সব ভালোবাসার সম্পর্ক সারাজীবন স্থায়ী হয় না। কিছু সাময়িক স্থায়ী হয়, কিছু বিয়ে হয়েও তারপর শেষ হয়ে যায়, আর কিছু আজীবন টিকে থাকে। এমনটা তো হতেই পারে যে, আপনার বয়ফ্রেন্ডের সাথে হয়তো আপনার এখন আর সম্পর্ক নেই। আপনার দুজনেই স্বেচ্ছায় একে অপরকে ছেড়ে দিয়েছেন। কিন্তু তার মানে তো এই নয় যে, আপনি এবং আপনার এক্স এখনই দুজন দুজনকে চিরতরে ভুলে যেতে প্রস্তুত।
আপনি যদি ঠিক এই মুহুর্তে এমন কোন পরিস্থিতির মধ্যে থেকে থাকেন, তাহলে হয়তো আপনিও ইতিমধ্যেই সমাধান খোঁজা শুরু করেছেন। হতে পারে আপনি এখন দ্বিধার মধ্যে রয়েছেন। আপনার মনে হয়তো হাজারো প্রশ্নের উদ্ভব হচ্ছে। নিজেই হয়তো নিজেকে প্রশ্ন করতে শুরু করেছেন যে আপনি আপনার এক্সকে কতটা ভালোবাসেন বা সে আপনাকে কতটা ভালোবাসে।
যে ঘটনাটি আপনাদের দুজনকে আলাদা করে দিয়েছে, তা নিয়ে ভেবে আপনার মন হয়তো বিষন্ন হয়ে উঠছে। হতে পারে আপনার এক্স এর কাছে ফিরে যেতে মন চাইছে। কিন্তু যেহেতু কোন ভালো কিছুর মধ্যে দিয়ে আপনাদের সম্পর্কের অবসান ঘটেনি, তাই স্বাভাবিকভাবেই নিজে থেকে তার কাছে ফিরে যেতে আপনার কিছুটা সংকোচ বোধ সৃষ্টি হতেই পারে।
কিন্তু, আপনি যদি জানতে পারেন যে আপনার এক্সও ঠিক আপনারই মতো আপনাকে ফিরে পেতে চাইছে, তখন ব্যাপারটা কেমন হবে? তখন নিশ্চয়ই আর মনে সংকোচ থাকার কথা নয়। তাই চলুন দেখা যাক কিভাবে সেটি জানা সম্ভব।
আপনার সাথে যোগাযোগের চেষ্টা করা:
আপনাদের যেহেতু এখন ব্রেকআপ হয়েই গেছে, সেহেতু আপনারা আর একে অপরের সাথে একান্ত প্রয়োজন ছাড়া যোগাযোগ করবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে, আপনার এক্স প্রতিদিন কোন না কোন বাহানায় আপনার সাথে দেখা করতে, আপনার সাথে কথা বলতে বা আপনার খোঁজ খবর নিতে চাইছে, তাহলে তো আর এটা বুঝতে কষ্ট হবার কথা নয় যে সে আপনাকে কতটা মিস করছে।
আপনার এক্স যদি আপনাকে সত্যিই মিস করে থাকে, তাহলে ব্রেকআপের পরেও সে আপনার সোস্যাল মিডিয়াতে বিভিন্ন মজাদার ম্যাসেজ পাঠাতে থাকবে। হঠাৎ করেই যে কোন ভাল খবর আপনাকে জানাবে বা তার এবং তার পরিবারের একসাথে কাটানো ভালো মুহুর্তগুলির ছবি আপনার সাথে শেয়ার করবে।
মোটকথা সে কোন না কোন ভাবে আপনার সাথে তার যোগাযোগ অক্ষুন্ন রেখে চলবে। যার মানে হলো সে আপনাকে বোঝাতে চাইছে যে আপনি এখনো তার হৃদয়ে আছেন এবং সে আপনার থেকেও কিছু শুনতে আগ্রহী। এর মানে এটাও হতে পারে যে, সে তো আগ্রহী বটেই কিন্তু সে এটা জানতে চাইছে আপনি এই মুহুর্তে তাকে কিভাবে গ্রহণ করছেন। হতে পারে, আপনাদের ভেঙ্গে যাওয়া সম্পর্কে পুনরায় জোড়া দেওয়ার এটাই তার কৌশল।
সবখানে তার বিচরণ:
আপনার এক্স আপনাকে মিস করছে, তার বড় একটি প্রমাণ হলো ব্রেকআপের পরেও আপনি তাকে সবখানে পাবেন। সে এমন সব স্থানে উপস্থিত থাকবে, যেখানে আপনি সাধারণত যাতায়াত করেন এবং সে এটাই উপস্থাপন করতে চাইবে যে আপনাদের আকষ্মিকভাবেই দেখা হয়ে গেছে।
হঠাৎ করেই দেখবেন যে সেও একই শপিং মল থেকে জিনিসপত্র কেনাকাটা করতে শুরু করেছে, যেখান থেকে আপনি কেনা কাটা করেন বা আপনি যেখানে অবসর সময় কাটাতে পছন্দ করেন, ব্রেকআপের পরে তাকেও সেখানে নিয়মিত দেখা যাচ্ছে।
একজন মানুষ যখন নিজের সবটুকু প্রচেষ্টা দিয়ে আপনার সামনে থাকার চেষ্টা করে, তখন বুঝে নেওয়া উচিৎ যে, সে যে কোন মূল্যে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। এমনকি, সে আপনার সাথে কথা বলতে আগ্রহী। হ্যাঁ একই এলাকায় যদি আপনার বসবাস করে থাকেন, তাহলে দেখা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটারও অবশ্যই একটা সীমা আছে। যেখানে তার থাকার কথা নয়, তারপরেও সে যদি উপস্থিত থাকে, তাহলে এটি কেবল আপনাকেই সুনির্দিষ্ট ইঙ্গিত দেওয়ার জন্য যে সে আপনার জন্য অপেক্ষা করছে।
ঈর্ষাপরায়ন হয়ে ওঠা:
মানুষের জন্য যেসব আবেগের উপর নিয়ন্ত্রণ করা কষ্টকর, তার মধ্যে ঈর্ষাপরায়নতা অন্যতম। আর আপনার এক্স আপনাকে মিস করছে কিনা সেটা বোঝার জন্য এটাই হতে পারে সবচেয়ে ভালো উপায়। আপনার আচরণের উপর ভিত্তি করে আপনার এক্স যদি ঈর্ষাপরায়ন হয়ে ওঠে, তাহলে এটি নিশ্চিতভাবে বলা যায় সে এখনো আপনাকে মিস করে।
লক্ষ্য করে দেখুন, আপনি যখন অন্য কারো সাথে কথা বলেন, তখন সে কিভাবে আপনাদের দিকে তাকায়। অথবা আপনার দিকে যখন বিপরীত লিঙ্গের কেউ তাকিয়ে থাকে, তখন সে আপনাকে আড়াল করার চেষ্টা করে কিনা। এছাড়া আপনি যদি অন্য কারো সাথে কোথাও বাইরে যান, তাহলে ওই ব্যক্তিটির সম্পর্কে আপনার এক্স কেমন মতামত ব্যক্ত করে। যদি সেটা ভালো না হয়, তাহলে বুঝে নিন তিনি চান না যে আপনি অন্য কারো সাথে মেলামেশা করেন। অর্থাৎ তিনি এখনো তার অধিকার প্রয়োগ করছেন।
একটি সম্পর্কের অবসান ঘটানো কখনোই সহজ হতে পারে না। চরম কষ্টকর এমন একজন মানুষকে ভুলে যাওয়া, যার সাথে হাজার হাজার সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। তবে সব শেষে সমাধান কি হবে, তা নির্ধারণ করে আপনি তার কাছে ফিরে যাবেন নাকি যাবেন না তার উপর।
সম্পর্কের অবসান কালে আমাদের মনে অনেক ধরনেরই ধারণার সৃষ্টি হয়, যার মধ্যে কিছু থাকে সম্পর্কের সম্বন্ধে কিছু থাকে আমাদের নিজেদের সম্বন্ধে আর কিছু থাকে আমাদের এক্স এর সম্বন্ধে। অধিকাংশ ক্ষেত্রেই একটি যুগল হিসেবে আমার যে পৃথিবীটি তৈরী করি, তাকে শেষ করে দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। আমাদের এটাই মনে রাখতে হবে যে, সম্পর্কের অবসানের মধ্য দিয়ে আমরা শুধু একজন মানুষকেই ত্যাগ করছি না বরং এমন একটি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি যা আমাদের অতি পরিচিত এবং আপন।
তাই আপনার এক্স যদি উপরের কাজগুলি করতে থাকে, তাহলে এটা পরিষ্কার ইঙ্গিত যে তার হৃদয়ে এখনো আপনার জন্য সমান আবেগ কাজ করেছে। যদি সেটি না করে, তাহলে অবশ্যই এটা তার দিক থেকে সম্পর্কের চিরস্থায়ী অবসানের ঘোষনা।
Raj says
আমি হৈচৈ বাংলার একজন নিয়মিত পাঠক। ধন্যবাদ ব্রেকআপের পর এক্স মিস করছে কিনা তা বোঝার উপায় নিয়ে এমন একটা সুন্দর লেখার জন্য। আপনার এই লেখাটা মানুষের, বিশেষ করে যারা ব্রেকআপের শিকার হয়েছেন, তাদের ভাল কাজে আসবে, যদি তারা ভাল মত ফলো করে। আশা করি, সম্পর্কের সাম্পান বিভাগে এমন ভাল কিছু সবসময় লিখে যাবেন।