ঘরের জন্যে ফার্নিচার যেমন অত্যাবশ্যকীয় আসবাব, তেমনি এটি ঘরের সৌন্দর্য্যকেও বাড়িয়ে তোলে কয়েক গুণ। ফার্নিচার ছাড়া ঘর বা অফিস কোনটাকেই সুন্দরভাবে সাজানো যায় না। মানুষ তাই স্বাভাবিকভাবেই ফার্নিচারের প্রতি প্রবলভাবে দূর্বল। বিশেষ করে, মেয়েরা ফার্নিচার ছাড়া কোনও ঘরের কথা কল্পণাও করতে পারে না।
তাদের কল্পণায় রং মাখিয়ে রাঙিয়ে তোলে যারা, তারা হলো ফার্নিচার কোম্পানী। নিত্য নতুন ডিজাইন আর চমৎকার কারুকাজ নিয়ে তৈরি করা আসবাব-পত্র দিয়ে এই সব কোম্পানী প্রতিনিয়তই আমাদের বাসা, বাড়ি, অফিসকে করে তোলে সৌন্দর্য্যের আধার।
বাংলাদেশে অসংখ্য ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানী রয়েছে। এদের মাঝে কিছু কোম্পানী আছে যারা বিশ্ব মানের আসবাবপত্র তৈরি করে থাকে। এমনকি, কিছু কোম্পানী দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ফার্নিচার রপ্তানি করে থাকে। আসুন, এ-রকম কিছু আন্তর্জাতিক মানের দেশীয় ফার্নিচার কোম্পানী সম্পর্কে জানা যাক।
বাংলাদেশের সেরা ফার্নিচার কোম্পানী
এর আগে আমরা যে-সব বাজারে কম দামে পুরনো ফার্নিচার পাওয়া যায়, সেগুলো নিয়ে বিস্তারিত একটা পোস্ট দিয়েছিলাম। আর আজকের পোস্টে থাকছে দেশের সেরা কিছু ফার্নিচার কোম্পানী সম্পর্কে ছোট্ট আলোচনা।
১. Otobi Furniture Limited
- ফোন: 8833151-60, 9863219-20, 9862370
- ওয়েবসাইট: Otobi Dot Com
- ই-মেইল: info@otobi.com
- ফেসবুক পেজ: Otobi Limited
অটোবি মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, উভয় শ্রেণীর মানুষের জন্যে অত্যন্ত গ্রহণযোগ্য লাইফ স্টাইল সলিউশন নিয়ে হাজির হওয়া অন্যতম সেরা ফার্নিচার কোম্পানী। আধুনিক ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, উন্নত ও উদ্ভাবণী ডিজাইন এবং বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জন্যে অটোবি যেমন বিখ্যাত, তেমনই গ্রাহকদের আস্থাভাজন।
ঢাকায় অটোবির শো-রুম সমূহ-
- গুলশান ১, ঢাকা।
- উত্তরা মডেল টাউন, ঢাকা।
- কাওরান বাজার, পান্থপথ, ঢাকা।
- ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।
- দিলকুশা, মতিঝিল, ঢাকা।
- শেওড়াপাড়া, ঢাকা।
- মিরপুর ২, ঢাকা।
- ওয়ারী, ঢাকা।
- সিদ্বেশ্বরী, মালিবাগ, ঢাকা।
- নিউ মার্কেট, সাভার, ঢাকা।
ঢাকার বাইরে অটোবির শো-রুম সমূহ-
- মির্জা বাজার, সিলেট।
- নাসিরাবাদ, চট্টগ্রাম।
- বজরা বাজার, নোয়াখালী।
- কোতোয়ালী, বরিশাল।
২. Navana Furniture Limited
- ফোন: 01729245483
- ওয়েবসাইট: Navana Furniture
- ই-মেইল: sales@navanafurniture.com, customercare@navanafurniture.com
- ফেসবুক পেজ: Navana Furniture Ltd
২০০২ সালে প্রতিষ্ঠিত হওয়া নাভানা গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে নাভানা ফার্নিচার লিমিটেড যাত্রা শুরু করে। অতি অল্প সময়ের মধ্যে উচ্চবিত্ত ও মধ্যবিত্তের বাড়িতে সৌন্দর্য্য সৃষ্টিতে শক্ত একটি জায়গা করে নেয় কোম্পানীটি। গ্রাহকের প্রয়োজন আর সন্তুষ্টিকে সামনে রেখে অনেক ইউনিক ডিজাইনের ফার্নিচার নিয়ে প্রতিষ্ঠিত এই কোম্পানীটির রয়েছে অনেকগুলো শোরুম।
ঢাকায় নাভানা ফার্নিচার লিমিটেড এর শো-রুম সমূহ-
- উত্তরা, ঢাকা।
- রামপুরা, ঢাকা।
- কাকরাইল, ঢাকা।
- পান্থপথ, ঢাকা।
- কাজীপাড়া, ঢাকা।
ঢাকার বাইরে নাভানা ফার্নিচার লিমিটেড এর শো-রুম সমূহ-
- আগ্রাবাদ, চট্টগ্রাম।
- তেতুলিয়া, পঞ্চগড়।
- ক্যান্টনমেন্ট, রংপুর।
- মেইন রোড, নওগাঁ।
- কদমতলা মোড়, রাজশাহী।
- নগর ভবন রোড, মানিকগঞ্জ।
৩. Hatil Furniture Limited
- কর্পোরেট অফিস: ১৩১৪, রোকেয়া স্বরণী, মনিপুর, কাজীপাড়া, মিরপুর, ঢাকা।
- ফোন: 09 678 777 777
- ওয়েবসাইট: Hatil Furniture
- ই-মেইল: info@hatil.com
- ফেসবুক পেজ: Hatil BD
বাংলাদেশের ফার্নিচার ইন্ড্রাস্ট্রিতে হাতিলকে অন্যতম সেরা গেম চেঞ্জার হিসেবে বিবেচনা করা হয়। কাঁচা মাল নির্বাচনের সতর্কতা, পরিবেশ বান্ধব বিজনেস প্র্যাকটিস এবং গ্রাহকদের প্রয়োজন কেন্দ্রীক দৃষ্টিভঙ্গি হাতিলকে বাংলাদেশের অন্যতম সেরা ফার্নিচার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ঢাকায় হাতিল ফার্নিচার এর শো-রুম সমূহ-
- বারিধারা, বসুন্ধরা, ঢাকা।
- ধানমন্ডি, ঢাকা।
- রামপুরা, ঢাকা।
- খিলগাঁও, ঢাকা।
- টিকাটুলি, ঢাকা।
- শ্যামলী, ঢাকা।
- মিরপুর, ঢাকা।
- শান্তিনগর, ঢাকা।
- তেজগাঁও, ঢাকা।
- মোহাম্মাদপুর, ঢাকা।
- পান্থপথ, ঢাকা।
- উত্তরা, ঢাকা।
- বাড্ডা, ঢাকা।
- এলিফ্যান্ট রোড, ঢাকা।
ঢাকার বাইরে হাতিল ফার্নিচার এর শো-রুম সমূহ-
- আলীপুর গোরস্থান মোড়, ফরিদপুর।
- ডিসি রোড, গোপালগঞ্জ।
- মাধবদী, নরসিংদী।
- প্রেস ক্লাব, মানিকগঞ্জ।
- পঞ্চগড়, মুন্সীগঞ্জ।
- লিংক রোড, নারায়ণগঞ্জ।
- সদর রোড, জামালপুর।
৪. Partex Furniture Industries Limited
- কর্পোরেট অফিস: হরিপুর, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ।
- ফোন: 01708462391
- ওয়েবসাইট: Partex Furniture
- ই-মেইল: furniture@psgbd.com
- ফেসবুক পেজ: PARTEXfurniture
ফার্নিচার জগতের আরেকটি বিশ্বস্ত নাম পারটেক্স ফার্নিচার লিমিটেড। এটি বাংলাদেশের অন্যতম সেরা ফার্নিচার কোম্পানী যা মূলত পারটেক্স স্টার গ্রুপের সিস্টার কনসার্ন। হিউজ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, ইউনিক স্টাইল ও সিগনিফিকেন্ট ডিজাইন নিয়ে মানুষের মনে জায়গা পাওয়া এই ফার্নিচার কোম্পানীটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
ঢাকায় হাতিল ফার্নিচার এর শো-রুম সমূহ-
- জসিম উদ্দিন রোড, উত্তরা, ঢাকা।
- সোনারগাঁও জনপথ, উত্তরা, ঢাকা।
- বশিলা, মোহাম্মদপুর, ঢাকা।
- শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, ঢাকা।
- কাজীপাড়া, মিরপুর, ঢাকা।
- গুলশান লিংক রোড, তেজগাঁও, ঢাকা।
ঢাকার বাইরে হাতিল ফার্নিচার এর শো-রুম সমূহ-
- জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর।
- আর্মি মার্কেট, নারায়ণগঞ্জ।
- শহীদ রফিক সড়ক, মানিকগঞ্জ।
- ধূপখোলা মোড়, ময়মনসিংহ।
- দয়ামোড়, জামালপুর।
- হালিশহর, চট্টগ্রাম।
- চৌমুহনী, নোয়াখালী।
- শাদ স্বরণী রোড, সাতক্ষিরা সদর, সাতক্ষিরা।
- খান জাহান আলী রোড, বাগেরহাঁট।
৫. Akhtar Furnishers
- কর্পোরেট অফিস: ৬৬ প্রগতি স্বরণী, বারিধারা, ঢাকা-১২১২।
- ফোন: 881386
- ওয়েবসাইট: Akter Group
- ই-মেইল: info@akhtargroup.com.bd
- ফেসবুক পেজ: Akhtar Furnishers
১৯৭৬ সালে ছোট্ট একটি ফার্নিচার দোকান দিয়ে শুরু করা আখতার ফার্নিশার্স এখন বাংলাদেশের অন্যতম সেরা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানী। হাই-কোয়ালিটির প্রোডাক্ট আর ইনোভেটিভ ও ইউনিক ডিজাইন দিয়ে ঘরের সৌন্দর্য্য পিপাসুদের মনে জায়গা করে নিয়ে কে.এম. আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত এই কোম্পানীটি।
ঢাকায় হাতিল ফার্নিচার এর শো-রুম সমূহ-
- ভাটারা, বারিধারা, ঢাকা।
- প্রগতি স্বরণী, বারিধারা, ঢাকা।
- উত্তরা, ঢাকা।
- জিগাতলা, ধানমন্ডি, ঢাকা।
- গুলশান, ঢাকা।
- যাত্রাবাড়ি, ঢাকা।
- কাজীপড়া, মিরপুর, ঢাকা।
- সার্কুলার রোড, মগবাজার, ঢাকা।
ঢাকার বাইরে হাতিল ফার্নিচার এর শো-রুম সমূহ-
- সিংহাইর, মানিকগঞ্জ।
- জেলসুরিটোলা, বজরা।
- টি এ রোড, বাম্মণবাড়িয়া।
- ফেনী রোড, চৌমুহনী।
- ভোলা ট্যাংক রোড, যশোর।
বাংলাদেশের সেরা ফার্নিচার কোম্পানী হিসেবে উপরোক্ত ৫টি ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত জানলেন। আশা করি, ফার্নিচার কিনতে গেলে আগে এই সব কোম্পানীটিতে ঢুঁ মারবেন। আর যেহেতু প্রতিটি কোম্পানীর ওয়েবসাইট এবং ফেসবুক পেজের অ্যাড্রেস দেয়া আছে, কাজেই অনলাইনেই আপনি ফার্নিচার দেখতে পারবেন, দাম যাছাই করতে পারবেন, এমনকি কেনা-কাটাও করতে পারবেন।
Leave a Reply