আজকে রাতে বেশকিছু বড় ফুটবল ম্যাচ রয়েছে যে ম্যাচগুলো দেখতে পারেন। আজকে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং হালের সবচেয়ে চমক জাগানিয়া দল জুভেন্টাস। এই দলগুলোর কিছু তথ্য আর ম্যাচের সময় জেনে নিন।
বার্সেলোনা-রিয়াল বেতিস (লা লিগা)
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আজ রাতে মাঠে নামছে রিয়াল বেতিসের বিপক্ষে। নিজেদের মাঠে স্প্যানিশ পরাশক্তিরা আথিতেয়তা দেবে বেতিসকে।
বার্সেলোনা সমর্থকদের জন্য সুখবর হল এই ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরতে পারেন লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকেই মেসিকে খেলাতে পারেন বার্সা কোচ ভালভার্দে।
গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লীগে ইন্টার মিলানের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। আজ পূর্ণশক্তির একাদশই মাঠে নামাতে পারেন ভালভার্দে।
ম্যাচঃ রিয়াল বেতিস-বার্সেলোনা
সময়ঃ রাত ৯-১৫ মি.
ভেন্যুঃ ক্যাম্প ন্যু
সরাসরি সম্প্রচারঃ সনি টেন ২
ম্যানচেস্টার সিটি- ম্যানচেস্টার উইনাইটেড (ইংলিশ প্রিমিয়ার লীগ)
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে আজ মুখোমুখী হচ্ছে দুই প্রতিবেশী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার উইনাইটেড।
একটা সময় ছিল যখন দুই দলের দ্বৈরথে ইউনাইটেড অনায়াস জয় পেত।
কিন্তু আবুধাবীর শেখদের অর্থের বদৌলতে সিটি এখন ইংলিশ লীগের অন্যতম শীর্ষ দল। দুই দলের মুখোমুখী লড়াইয়ে উত্তাপ তাই ছড়াচ্ছে।
গতবারের চ্যাম্পিয়ন আর রানার্স-আপ দল আজ মুখোমুখী হবে ইতিহাদ স্টেডিয়ামে।
দুই দলের দুই কোচ পেপ গার্দিওলা এবং হোসে মরিনহোর মধ্যকার উত্তপ্ত লড়াইও এই ম্যাচের অন্যতম আকর্ষণ। সিটি এই মৌসুমে কাংক্ষিত শুরু পেলেও ম্যানচেস্টার ধুঁকছে এখনও।
দুই দলই অবশ্য নিজেদের সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে।
ম্যাচঃ ম্যানচেস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড
সময়ঃ রাত ১০-৩০ মি.
ভেন্যুঃ ইতিহাদ স্টেডিয়াম
সরাসরি সম্প্রচারঃ স্টার স্পোর্টস সিলেক্ট ২
এসি মিলান-জুভেন্টাস(সিরি এ)
আজ সিরি এ’তে জুভেন্টাসের প্রতিদ্বদ্ধী এক সময়ের জায়ান্ট এসি মিলান। গত কয়েক মৌসুম ধরেই সিরি এ’র শিরোপা লড়াইয়ে ছিল না একসময়ে বিশ্বকে শাসন করা এসি মিলান।
গত বছর মালিকানা হস্তান্তর হয় এ ক্লাবের। ক্লাবের মালিকানা লাভ করে চীনা একটি প্রতিষ্ঠান।
নতুন মালিকদের অধীনে নিজেদের হারানোর জৌলুশ ফিরে পেতে মরিয়া এসি মিলান।
জুভেন্টাস সম্প্রতি হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। যা এই মৌসুমে জুভদের প্রথম হার ছিল।
তাই আজকের ম্যাচে আবার জয়ে ফিরতে চায় ম্যাসিমিলিয়া অ্যালেগ্রির দল।
আজকের ম্যাচে মারিও মানজুকিচ প্রথম একাদশে ফিরতে পারেন কুয়াদ্রাদোর পরিবর্তে।
ম্যাচঃ এসি মিলান-জুভেন্টাস
সময়ঃ রাত ১-৩০ মি.
ভেন্যুঃ সান সিরো(এসি মিলান)
সরাসরি সম্প্রচারঃ সনি টেন ২
রিয়াল মাদ্রিদ- সেল্টা ভিগো (লা লিগা)
রিয়াল মাদ্রিদ আজ মাঠে নামছে সেল্টা ভিগোর বিপক্ষে। নতুন কোচের অধীনে টানা তিন ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে ভিক্টোরিয়া প্লাজেনকে।
লীগে এখনও অনেক পিছিয়ে আছে “লস ব্লাংকোসরা”। তাই জয়ের কোন বিকল্প নেই তাদের।
ইনজুরির কারণে রক্ষণভাগের বেশ কয়েকজন খেলোয়াড়কে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
ম্যাচঃ রিয়াল মাদ্রিদ-সেল্টা ভিগো
সময়ঃ রাত ১-৪৫ মি.
ভেন্যুঃ ব্যালাইদোস (সেল্টা ভিগো)
সরাসরি সম্প্রচারঃ ফেসবুক লাইভ
এই ছিল আজকে রাতে যে ম্যাচগুলো দেখতে পারেন তার কয়েকটি তালিকা। উপভোগ করুন আপনার প্রিয় দলের খেলা।
Leave a Reply