধব হওয়ায় থিমটি দিয়ে অন্যান্য থিমের তুলনায় অনেক বেশি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ভালো পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব। থিমটি দিয়ে আপনি টেকনলোজি, ব্যক্তিগত ব্লগ, ফ্যাশন বা লাইফ ষ্টাইল বিষয়ক ওয়েবসাইট তৈরী করলে ভালো ফলাফল পাবেন।
Wimple
Wimple থিমটি প্রকৃতপক্ষে একটি দ্রুত গতি সম্পন্ন ওয়ার্ডপ্রেস থিম যা প্রফেশনাল ব্লগিং এর জন্য উপযোগী। থিমটির কালার এবং স্কিম প্যানেল আপনাকে দেবে অনেকে কালার ও স্কিমের মধ্য থেকে আপনার পছন্দ অনুযায়ী ওয়েবসাইটকে সাজিয়ে তোলার স্বাধীনতা। থিমটি ব্যবহারকারির পঠনের অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে, পাশাপাশি এটি থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের সুযোগও নেহাত কম নয়।
JustWrite
JustWrite থিমটি পরিচ্ছন্ন এবং ওপেন স্পেসড ডিজাইন সম্পন্ন। সম্প্রতি থিমটির ২.০ ভার্সন রিলিজ করা হয়েছে যা পূর্ববর্তী ভার্সন থেকে অনেক বেশি সুবিধা সম্পন্ন। থিমটির প্রো ভার্সন আপনাকে হোমপেজ বিল্ডিং লে-আউট এবং ষ্ট্রাকচার দেবে। যা ১০টি সেকশন এবং ৮টি কাস্টম সাইডবার উইগেট এর সমন্বয়ে গঠিত, যার মাধ্যমে আপনি সেকশন, স্লাইডার, ২ ধরনের ম্যাসোনারি লে-আউট, বিজ্ঞাপন, আর্কাইভ, জনপ্রিয় পোষ্ট, রিসেন্ট পোষ্ট ক্যাটাগরী যা ২,৩,৪ কলামে বিভক্ত ইত্যাদি সুবিধা পাবেন।
Shadower
Shadower একটি সুন্দর এবং পুরোপুরি রেসপন্সিভ ব্লগিং ওয়ার্ডপ্রেস থিম যা বিভিন্ন ধরনের টপিক এবং আর্টওয়ার্ক প্রদর্শনের জন্য আদর্শ। পরিচ্ছন্ন, সাধারণ এবং মর্ডান ডিজাইনের সমন্বয়ে তৈরীকৃত থিমটি অনেক সহজেই কাস্টমাইজ করা সম্ভব যা ব্লগারদের জন্য প্রথমসারির একটি থিম হিসেবে বিবেচিত হবে। থিমটিতে অনেক কাস্টমাইজেশন সুবিধা রয়েছে যেমন টাইপোগ্রাফির পরিবর্তন, লে-আউটর পরিবর্তন, উইগেট, বিজ্ঞাপন, স্লাইডার এবং আরো অনেক কিছু। যা আপনার ওয়েবসাইটের ভিজিটরদের মুগ্ধ করার পাশাপাশি ভালো পরিমাণ অর্থ আয়ের সুযোগ করে দিবে।
সবশেষে বলা যায় যে, আজকের পোস্টে আমি চেষ্টা করেছি ওয়ার্ডপ্রেসের কালেকশনের থাকা হাজার হাজার ফ্রি থিমের মধ্য থেকে সেরা ১০টি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম আপনাদের সামনে তুলে ধরতে যা আপনাদের ব্যক্তিগত, বানিজ্যিক ব্লগ বা ওয়েবসাইট তৈরীর কাজকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।
আমি যে থিমগুলোর কথা বলেছি এর বাইরেও অসংখ্যা থিম ওয়ার্ডপ্রেসের থিম লাইব্রেরীতে পাওয়া যাবে। কিন্তু থিম বাছাইয়ের আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে একটি থিম শুধু দেখতে সুন্দর হলেই হবে না। এটি যেন আপনি যে উদ্যেশ্যে ওয়েবসাইট তৈরী করছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কারণ ভিজিটর ওয়েবসাইটে আসার আগেই তাদের মনে ওয়েবসাইটের একটি লে-আউট কল্পনায় ভেসে ওঠে। ভিজিটরের কাছে যদি আপনার ওয়েবসাইটটি বেমানান মনে হয়, তাহলে ভিজিটর চলে যাবে এবং ওয়েবসাইটের বাউন্স রেট বেড়ে যাবে এবং আপনি আপনার কাঙ্খিত রেভিনিউ পাবেন না। তাই থিম নির্বাচনের পূর্বে ভাবনা চিন্তা করুন এবং বেছে নিন আপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী থিমটিকে।
Leave a Reply