এই ১০টি ফ্রি ফ্রি ওয়ার্ডপ্রেস গেমিং থিম থেকে দেখে শুনে একটা থিম বেচে নিয়ে তৈরি করে ফেলুন আপনার গেমিং ম্যাগাজিন বা গেম রিভিউ ওয়েবসাইট। এ জন্য আপনাকে ওয়েব ডিজাইনার কিংবা ওয়েব ডেভেলপার হতে হবে না। এ থিমগুলোর কনফিগারেশন এবং সেটিং এতটাই সহজ যে, শুধু মাত্র ড্রপ এন্ড ড্র্যাগ পেজ বিল্ডার ব্যবহার করেই অনায়াসে আপনার কাংখিত ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন খুবই অল্প সময়ে।
গেম খেলেন না এমন লোক খুঁজে পাওয়া সন্দেহ। অনলাইন গেম এখন কোটি ডলারের ইন্ড্রাস্ট্রি। এই ইন্ড্রাস্ট্রিতে কেউ গেম ডেবেলপ করে আয় করছে, কেউ গেম বিক্রি করে আয় করছে, কেউ সেই গেমগুলো প্রমোট করে কিংবা শুধুমাত্র রিভিউ লিখে এফিলিয়েট মার্কেটিং করে আয় করছে। আর আপনার আমার মত এমন অসংখ্য গেমার আছে যারা শুধু গেম খেলেই আয় করে নিচ্ছে হাজার হাজার ডলার। ইউটিউবে পিউডিউ নামের একজন আছেন যিনি গেম খেলে বছরে আয় করেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার, আমাদের টাকায় যার পরিমাণ দাঁড়ায় ১১২ কোটি ৫০ লক্ষ টাকা।
ফ্রি ওয়ার্ডপ্রেস গেমিং থিম
এখানে আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম থেকে বাচাই করে সেরা ৫টি গেমিং থিম একত্রিত করেছি আপনার জন্য। এখানকার যে কোন থিম দিয়ে আপনি আপনার গেমিং ওয়েবসাইট বা গেমিং ব্লগ তৈরি করতে পারবেন সহজেই। আর গুগলের অ্যাডসেন্স থেকে আয় করতে পারবেন চাকরির থেকেও অনেক বেশি।
আরো পড়ুন:
- ছাত্রাবস্তায় করতে পারেন যে ৫টি চাকরি
- এই ৭টি ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় ছোট ছোট কাজ করে
- অনলাইনে চাকরি থেকে আপনার বেতন হতে পারে ৩ লাখ ২ হাজার ৪শ টাকা
১. ফ্রি গেমিং থিম ফর ওয়ার্ডপ্রেস – Game Center
গেম সেন্টার দেখতে একদম একটা ফ্রিমিয়াম থিমের মতোই এবং গেমারদরে কাছে এই থিমটি খুবই জনপ্রিয়। অনেক গেম ম্যাগাজিন, গেম রিভিউ ওয়েবসাইট এই ফ্রি থিমটি ব্যবহার করছে। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে এই থিমটির রেটিং হচ্ছে ৫ এর মধ্যে ৪.৭। থিমটি ডিজাইন এবং ডেভেলপ করেছে SMT Framework.
এই থিমটির সঙ্গে আপনি যে-সব দরকারি ফিচার পাবেন সেগুলো হচ্ছে ডায়নামিক কন্টেন্ট লোডার, গুগল ম্যাপ শর্টকোড, কাস্টম সাইডবার, সোশাল শেয়ার বাটন, ফিচার স্লাইডারসহ আরো অনেক কিছু। দুই কলাম বিশিষ্ট্য এই থিমটি আপনার গেমিং ওয়েবসাইটের জন্য উপযুক্ত হবে।
২. ফ্রি ওয়ার্ডপ্রেস গেমিং থিম – Neo Game
নিও গেম অন্যতম সেরা একটি ফ্রি ওয়ার্ডপ্রেস গেমিং থিম। এটি সম্প্রতি রিলিজ দেয়া হয়েছে, যার ফলে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল এবং সব ধরণের প্লাগিনের সাথে এটি কোন ঝামেলা করছে। একটা গেমিং থিমের জন্য যত ধরণের প্রয়োজনীয় ইলিমেন্ট দরকার হয়, এই থিমে তার সবকিছুই আছে।
৩. ওয়ার্ডপ্রেস গেমিং থিম – Game Lab
অনলাইন গেমিং এর জন্য একটি অসাধারণ থিম Game Lab। কাস্টম সার্চ বস্ক সহ এই থিমটিতে রয়েছে একটি অসাধারণ রেসপন্সসিভ ড্রপ ডাউন মেনু। হোম পেজের স্লাইডারে আপনি ৫ ফিচার পোস্ট অ্যাড করতে পারবেন এবং ‘Read More’ বাটন যুক্ত করে সেই পোস্টগুলো লিংক করতে পারবেন।
এই থিমটিতে বলতে গেলে একেবারেই নতুন। গত বছরের শেষের দিকে এটি রিলিজ দেয়া হয়। এ পর্যন্ত থিমটি ৬০৩০ বার ডাউন করা হয়েছে। অর্থাৎ ছয় হাজার ত্রিশটি ওয়েবসাইট ফ্রিতে তৈরি হয়েছে এই থিমটি ব্যবহার করে। আপনিও এই ফ্রি থিমটি ব্যবহার করতে পারেন আপনার অনলাইন গেম পোর্টালের জন্য।
৪. ফ্রি রেসপন্সসিভ গেমিং থিম – Game Mag
গেমিং রিভিউ কিংবা গেমিং ম্যাগাজিনের জন্য একটি অসাধারণ থিম এটি। Free WP Themes এর ডিজাইন এবং ডেভেলপ করা এই থিমটি আপনাকে অনলাইন গেমিং জগতে আসার জন্য দারুণভাবে সাহায্য করবে।
এটি ২ কলাম বিশিষ্ট্য একটি ইউনিক থিম। এটি মূলত তৈরি করা হয়েছে পার্সোনাল গেমিং ব্লগের জন্য কিন্তু আপনি এটি যে কোন ধরণের গেমিং ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। এই থিমে বেশ কিছু কাস্টম টেমপ্লেট রয়েছে আর এটি ফিচার রেডি।
এই থিম যে কোন ধরণের শর্টকোড সাপোর্ট করবে এবং থিমের পোস্ট এডিটর পেজে শর্টকোড জেনারেট করা যায়। সব ব্রাউজারেই এই থিমটি দারণভাবে মানিয়ে যাবে এবং ওয়ার্ডপ্রেসের যে কোন ভার্সনেই এটি খাপ খেয়ে যাবে।
৫. ওয়ার্ডপ্রেস ফ্রি গেমিং থিম – Gegame
এটি একটি সুন্দর ডিজাইন এবং ক্লিন কোড দিয়ে ডেভেলপ করা থিম। গত বছরের জানুয়ারীতে এটি রিলিজ হয় এবং এ পর্যন্ত এটি বহুবার আপডেট দেয়া হয়েছে। বর্তমানে এটির ২.৪.৩ ভার্সন চলছে। প্রায় ৩ হাজার ওয়েবসাইট এই ফ্রি থিম দিয়ে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।
আকর্ষণীয় হেডার ডিজাইন আর আর রেসপন্সসিভ নেভিগেশন মেনু থিমটিকে অনন্য করেছে। এই থিমে কাস্টম রিলেটেড পোস্ট যুক্ত করার সুযোগ রয়েছে। এমনকি, পপুলার পোস্ট ও ক্যাটেগরি উইজেটও অ্যাড করতে পারবেন।
আশা করি, এই ৫টি ফ্রি ওয়ার্ডপ্রেস গেমিং থিম আপনার কাজে লাগবে যদি আপনি একটি গেমিং ব্লগ কিংবা গেম রিভিউ ওয়েবসাইট নিয়ে অনলাইন গেমিং জগতে প্রবেশ করতে চান। আমরা অপেক্ষায় থাকবো, এখানকার যে কোন ফ্রি থিম দিয়ে তৈরি করা আপনার স্বপ্নের গেমিং ওয়েবসাইটটি দেখার জন্য।
Juel das says
I would like to write artical about agriculture And human nutrition.plz give some web address
Antor says
There are few websites in these niche which allow guest submission & pay for writing. It will be better for you to create your own website with this topic. I think, you will get good result in search engines & be able earn from Google Adsese Program.