আপনি যদি মোবাইল গেইমার হোন, মোবাইলে গেম খেলে অবসর সময় কাটাতে পছন্দ করেন, তবে আপনার সেই অবসর সময়কে আরো রাঙিয়ে তুলতে আমরা আপনার জন্য এখানে কিছু সেরা ফ্রি কার রেসিং গেম এর তালিকা নিয়ে এসেছি। যেগুলো খেলে আপনার অবসর সময়টাকে আরো সতেজ করতে পারবেন।
গেম এর জগতে কার রেসিং গেম বরাবরই গেইমারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। কেননা এই গেমগুলো খেলা যেমন সহজ তেমনি উপভোগ্যও। আর এই গেমগুলো রান করানো এতোটাই সহজ যে শিশুদের কাছেও কার রেসিং গেম দারুন ভাবে জনপ্রিয়।
এখন অনলাইনে মোটামুটি দুই ধরনের প্রি কার রেসিং গেম পাওয়া যায়। কিছু ভালোমানের গেম আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, আর কিছু গেম আছে যেগুলো ফ্রি ডাউনলোড করা যায়। কিন্তু ফ্রি গেমগুলোর মধ্যে অধিকাংশ গেম-ই হয় নরমাল গ্রাফিক্সের। তবে ফ্রিতেও অনেক ভালোমানের হাই কোয়ালিটির গ্রাফিক্সের গেম পাওয়া যায়। কিন্তু সেগুলো খুজে পাওয়া অনেকটা কঠিন। কারন এগুলো কোথায় সেই ঠিকানা বা নাম আমাদের জানা নেই। আর এই না জানার কারনে আমরা ভালো গেমগুলো ফ্রিতে খেলতে পারি না। তাই আমাদের এমন কিছু সেরা গেম দরকার যেগুলো আমরা ফ্রি ডাউনলোড করে খেলতে পারি। কিন্তু এখন সমস্যা হলো আপনি কিভাবে খুজে পাবেন ভালো গেমগুলো। আবার যেগুলো একদম ফ্রি।
আরো পড়ুন:
- মোবাইলের জন্যে ১০টি ফ্রি অ্যাকশন গেম
- ৫টি ফ্রি মোবাইল ক্লিনিং অ্যাপস্
- ফ্রিতে মুভি দেখার সেরা ৫টি অ্যাপস্
- মোবাইলে ভিডিও তৈরির সেরা ৫টি অ্যাপস্
আপনার এই সমস্যা সমাধানের জন্যই আমাদের এই আয়োজন। আমরা এখানে আপনার জন্য অনলাইনের হাজারো গেমস থেকে সেরা ১০টি কার রেসিং গেমস বের করেছি। যেগুলো আপনি টাকা ছাড়াই খেলতে পারবেন। আর এতে করে আপনার সময় ও অর্থ দুটোই বেঁচে যাবে।
ফ্রি কার রেসিং গেম
তবে চলুন, দেখে নেয়া যাক এমন ১০টি সেরা কার রেসিং গেমস। যেগুলো হবে আপনার জন্য আনন্দদায়ক আর আপনার ফোনের ব্যাটারিও সেভ করবে। ফলে আপনার ফোন হবে দীর্ঘস্থায়ী।
Asphalt Xtreme
Asphalt Xtreme গেমটি একটি অফরোড গেম। এই দারুন রেসিং গেমটি তৈরী করেছে বিশ্বসেরা গেম কোম্পানি Gameloft। এই গেমটিতে আপনি বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর গাড়ি নিয়ে ইচ্ছেমতো রাস্তায় খেলতে পারবেন। এর জন্য আপনার কোন প্রতিবন্ধকতা সামলাতে হবে না।
এই গেমটিতে রয়েছে প্রায় ৩৫টি রোড যা আবার ৭টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মজার এই গেমটি আপনি চাইলে অনলাইন মাল্টিপ্লেয়ার মুডেও খেলতে পারবেন। এই সুন্দর গেমটি হলো Gameloft শেষ সিরিজের। এই সিরিজের আরো কিছু ভালো গেমস রয়েছে। যেমন-Asobalt 8.
CSR Racing 2
কার রেসিংয়ের জগতে CSR সিরিজের গেমগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। কারণ, এই সিরিজের গেমগুলো খেলার জন্য এমন কিছু ফিচার যোগ করা আছে যেগুলো অন্য গেম এ নেই।
CRS 2 একটি ড্রাগ রেসিং গেম। আপনি এটা খেলার সময় নিজের গাড়ি কিনে নিতে পারবেন এবং সেটাকে আপগ্রেড করে নিয়ে রেসিং করতে পারবেন। আপনি চাইলে অনলাইনে অন্য বন্ধুদের সাথেও খেলতে পারবেন। আর এই গেমটিতে রয়েছে চমৎকার গ্রাফিক্স এর কাজ, যা আপনার আনন্দ কয়েকগুন বাড়িয়ে দেবে।
Drag Racing
নাম দেখেই বুঝা যায় এই গেমটি কেমন হবে। ড্র্যাগ রেসিং গেমগুলো মূলত এমন কিছু উপাদান দিয়ে তৈরী করা হয়, যাতে করে খেলার সময় আপনি থ্রিলার অনুভূতি পেতে পারেন। এই গেমটিও তার ব্যতিক্রম নয়। এর হাই কোয়ালিটি গ্রাফিক্স, গাড়ির স্পিড এমন ভাবে দেয়া আছে, যারফলে রেসিং করার সময় আপনি এই গেমের মধ্যে পুরোপুরি ঢুবে যাবেন।
GT Racing 2
GT Reaching 2 এমন একটি গেম, যেটি খেলার সময় আপনার সম্পূর্ণ মনোযোগ এর প্রতি আকৃষ্ট হতে বাধ্য। এই চমৎকার গ্রাফিক্সের গেমটি তৈরী করেছে Gameloft। এটা তাদের Aasphalt সিরিজের গেমগুলোর মতো একটি গেম। গেমটির রয়েছে ৭১টি গাড়ি এবং ৩০টির মতো রোড। এই গেমটিতে আরো রয়েছে প্রায় ১৪০০র মতো ইভেন্ট যেগুলো আপনাকে নতুন চ্যালেঞ্জ নিতে সাহায্য করবে। আর এটি খেলার সময় প্রতি সপ্তাহে আপনাকে নতুন চ্যালেঞ্জ দেয়া হবে।
Hill Climb Racing 2
Hill Climb Reacing 2 গেমটি এন্ড্রয়েডের জন্য নতুন একটি গেম। এই গেমটিতে আপনি পাবেন পাহাড়ের চূড়ায় গাড়ি রেসিংয়ের মজা। এটি সাদাসিধে একটি গেম হলেও এর গ্রাফিক্স কিন্তু দারুন। আর এই গেমটি কনট্রোল করা অনেক সহজ। আপনার কাজ হবে শুধু উপরে উঠা-নামার সময় গাড়ির ভারসাম্য বজায় রাখা। আপনি চাইলে রাস্তাগুলো নিজের মতো করে তৈরী করতে পারবেন, সেই সুবিধা আছে এই গেমস এ। আপনার জন্য আরো থাকছে প্রতি সপ্তাহে নতুন চ্যালেঞ্জ। আর এই মজার গেমটি আপনি চাইলে মাল্টিপ্লেয়ার মুডেও খেলতে পারবেন।
Nitro Nation Online
Nitro Nation Online টি অনেকটা Drag racing আর CRS গেম এর ছোট সংস্করণ। এটা অনেকটা নতুন ড্র্যাগ রেসিং গেমের মতো খেলা যায়। এটার কোনো এনার্জি লিমিট নেই আর আপগ্রেডের জন্য ডেলিভারি টাইম ও নির্ধারণ করে দেয়া নেই। এতে মাল্টিপ্লেয়ার মুডও রাখা হয়েছে।
Racing Fever
Racing Fever এমন একটি গেম যেখানে আপনার চ্যালেঞ্জ হলো যতটা সম্ভব রাস্তার মাঝে থাকা। এর জন্য এতে বিভিন্ন ড্রাইভিং কন্ট্রোলার দেয়া আছে যাতে করে আপনি গাড়ি খুব সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। এই গেমসটি খেলার সময় আপনাকে তিনটি খেলার ফিচার দেয়া হবে। সেখান থেকে আপনার ইচ্ছেমত যে কোনও একটা ফিচার বেছে নিয়ে খেলতে পারবেন। আর এতে আপনার দক্ষতা যাচাইয়ের জন্য রয়েছে ফ্রি মুড এবং আরো আছে লিডারবোর্ড। আর এই গেমটিতে স্লো-মোশন মুড দেয়া আছে, যাতে আপনার গন্তব্যে সঠিক ভাবে পৌছতে পারেন কোন এক্সিডেন্ট ছাড়াই।
Real Racing 3
এই গেমটি আমাদের লিষ্টের মধ্যে অন্যতম একটি সেরা গেম। এই গেমটি বিভিন্ন গেমিং কন্টেন্ট দ্ধারা পরিপূর্ণ। যেমন, এর রয়েছে প্রায় ১০০টির মতো বিভিন্ন মডেলের গাড়ি। আর এই গেমটির রোডগুলো তৈরী করা হয়েছে ডিজিটাল ভার্সনে যা আপনাকে বাস্তব রেসিংয়ের অনুভূতি দেবে। এই গেম এ আরো রয়েছে নতুন নতুন নিয়ম সংবলিত প্রায় ২০০টির ও বেশি ইভেন্ট।
Beach Buggy Blitz
এটি একটি মজার গেম। এখানে আপনার চ্যালেঞ্জ হলো বিচের উপর দিয়ে গাড়ি চালিয়ে নির্দিষ্ট স্থানে পৌছানো। এখানে আপনাকে আরো কিছু প্রতিযোগীদের সাথে লড়তে হবে। যারা সবাই আপনার আগে যাওয়ার চেষ্টা করবে। এখানে আপনি চাইলেই নিজেকে আপগ্রেড করার সুবিধা নিতে পারবেন। এই গেমসটির সবচেয়ে পছন্দের জিনিস হলো এর গ্রাফিক্স। এতে খুব কালারফুল গ্রাফিক্স ব্যাবহার করা হয়েছে যার ফলে এর বিচের পাশের লেকের পানি আপনার মন ভরিয়ে দেবে।
Thumb Drift – Furious Racing
আপনি রেসিং করতে চান, তাও ফ্রি; যদি এমন হয় তবে এই গেমটি আপনার জন্য পারফেক্ট। এখানে আপনি ট্রাকের উপর অনেক স্পিডে গাড়ি চালাতে পারবেন। সাথে সাথে কিছু কয়েনও পাবেন যেগুলো আপনার পরবর্তী মিশন আনলক করার জন্য কাজে লাগবে। এখানে আপনি রেসিংয়ের জন্য প্রায় ৭০টির মতো গাড়ি পাবেন যেগুলো ধীরে ধীরে সময় লেবেল অনুযায়ী আনলক হবে।
এখানে আপনার জন্য আমরা যে ১০টি সেরা কার আর ফ্রি কার রেসিং গেম কালেকশন করেছি, এর প্রতিটা গেম-ই খুবই মজার এবং এগুলো থেকে আপনি এন্ড্রয়েড গেমের জগতে নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর যদি আপনার কাছে আমাদের এই ছোট অথচ কার্যকরী গেম লিস্টটি ভালো লাগে, তাহলে আপনার বন্ধুদের সাথে Facebook এ শেয়ার করতে ভুলবেন না যেনো।
Leave a Reply