বছরের প্রায় প্রতিটি সময়ই আমাদেরকে হয় বডি লোশন না হয় বডি ক্রিম ব্যবহার করতে হয়। কিন্তু, কখন কোনটা ব্যবহার করবো, সেটা অনেকেই জানেন না।
এটা অনেকখানিই নির্ভর করে ময়েশ্চারাইজিং এর উপর। ত্বকের যত্ন যদি নিতে হয়, তবে ময়েশ্চারাইজিং সম্পর্কে সঠিক জ্ঞান রাখা প্রয়োজন।
ময়শ্চারাইজিং আমাদের ত্বককে শুধুমাত্র উজ্জ্বলই দেখায় না, বরং এটি বার্ধক্যের সাধারণ লক্ষণগুলিকেও ধীর করে দেয়। সেই সাথে, রুক্ষতাকে রুখে দেয়, ত্বককে কোমল করে তোলে। বিরূপ আবহাওয়ার বিরুদ্ধে ফাইট করে ত্বককে রক্ষা করে এবং সারাদিনে হারিয়ে যাওয়া আর্দ্রতা পূরণ করে দেয়।
কিন্তু, প্রাকৃতিক ময়েশ্চারাইজারের উপস্থিতি এবং ত্বকের উপর সেটার প্রভাবের উপর নির্ভর করে আপনি কি বডি লোশন ব্যবহার করবেন, নাকি বডি ক্রিম। কারণ, বডি লোশন ও বডি ক্রিমের মাঝে কিছু পার্থক্য আছে যা আপনাকে জানতে হবে এবং সঠিকটা বেছে নিতে হবে।
আসুন, জেনে নেই বডি ক্রিম ও বডি লোশনের মধ্যে কখন কোনটা ব্যবহার করা ভাল হবে।
কখন বডি লোশন ব্যবহার করবেন
ইচ্ছে মতো বডি লোশন ব্যবহার নয়, বরং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে বডি লোশন। যদি নিম্নের বিষয়গুলো আপনার সঙ্গে মিলে যায়, তবে আপনাকে বডি লোশন ব্যবহার করতে হবে।
যখন আপনার ত্বক শুস্ক বা সংবেদনশীল
আমরা জানি ত্বকের বিভিন্ন ধরণ আছে। যেমন, শুস্ক ত্বক, তৈলাক্ত ত্বক, কিংবা মিশ্র ত্বক। আপনার ত্বকের ধরণ যদি হয় শুস্ক, তবে আপনাকে অবশ্যই বডি লোশন ব্যবহার করতে হবে। কারণ, সামঞ্জস্যপূর্ণ হওয়ার দিক থেকে ক্রিম ঘন হয়, কিন্তু বডি লোশন হয় হালকা আর মসৃণ। ফলে, দ্রুত শুষ্ক ত্বকের সাথে খাপ খাইয়ে নিতে পারে।
এছাড়া, বডি লোশনের ভেতর শুষ্কতা প্রতিরোধের জন্যে (hydration locked inside) প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস্ থাকার কারণে শুষ্ক ত্বকের জন্য এটি সবচেয়ে উপযুক্ত।
যখন শীতের সময়, বিশেষ করে রাত
আপনার ত্বক যদি শুষ্ক না হয়, তবু ঠান্ডার মাসগুলোতে আপনাকে বডি লোশনই ব্যবহার করতে হবে। কারণ, ঠান্ডায় ত্বক অতিমাত্রায় শুকিয়ে গিয়ে থাকে। আর আমাদের দেশে অধিকাংশ ছেলে-মেয়ের বিয়ের আয়োজন করা হয় শীতের সিজনে। কাজেই, শীতের সময়ে বিয়ের আগে ত্বকের যত্ন নিতে হলে বডি ক্রিম ব্যবহার না করে আপনার অবশ্যই বডি লোশন ব্যবহার করা উচিৎ।
শীতকালে অতি শুষ্কতা থেকে রক্ষা করতে শরীরে আদ্রতার (moisturizer) প্রয়োজন। আর বডি লোশনের মূল উপাদান পানি ও ময়েশ্চারাইজার হওয়ায় এটি শরীরে আদ্রতা আটকে রাখতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শীতের রাতে ঘুমানোর সাথে সাথে আপনার ত্বক উল্লেখযোগ্য হাইড্রেশন হারাতে পারে।
এই কারণে ত্বক বিশেষজ্ঞরা (skin experts) বিছানায় যাওয়ার আগে আপনার ত্বককে ট্রান্সপিডার্মাল পানি ক্ষয় (transepidermal water loss) থেকে রক্ষা করার জন্য ভাল মানের, বিশেষত ঘন ময়েশ্চারাইজার (occlusive moisturizer) সমৃদ্ধ বডি লোশন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
কখন বডি ক্রিম ব্যবহার করবেন
এমন হওয়া মোটেই উচিৎ নয় যে, আপনি যখন ইচ্ছা তখনই বডি ক্রিম ব্যবহার করবেন। বরং, আপনার উচিৎ নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা এবং আপনার ত্বকের সাথে যদি এগুলো মিলে যায়, বডি ক্রিম ব্যবহার করা।
ত্বক যখন তৈলাক্ত
আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তবে লোশন নয়, আপনাকে ব্যবহার করতে হবে বডি ক্রিম। কারণ কি? কারণ, হলো তৈলাক্ত ত্বকের জন্যে দরকার শুষ্কতার ছোঁয়া (hydration), যা বডি ক্রিমে পাওয়া যায়। আবার, যাদের ত্বক শুষ্কও নয়, আবার তৈলাক্তও নয়, অর্থাৎ উভয়ের মাঝামাঝি, সেটাকে মিশ্র ত্বক বলে আর এ ধরণের ত্বক সাধারণত ব্রণ-প্রবণ হয়। আপনি, ত্বক যদি মিশ্র হয়, তবে সেক্ষেত্রেও আপনার বডি ক্রিম ব্যবহার করা উচিৎ।
আর, আপনি যদি বডি ক্রিম ব্যবহারে কম্পোর্ট ফিল না করেন, তবে আপনাকে অল্প পরিমাণ ময়েশ্চারাইজার রয়েছে (lightweight water-based moisturizer) এমন বডি লোশন ব্যবহার করতে হবে। এটি, আপনার জন্যে একটি কৌশল হিসেবে কাজ করবে।
বাতাস যখন আদ্র, বিশেষ করে দিনের বেলা
যখন বাতাসে আদ্রতা ছড়িয়ে থাকে, অর্থাৎ প্রাকৃতিকভাবেই আমাদের শরীর বা ত্বক বাতাস থেকে ময়েশ্চারাইজার পেয়ে থাকে, তখন বডি ক্রিম ব্যবহারই বেশি উপযুক্ত। কারণ, লোশনে ময়েশ্চারাইজার থাকে, আর বাতাস থেকেও যদি তাই পান, তবে তো ডাবল হয়ে যায়। আর এতে ত্বক তার স্বাভাবিকতা হারায়। সুতরাং, এ সময় বডি লোশন নয়, বরং ক্রিম ব্যবহার করুন।
অন্যদিকে, বাতাসের অবস্থা বা ওয়েদার যাই হোক না কেন, আপনার ত্বককে হাইড্রেট করা গুরুত্বপূর্ণ। আর সেক্ষেত্রে যদি দেখেন বাতাস আর্দ্রতার সাথে কিছুটা আঠালো ধরণের, যা আপনি নিজেই ত্বকের মাধ্যমে বুঝতে পারবেন, তখনও আপনার ক্রিমই প্রয়োজন।
কারণ, ওই সময়ও যদি আপনি লোশন ব্যবহার করেন, তবে আপনার ত্বক আরো আঠালো হয়ে যাবে। তবে, দিনের বেলায় হালকা টাইপের লোশন (thinner type of lotion) ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে।
Leave a Reply