আপনার অ্যান্ড্রয়েড ফোনে কি স্টোরেজ স্বল্পতা, ব্যাটারি লাইফ টাইম কিংবা র্যাম সমস্যা রয়েছে? তাহলে, আর চিন্তা করবেন না। আপনার এই সব সমস্যা কিছুটা সমাধান করতেই আজকে আমি আলোচনা করব গুগোল প্লে-স্টোরে থাকা সেরা ৮টি অ্যান্ড্রয়েড লাইট অ্যাপ নিয়ে। এই অ্যাপগুলো আপনার এই তিনটা সমস্যাই এক সাথে সমাধান করতে পারবে।
লাইট অ্যাপ হল মূলত একটা অ্যাপের মূল ফিচারগুলো অক্ষুন্ন রেখে এক্সট্রা কিছু ফিচার বাদ দিয়ে ডেভেলপ করা অ্যাপ। আর এই এক্সট্রা ফিচারগুলো বাদ দেয়াতেই এক দিক দিয়ে যেমন স্টোরেজ সেভ হয়, অন্যদিকে ফিচারগুলো এক্সিকিউট করতে যে এক্সট্রা ব্যাটারি লাইফ ক্ষয় হয় বা এক্সট্রা কিছু র্যাম খরচ হয় সেই সমস্যার সমাধান করে। পাশাপাশি ডাটাও সেইভ করা যায় এই অলটারনেট অপশনগুলো দিয়ে।
সেরা ৮টি অ্যান্ড্রয়েড লাইট অ্যাপ
আমার ধারণা, অপেরা মিনি বা ফেইসবুক লাইটের বদৌলতে আমরা সবাই আসলে কম বেশি জানি লাইট অ্যাপ কি। আমাদের অনেকের মোবাইলে হয়তো এর কতগুলো অ্যাপ ইন্সটলও করা আছে। তবে, সবগুলো সম্পর্কে জানেন কি না মিলিয়ে নিতে পারেন। আর তাই, এই বিষয়ে কথা না বাড়িয়ে চলুন আমরা একে একে দেখে নেই অ্যাপগুলোকে।
১. ফেইসবুক লাইট
এটা ফেইসবুকের অফিসিয়াল লাইট ভার্সন অ্যাপ। এটা নরমাল ফেইসবুক অ্যাপের চেয়ে ফাস্ট ইন্সটল হবে আপনার মোবাইলে। এমনকি, লোড হবে ফাস্ট, ডাটা খরচ করবে কম।
আপনার ইন্টারনেট কানেকশন যদি স্লো হয় বা লিমিটেড ডাটা প্যাক থাকে, তাহলে আপনার জন্য সত্যিই খুব সুবিধাজনক হবে। আর আপনার মোবাইলের স্টোরেজ তো সেইভ করবেই। অ্যাপটি ইন্সটল করতে চাইলে ক্লিক করুন নিচের লিংকে।
২. ম্যাসেঞ্জার লাইট
ম্যাসেঞ্জার লাইটও ফেইসবুকের ডেভেলপারদেরই অফিসিয়ালি রিলিজ করা ম্যাসেঞ্জারের লাইট ভার্সন অ্যাপ। ম্যাসেঞ্জার লাইট আপনার মোবাইলের প্রায় ১০০ এমবি স্টোরেজ বাঁচানোর পাশাপাশি আপনার ইন্টারনেট প্ল্যান যদি ২জি-ও হয়, তাহলেও সাপোর্ট করবে।
মূলত, ২জি ইন্টারনেটেও যাতে ঠিকমত সার্ভিস দিতে পারে, সে ব্যাপারটা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে ম্যাসেঞ্জার লাইট। ম্যাসেঞ্জার লাইট অ্যাপটি ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন নিচের লিংক বাটনে।
৩. ইউসি ব্রাউজার মিনি
আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে ইউসি ব্রাউজার মিনি সত্যিকার অর্থে অপেরা মিনির চেয়ে তুলনামূলক বেশি ইফেক্টিভ অ্যাপ। অপেরা মিনিও নিঃসন্দেহে খুবই ভাল একটা অ্যাপ। কিন্তু, ইউসি মিনির ক্ষেত্রে আমার ইউজার এক্সপেরিয়ান্স তুলনামূলক বেটার।
লোয়ার স্পেসিফিকেশন আর লেস স্টোরেজের ফোনের জন্য ইউসি ব্রাউজার মিনি নিঃসন্দেহে খুবই ভাল একটি অপশন। ইউসি ব্রাউজার মিনি অ্যাপটি ডাউনলোড করতে চাইলে সরাসরি অ্যাপ স্টোরে চলে যান নিচের বাটনটিতে ক্লিক করে।
৪. ক্যামেরা ৩৬০ লাইট
ক্যামেরা ৩৬০ লাইট একটা ফুল ফিচারড বিউটি ক্যামেরা অ্যাপ, অ্যান্ড্রয়েডের জন্য। এই অসাধারণ ক্যামেরা অ্যাপটি মাত্র ৪ এমবি আর যথেষ্ট ফাস্টও বটে। স্টোরেজ অভাবে মোবাইলে ক্যামেরা অ্যাপ রাখার সুযোগ পাচ্ছেন না? তাহলে নিচের বাটনটিতে ক্লিক করে এক্ষুনি ডাউনলোড করে নিন ক্যামেরা ৩৬০ লাইট অ্যাপটি।
৫. পিকচারেন লাইট
পিকচারেন লাইট হল নির্ভরযোগ্য একটি ফাস্টেস্ট এবং লাইটেস্ট গ্যালারি অ্যাপ। আর তাছাড়া, এটি ডেডিকেটেড ভিডিও প্লেয়ার, ইনবিল্ট পাসওয়ার্ড প্রোটেকশন সিস্টেম, জিআইএফ প্লে-ব্যাকসহ আরও অনেক অসাধারণ ফিচার আছে এই পিকচারেন লাইটের। পিকচারেন লাইট অ্যাপটি ইনস্টল করতে নিচের বাটনে ক্লিক করে প্লে-স্টোরে চলে যান।
৬. অ্যাপ ১৫ লাঞ্চার
অ্যান্ড্রয়েডের জন্যে অনেক লঞ্চার অ্যাপ রয়েছে। তবে আমার জানা মতে এটাই সবচেয়ে লাইট ওয়েট লঞ্চার। এর ডেভেলপারদের পুরো ফোকাসই ছিল লঞ্চারটা পুরোপুরি ইফিসিয়েন্ট করা। আর তাই, ইউনিক এই লঞ্চারটি প্রায় যে কোন লঞ্চারের চেয়ে অনেক বেশি ফাস্টার।
আর এই লাঞ্চারটিতে যথেষ্ট কাস্টমাইজ করারও অপশনও আছে। অ্যাপ ১৫ লঞ্চার আপনার মোস্ট ইউজ করা অ্যাপগুলোকে শর্ট করে আপনার হোম স্ক্রিনে শো করে। অ্যাপ ১৫ লাঞ্চারটি ইন্সটল করতে চাইলে ক্লিক করুন নিচের লিংকিং বাটনটিতে।
৭. ক্লিন মাস্টার লাইট
ক্লিন মাস্টার অ্যাপ হয়তো আপনাদের অনেকেই ব্যবহার করেন। এর লাইট অ্যাপটিও ক্লিন মাস্টারের মতই ইউজফুল। মাত্র ৩.৬ এমবি সাইজের ছোট এই অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ সেইভ করার পাশাপাশি আগের চেয়ে ফাস্টও করে তুলবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে।
আর এই অ্যাপে ক্লিন মাস্টারের মত, জাংক ফাইল ক্লিনার, ফোন বুস্টার, ব্যাটারি সেইভার, অ্যান্টিভাইরাস সহ প্রায় সব গুরুত্বপূর্ণ টুলও আছে। ক্লিন মাস্টার লাইট অ্যাপটি ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন ছবির নিচের বাটনটিতে।
৮. ইউটিউব গো
ইউটিউব গো হল, গুগোলের অ্যান্ড্রয়েড গো প্রোজেক্টের একটা পার্ট যেটা ইউটিউবের অফিসিয়াল লাইট ভার্সন। স্লো ইন্টারনেট কানেকশন বা লিমিটেড এমবি প্যাকে ইউটিউব দেখতে চাইলে আমি বলব খুবই ভাল একটি অপশন হল এই ইউটিউব গো।
ইউটিউব গো অ্যাপটির সাইজ মাত্র ৯.৪ এমবি। আর এই অ্যাপ ইউজ করে আপনি দুইটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ভিডিও ট্রান্সফার করতে পারবেন কোন ডাটা ব্যবহার না করেই। অসাধারণ এই লাইট অ্যাপটি ইনস্টল করতে চাইলে ক্লিক করুন ছবির নিচে দেয়া নীল বাটনটিতে।
তো, এই ছিল আমাদের আজকের মত সেরা ৮টি অ্যান্ড্রয়েড লাইট অ্যাপ নিয়ে আলোচনা। আপনার মোবাইলের ব্যাটারি অ্যাপ, র্যাম, স্টোরেজ, ইন্টারনেট ডাটা সেইভ করতে চাইলে এগুলো সত্যিই খুব ভাল অল্টারনেটিভ অপশন। পোস্টটা শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিন এই অ্যাপগুলোর সম্পর্কে, তাতে আপনার বন্ধুর ফোন নিয়ে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে। আর আপনি কোন কোন লাইট অ্যাপ ব্যবহার করেন, তাও পাঠকদের জানাতে ভুলবেন না।
Leave a Reply