কল অব ডিউটি মোবাইল ভার্সন রিলিজের খবর সব গেম লাভাররাই জানেন। বিশেষ করে যারা পিসিতে এই গেমটি খেলেন, তাদের জন্যে খবরটি দারুণ আনন্দের। গেমটির নির্মাতা চীনের টেন্সেন্ট হোল্ডিং লিমিটেড থেকে মোবাইল ভার্সনের খবর আসে চলতি বছরের মার্চ মাসে। আর সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মোবাইলের জন্যে এটি রিলিজ পায় গত অক্টোবর মাসের ১ তারিখে।
কল অব ডিউটি নামটি শুনলেই প্রথমে ফার্স্ট পারসন শুটিং গেম এর কথা মাথায় আসবে। এতদিন কম্পিউটারে শুটিং গেম হিসেবে আমরা এটি খেলেছি। কিন্তু এখন আমরা এই অসাধারণ গেমটি খেলবো মোবাইলে। পাবজির মতো এটি মোবাইলে আরো বেশি পরিমাণে জনপ্রিয়তার আশা করছে গেমটির উন্নয়নে ভূমিকা রাখা টিমি স্টুডিওস। সেই সাথে গেমটির পাবলিশার কোম্পানী, অ্যাক্টিভিশন জানিয়েছে এটি পাবজির চেয়ে দ্রুত লোড হবে লো-ইন্ড থেকে হাই-ইন্ড সকল মোবাইলে।
কল অব ডিউটি মোবাইল কি?
কড (COD) মোবাইল হল অনলাইন মাল্টিপ্লেয়ার গেম, অনেকটা পাবজির মত। গেমটিতে রয়েছে ৫ বনাম ৫ মাল্টিপ্লেয়ার মোড, আরও রয়েছে ব্যাটেল গ্রাউন্ড মোড। গেমটির গেমপ্লে পাবজির মত, কিন্তু পাবজির থেকে বেশি দ্রুত ও স্মুথ। যা আপনাকে মর্ডান যুদ্ধের অনুভূতি দিবে। গেমটির অন্যতম লক্ষ্য ছিল পাবজিকে একটি বোরিং গেম হিসেবে দেখানো। কারণ, বর্তমান বাজার পাবজি দখল করে আছে।
কল অব ডিউটি মোবাইল গেমের অফিসিয়াল পরিচিতি ও সাফল্য
গেমটি ডেভেলপ করেছে টেনসেন্ট গেমস এবং টিমি স্টুডিওস। গেমটি অ্যান্ড্রয়েড ও অইওএস এর জন্য পাবলিশ করেছে অ্যাক্টিভেশন। গেমটি প্রথম অস্ট্রেলিয়া ও কানাডাতে বিটা ভার্সনে রিলিজ হয় মার্চ ২০১৯ এ। এরপর ১ অক্টোবর, ২০১৯ তারিখে বিশ্বব্যাপী ফুল ভার্সনে রিলিজ হয়।
গেমটি রিলিজের ৩ দিনের মধ্যে ৩৫ মিলিয়ন ডাউনলোড হয় এবং ২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করে। তারপর ১ সপ্তাহের মধ্যে ১০০ মিলিয়নের বেশি ডাউনলোড হয় এবং ১৮ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করে যা মোবাইল গেমের ইতিহাসে সর্বপ্রথম।
- কল অব ডিউটি মোবাইলের অফিসিয়াল ওয়েবসাইট – Call of Duty Mobile .
- ডাউনলোড লিংক – Google Play , App Store
কল অব ডিউটি মোবাইল গেমের ইন্টারফেস
গেমটিতে ঢুকলে আপনি প্রথমেই দেখতে পাবেন বিভিন্ন বিজ্ঞাপন। তারপর আসবে মূল জিনিস। আপনাকে গেমের প্রথমে গেমের মোড নির্ধারণ করে দিতে হবে। মোড বলতে আপনি কি ধরণের গেম খেলতে চান। গেমটিতে রয়েছে ২টি মোডঃ
- মাল্টিপ্লেয়ার
- ব্যাটেল রয়েল
বর্তমানে এই ২টি মোড চলমান আছে। ভবিষ্যতে আরোও অনেক মোড আসবে, সেগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমরা এই ২টি মোড সর্ম্পকে আলোচনা করবো।
মাল্টিপ্লেয়ার মোড
এই মোডটি কল অফ ডিউটি মোবাইল গেমের প্রধান আকর্ষণ। মাল্টিপ্লেয়ার মোডের মধ্যে রয়েছে আরও অনেক টাইপ।
- Frontline
- Team Deathmatch
- Domination
- Search and Destroy
এগুলো ছাড়াও অনেক মোড রয়েছে যা আপনাকে অন্য রকম একটা গেমিং এক্সপেরিয়েন্স দিবে।
মাল্টিপ্লেয়ারে রয়েছে অনেক ক্লাসিক ম্যাপ, এবং ম্যাপগুলোর আকারও অনেক বড়। ম্যাপগুলো কল অব ডিউটি হিস্টরির অন্য সব ম্যাপের আদলে বানানো। তাই, আপনি যদি আগে কম্পিউটারে কল অব ডিউটি গেমটি খেলে থাকেন, তাহলে বুঝতে পারবেন গেমটি কত মজার।
পাবজিতে আপনারা ছোট একটি ম্যাপে Team DeathMatch খেলেছেন। আর, পাবজিতে TDM খেলার জন্য মাত্র একটি ম্যাপ রয়েছে। তাই, বুঝতেই পারছেন কল অব ডিউটি মোবাইল গেমটি পাবজি থেকে কতটা মজার।
গেমের ম্যাপগুলো অনেক আকর্ষণীয়। আর অনেকগুলো মোড থাকায় গেম খেলে কখনও বিরক্তি আসে না। একটি মোডে খেলতে খেলতে বিরক্তি চলে আসলে, অন্য একটি মোডে খেলে বিরক্তি কাটানো যায়।
মাল্টিপ্লেয়ারে গেম শুরু করার আগে বন্দুক নির্ধারণ করে দিতে হয়। লেভেল যত বাড়বে বন্দুক রাখার স্থান তত বাড়তে থাকবে। আর, আপনি নতুন নতুন বিভিন্ন বন্দুক পেতে থাকবেন। এটিই হল কল অফ ডিউটির প্রধান আকর্ষণ।
ব্যাটেল রয়েল
ব্যাটেল রয়েল সম্পর্কে বলতে গেলে প্রথমেই পাবজির কথা চলে আসবে। কারণ, এই মোডটি পাবজিই প্রথম প্রকাশ করে। ব্যাটেল রয়েলের ইন্টারফেস প্রায় পাবজির মতোই। আপনারা ভাবছেন যদি পাবজির মতোই হয় তবে কল অব ডিউটি খেলবো কেন! কল অফ ডিউটি খেলবেন এই কারণে যে, কল অব ডিউটিতে রয়েছে স্পেশাল বন্দুক যা আপনাকে দিবে অনেকটা যুদ্ধক্ষেত্রের অনুভূতি। আর যদি আপনি খুব বেশি পাবজি লাভার হন, তাহলে পাবজি মোবাইল গেমের ১০টি অজানা বিষয় জানতে পারেন।
এই মোডে আপনাকে প্রথমে একটি ওয়েটিং রুমে রাখা হবে। এই ওয়েটিং রুমে থাকা অবস্থায় আপনি বিশেষ কিছু সক্ষমতা নির্ধারণ করে দিতে পারবেন। যে সক্ষমতাটি নির্ধারণ করে দিবেন, সেটি কিছু সময় পর পর কার্যকর হবে। আর, আপনি সেটি ব্যবহার করতে পারবেন। সক্ষমতাগুলোর মধ্যে রয়েছে Clown, Defender, Mechanic, Medic, Scout, Ninja।
এছাড়া গেমে মধ্যে রয়েছে Zombie, Boss সহ আরও অনেক কিছু যা আপনাকে অন্যরকম একটি শ্যুটিং গেমের অনুভূতি দিবে। এখানে ব্যবহার করা বন্দুকগুলো কল অব ডিউটি পিসি ভার্সনের মত। তাই, আপনি অনেকটা পিসি ভার্সনের স্বাদও পেয়ে যাবেন মোবাইল ভার্সনে।
সর্বশেষে বলা যাই, অ্যাক্টভিশন কোম্পানির কল অব ডিউটি মোবাইল গেমটি বের করেছে পাবজিকে পেছনে ফেলার জন্য। তারা গেমটিকে দিন দিন আরও ডেভেলপ করবে। তাহলে, বোঝাই যাচ্ছে ভবিষ্যতে গেমটি আর কতটা উন্নত হবে। পাবজি ২০১৮ সালে রিলিজ পেয়ে এখন পর্যন্ত অনেক আপডেট করেছে, যা প্রথম অবস্থায় ছিল না। তাই, কল অব ডিউটি কতটা ডেভেলপ করবে সেটি আপনারা নিজেরাই ভেবে দেখুন!
Leave a Reply