চলতি বছর অর্থাৎ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রায় ৩৫০০ পাবজি প্লেয়ার ব্যানড্ হয়েছে। দূর্নীতির দায়ে এইসব প্লেয়ারদের অ্যাকাউন্ট ব্যানড্ করে দেয়া হয়েছে। দূর্নীতি বলতে আন-ফেয়ার গেম প্লে অর্থাৎ প্রতারণামূলক কর্মকান্ড।
যারা চিকেন ডিনার জেতা কিংবা অন্য কোনও বিশেষ সুবিধা পেতে পাবজি খেলায় প্রতারণায় আশ্রয় নিয়েছে কিংবা গেম হ্যাক করার চেষ্টা করেছে, তাদেরকেই ব্যানড্ করে দিয়েছে পাবজি কতৃপক্ষ।
প্রতারণার দায়ে ব্যানড্ হওয়া এসব প্লেয়ারা আর পাবজি খেলতে পারবেন না। অর্থাৎ, যে অ্যাকাউন্ট দিয়ে তারা পাবজি খেলছেন, সেটি দিয়ে আর পাবজি খেলা যাবে না। তবে, নতুন অ্যাকাউন্ট খুলে হয়তো আবার নতুন করে খেলা শুরু করা যাবে এবং অনেকেই তাই করছেন।
পাবজি কতৃপক্ষ প্রতারণা ঠেকাতে এবং ফেয়ার গেম প্লে পুরোপুরি চালু করতে নতুন কিছু আপডেট দিয়েছে। আর যারা এসব আপডেট মেনে খেলছেন না, তারা পাবজি থেকে ব্যানড্ হয়ে যাচ্ছেন। উল্লেখ্য, পাবজির কিছু নতুন আপডেট লংঘন করার দায়ে ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর প্লেয়ারদের প্রতারণা অনেকখানিই কমেছে। যারফলে, অক্টোবর মাসে ১ হাজারের কাছাকাছি প্লেয়ার ব্যান খেয়েছে যা সেপ্টেম্বরের ৩ গুণ কম।
পাবজি গেমের এই ব্যান লিস্ট চলমান চলমান থাকবে। সুতরাং, আপনি যদি বাড়তি কোন গেম প্লে বা সুবিধা পেতে কোনও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে থাকেন, তবে ব্যান খাওয়া এড়াতে আজই সেটি বাদ দিয়ে দিন। এছাড়া যদি পাবজি হ্যাক করার চিন্তা করেন, তবে প্রথমত জানিয়ে রাখি যে সেটা পারবেন না; আর দ্বিতীয়ত বলতে চাই যে, এটি করতে গিয়ে অহেতুক নিজের অ্যাকাউন্টটাকে ব্যান খাওয়া থেকে নিরাপদ রাখুন।
Leave a Reply