ফ্রি এসইও টুলস সত্যিই অসাধারণ, বিশেষ করে যখন এর সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য অতিরিক্ত ট্র্যাফিক আনতে পারবেন। সেই সাথে, টাকা, র্যাংক, রেপুটেশন, পেজ রীচ ইত্যাদি অর্জণ করতে সক্ষম হবেন। সৌভাগ্যবশতঃ ইন্টারনেটে সহস্রাধিক এমন ফ্রি এবং পাওয়ারফুল এসইও টুলস রয়েছে। তবে সাবধানতার বিষয় এটাই যে, এর মধ্যে এমনও কিছু কিছু টুলস রয়েছে যা আপনাকে ভুল পথেও পরিচালিত করে ফেলতে পারে।
আমরা সবাই জানি যে, এসইও কোন নির্দিষ্ট কাজ নয়। এটি একটি পরিবর্তণশীল প্রক্রিয়া। প্রতি বছরই এসইও ইন্ডাস্ট্রিতে কোন না কোনও পরিবর্তণ আসছে। যার ফলে কোন নির্দিষ্ট টুলস এর উপর নির্ভর করে ইনভেস্ট করাটা এখন একেবারেই বোকামি। এছাড়া যারা নতুন, তাদের প্রথমেই পেইড কোর্সে না যেয়ে বিভিন্ন অনলাইন ফ্রি কোর্সের মাধ্যমে শুরু করাটাই উত্তম। আপনি যদি ফ্রি এসইও কোর্সে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখান থেকে জেনে নিতে পারেন সেরা ৩টি অনলাইন ফ্রি এসইও কোর্স সম্পর্কে।
ফ্রি এসইও টুলস
আপনি যখন এসইও করবেন, তখন অবশ্যই আপনাকে অনেক বেশি কাজ কম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। যেসকল কারণে এসইও টুলসগুলির প্রয়োজন হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হলো-
- সঠিক কি-ওয়ার্ড খুঁজে বের করা।
- মেটা ট্যাগ নির্ধারণ করা।
- ওয়েবসাইটের ক্রলিং সমস্যার সমাধান করা।
- ইউআরএল চেক করা।
- ব্যাকলিংক অ্যানালাইসিস করা।
অনলাইনে এমন অনেক টুলস পাওয়া যায় যেগুলি একসাথে এই সবগুলি সুবিধা প্রদান করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের বেশিরভাগই পেইড টুলস। তবে এসইও টুল নিয়ে হতাশ হবার কোন কারণ নেই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টপ ফ্রি এসইও টুলগুলির একটি তালিকা। আমি দাবী করে বলতে পারি, এই টুলগুলি খুবই কার্যকর, শক্তিশালী এবং পরীক্ষিত। আর সবচেয়ে মজার বিষয় হলো এগুলি একেবারেই ফ্রি।
গুগল অ্যানালিটিকস:
মানুষের বেচেঁ থাকার জন্য অক্সিজেন যেমন জরুরী, অনলাইন মার্কেটারদের কাছে গুগলের এই ফ্রি টুলসটিও ততটাই জরুরী। এটা ছাড়া তাদের পক্ষে টিকে থাকা অসম্ভব। আপনি যদি এখনও এটি ব্যবহার না করে থাকেন, তাহলে আমি আপনাদের হাইলি রিকমেন্ড করবো যত দ্রুত সম্ভব এটি ব্যবহার করার জন্য।
সমগ্র ইন্টারনেটে আপনি অন্য কোন ডাটা সোর্স পাবেন না যেটি আপনাকে গুগল অ্যানালিটিকসের মত হাই কোয়ালিটি এবং এত বিস্তারিত তথ্য দেবে। বর্তমান ইন্টারনেট গুগল শাষিত বললে খুব একটা ভুল হবে না। আর আপনি জেনে অবাক হবেন যে, আপনি অন্যান্য যেসব সার্ভিস ব্যবহার করছেন বা করবেন বলে ভাবছেন, তাদের সবাই গুগল থেকেই তথ্য সংগ্রহ করে থাকে।
গুগল সার্চ কনসোল:
গুগলের অ্যানালিটিকস যদি সেই অক্সিজেন হয়ে থাকে যার মাধ্যমে অনলাইন মার্কেটারগণ নিশ্বাস গ্রহণ করে, তবে গুগলের সার্চ কনসোল (পূর্বের গুগল ওয়েবমাস্টার টুলস) হচ্ছে সেই খাবার যা তারা খায়।
গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিকস প্রায় একই ডাটা প্রদান করে থাকে। তবে গুগল অ্যানালিটিকস থেকে এর ডাটা প্রদানের ধরণটা ভিন্ন এবং সহজ। এটির মাধ্যমে খুব সহজেই কোন ব্যাকলিংকগুলি আপনার সাইটের জন্য ক্ষতিকারক তা জানা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
কি-ওয়ার্ড প্লানার:
গুগল কি-ওয়ার্ড টুলস এর পরিবর্তী সংষ্করণ হচ্ছে গুগল কি-ওয়ার্ড প্লানার। গুগল অ্যাড অ্যাকাউন্টে লগইন করার পর টুলস মেন্যু থেকে কি-ওয়ার্ড প্ল্যানার নির্বাচন করে এটিতে কাজ শুরু করতে হয়। এটি ব্যবহার করে খুব সহজেই কি-ওয়ার্ড রিসার্চ করা সম্ভব।
পূর্বের কি-ওয়ার্ড টুলস এর তুলনায় এটি ব্যবহারকারীকে অনেক বেশি সুবিধা প্রদান করে থাকে।
মজবার:
তথ্যই হচ্ছে মজবারের মূল চালিকাশক্তি। এটি ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে, এসইও করার জন্য আসলে কি কি বিষয়ে কাজ করতে হয়। মূলতঃ এসইও করার জন্য কম্পেটিটর সম্পর্কে যেসব তথ্যের প্রয়োজন হয় তা মজবার এক মুহুর্তের আপনার সামনে উপস্থাপন করে।
এটি ব্রাউজার টুলবার হিসেবে কাজ করে। আপনি যখন ওয়েবসাইট ভিজিট করেন, তখন এটি সেই ওয়েবসাইটের যাবতীয় তথ্য সংগ্রহ করে রাখে। এটি থেকে রিপোর্ট পাওয়ার প্রক্রিয়াটিও বেশ সহজ। আপনি যে ওয়েবসাইটের তথ্য চান, সেটি ভিজিট করুন এবং মজবারের আইকনে কিক করুন। ব্যাস পরবর্তী মুহুর্তেই ওই ওয়েবসাইটের যাবতীয় তথ্য আপনার হাতের মুঠোয় চলে আসবে।
এই টুলবারটি মজিলা ফায়ার ফক্স এবং গুগল ক্রোমের জন্য অ্যাড-অন হিসেবে পাওয়া যায়। আবার উইন্ডোজ ও ম্যাকের জন্য এর আলাদা সফটওয়্যার রয়েছে।
নেইল প্যাটেল এসইও অ্যানালাইজার:
আমার দেখা টুলগুলোর মধ্যে এটিকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই টুলটি পরিচালনা করতে কোন ধরনের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না। একই সাথে এটি একটি ওয়ান ক্লিক টুলস।
আপনার যে ওয়েবসাইটের তথ্য প্রয়োজন আপনাকে শুধু এই ওয়েবসাইটের ইউআরএল এখানে পেস্ট করতে হবে। বাকী কাজটুকু এই ফ্রি টুলসটি নিজেই করবে।
নেইল প্যাটেল এসইও অ্যানালাইজার এর মাধ্যমে খুব সহজেই যে কোন ওয়েবসাইটের অন-পেজ এসইও স্কোর, অর্গানিক মান্থলি ট্র্যাফিক, অর্গানিক কি-ওয়ার্ড, ব্যাকলিংক এর সংখ্যা জানা যায়।
একই সাথে এই টুলটির সাহায্যে ওয়েবসাইটের হেলথ্ চেক, সাইট স্পীড চেক এবং অন্যান্য ক্রিটিক্যাল ইরর সম্পর্কে জানা সম্ভব। এছাড়াও এই টুলসটি আপনার সাইটের এসইও ইস্যুগুলোও আপনার সামনে তুলে ধরবে যার মাধ্যমে আপনি আপনার সাইটের এসইও সংক্রান্ত সমস্যাগুলো সহজেই সমাধান করে ফেলতে পারবেন।
উপরের সবগুলো ফ্রি এসইও টুলস একজন ওয়েবমাস্টারকে এসইও করার ক্ষেত্রে অনেক সাহায্য করে। বিশেষ করে যারা এসইও ইন্ডাস্ট্রিতে নতুন, তাদের জন্য প্রথমেই পেইড টুলস ব্যবহার না করে এই ধরনের ফ্রি টুলসগুলির সাহায্যে প্র্যাকটিস করাটা আমার কাছে বেশি ভালো বলে মনে হয়েছে। টুলগুলো সংক্রান্ত আপনাদের যে কোন প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Leave a Reply