জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ এ বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। আর বল হাতে পেসার এবাদত হোসাইনের ৫ উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বিসিবি একাদশ।
প্রথমে ব্যাট করতে নেমে সাইফুদ্দিন ও এবাদত হোসেনের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ের টপঅর্ডার। এক হ্যামিল্টন মাসাকাদজা ছাড়া আর কেউই সামলাতে পারেননি সাইফুদ্দিন-এবাদতদের।
একপ্রান্ত আগলে রেখে ইনিংস গড়ার কাজ একাই চালিয়ে গেছেন মাসাকাদজা। তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন এল্টন চিগুম্বুরা। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ১২৪ রানের জুটির সুবাদে জিম্বাবুয়ের স্কোর দেড়শ পার হয়।
প্রস্তুতি ম্যাচ জিতল বিসিবি একাদশ
সাইফুদ্দিনের শিকার হয়ে চিগুম্বুরা বিদায় নিলেও টেল-এন্ডারদের নিয়ে আরও কিছুক্ষণ লড়াই চালিয়ে যাওয়া মাসাকাদজা শেষ পর্যন্ত ৯ম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরেন এবাদতের ৫ম শিকার হয়ে।
আউট হওয়ার আগে তুলে নেন সেঞ্চুরি। ৪৫.২ ওভারে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৭৮ রান। সর্বোচ্চ ১০২ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা আর দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন চিগুম্বুরা।
বিসিবি একাদশের পক্ষে ১৯ রানে ৫ উইকেট নেন এবাদত হোসেন আর সাইফুদ্দিন নেন ৩ উইকেট।
জবাবে বিসিবি’র হয়ে ওপেনিংযে ব্যাট করতে নামেন মিজানুর রহমান এবং এই সিরিজ দিয়েই জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ফজলে রাব্বি। কিন্তু দু’জনেই দ্রুত সাজঘরে ফিরে গেলে ইনিংসের হাল ধরেন সৌম্য সরকার।
সৌম্য সরকারের দূর্দান্ত সেঞ্চুরিতে ভর করেই প্রস্তুতি ম্যাচে জয় পায় বিসিবি একাদশ। ১১৪ বলে ১৩ চার ও ১ ছয়ে ১০২ রানের অধিনায়কসুলভ ইনিংস খেলেন সৌম্য সরকার।
বিসিবি একাদশ জয়ী হয় ৮ উইকেটে।
Leave a Reply