অ্যান্ড্রয়েড ফোনের জন্য রয়েছে অসংখ্য ফ্রি অ্যাকশন গেম যেখান থেকে বাচাই করে ১০টি সেরা গেম নিয়ে সাজানো হল আজকের পোস্ট। বর্তমানে বিনোদনের ভালো মাধ্যেম হিসেবে মোবাইল আমাদেরকে দারুণ সঙ্গ দেয়। আর এখনকার মোবাইলগুলো আরো কয়েক ধাপ এগিয়ে আমাদেরকে কথা বলা, গান শুনা ছাড়াও গেম খেলে সময় কাটানোর মতো সুযোগও দিয়ে থাকে। তাই এখন একটা ফোন আপনার অবসর সময় কাটানোর জন্য ভালো বন্ধুর মতো কাজ করে।
ফ্রি অ্যাকশন গেম এর জন্য সময় এখন অ্যান্ড্রয়েড ফোনের। আজকাল তেমন কেউ আর সেলুলার ফোন ব্যবহার করে না বললেই চলে। কারণ, অ্যান্ড্রয়েড ভার্শনের ফোনগুলো এমনভাবে তৈরী করা হয় যাতে করে এটা দিয়ে শুধু কথা বলা বা গান শুনাই নয়, সাথে সাথে বিভিন্ন ধরনের গেম খেলে অবসর সময় কাটানো যায় বেশ ভালভাবেই।
দিনদিন অ্যান্ড্রয়েড ফোনে গেম খেলা ব্যপকভাবে জনপ্রিয় হয়ে উঠছে। কারণ, মানুষ এর মাধ্যেমে ইচ্ছে মতো গেম খেলতে পারছে। চাইলেই আপনি কোন থ্রিলার, এডভেঞ্চার, রেইস কিংবা সেরা অ্যাকশন গেমগুলো নেট থেকে নামিয়েই খেলতে পারেন।
কিন্তু এই গেম খেলে ভালো সময় কাটানোর জন্য আপনাকে অবশ্যই হাজার হাজার গেম থেকে ভাল মানের গেম গুলো খুজে বের করতে হবে। না হলে আপনি শুধু গেম ডাউনলোড করতে পারবেন, কিন্তু সেই গেম যদি ভালো না লাগে আবার অন্য একটা ডাউনলোড দিতে হবে। আর এই জন্যই যেমন আপনার সময় নষ্ট হবে তেমনি আপনার অর্থও খরচ হবে।
আর আপনি যদি সেরা অ্যাকশন গেম খেলতে চান, তবে আপনার অ্যান্ড্রয়েডের জন্য ১০টি সেরা ফ্রি অ্যাকশন গেম এর সন্ধান আমাদের এখানে পাবেন। এখানে আমরা হাজারো গেম থেকে সেরা কিছু অ্যাকশন গেম আলাদা করেছি। যাতে করে আপনি সহজেই গেমগুলো ডাউনলোড করে খেলতে পারেন। এতে করে আপনার সময় যেমন বাঁচলো, তেমনি ডাটা খরচ ও কমলো।
ফ্রি অ্যাকশন গেম
এই লিস্টের ৮টি গেম ফ্রি যেগুলো আপনি গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারবেন। মাত্র ২টি গেম পাবেন যেগুলোর ফ্রি ভার্সন নেই, এগুলো খেলতে হলে আপনাকে কিনে নিতে হবে। তবে এগুলোর দাম প্রায় সবার জন্যই সহনীয়।
আরো পড়ুন:
- ৫টি ফ্রি মোবাইল ক্লিনিং অ্যাপস্
- ফ্রিতে মুভি দেখার সেরা ৫টি অ্যাপস্
- সেরা ৫টি ব্যাটারি সেভার অ্যাপস্
- মোবাইলে ভিডিও তৈরির সেরা ৫টি অ্যাপস্
আনকিলড্ মাল্টি-প্লেয়ার জুম্বি সারভাইভাল শ্যুটার গেম
এই গেমটি এখন জাম্বিয়া কিলিং এর রাজা। এখানে আপনি চমৎকার গ্রাফিক্স এর কাজ দেখতে পারবেন, যেগুলো আপনাকে জীবন্ত ছবি দেখিয়ে গেম খেলার মজা অনেকগুন বাড়িয়ে দেবে। আর এই গেমটিতে আপনার জন্য রয়েছে ১৫০টি মিশন। আপনি এই মিশনগুলো লক্ষ করে এগিয়ে গেলে সামনে অনেক উপহার সামগ্রী ও পাবেন, যেগুলো আপনার মিশন আরো সহজ করতে সাহায্য করবে। এই মজার গেমটি আপনি খেলতে পারবেন একদম ফ্রিতে।
পিক্সেল গান থ্রিডি (পকেট এডিশন)
Pixel Gun 3D তাদের জন্য একটি মজার FPS গেম যারা একটু বেশি অ্যানিমেটেড কিছু চান। এতে আছে Minecraft- শৈলীর গ্রাফিক্স বৈশিষ্ট্য, যেগুলো আপনাকে জীবন্ত ছবির আনন্দ পেতে সাহায্য করবে।
এখানে আপনি খেলোয়াড়দের অনেক FPS গেম দেখতে পাবেন যা আপনাকে বাস্তবতার মতো একটি অভিজ্ঞতা দেবে। খেলতে খেলতে প্রতি মিশনের শেষেই একজন বস পাবেন, যাকে মারার পর আপনার পয়েন্ট বেড়ে যাবে। এই গেমটিতে একটি আপ মোড রয়েছে, আপনি যখন খেলবেন তখন এর মধ্যেমে আপনি ভয়েস চ্যাট করতে পারবেন। দারুণ উপভোগ্য এই গেমটি আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে।
কন্ট্রাক্ট কিলার (স্নিপার)
এই গেমটিকে এমনভাবে তৈরী করা হয়েছে যা আপনাকে অ্যাকশনের সাথে সাথে থ্রিলার অনুভূতি দিতে সক্ষম। গেমটিতে আপনাকে একজন মাস্টার কিলার হিসেবে উপস্থাপন করা হবে। এখানে আপনি আপনার পছন্দের অস্ত্রটি নিতে পারবেন যেটা দিয়ে আপনার সব শত্রুদেরকে হত্যা করতে পারবেন। এই গেমটিতে আপনার জন্য রয়েছে 250 টির ও বেশি মিশন। প্রতিটি মিশনে রয়েছে সম্পূর্ণ নতুন নিয়ম, এবং নতুন সেট। সেখান থেকেই লক্ষ নির্ধারন করে খেলতে পারবেন। আর আপনি চাইলে বিশ্বের যে কোন খুনিদের বিরুদ্ধেও খেলতে পারবেন মাল্টি-প্লেয়ার মুডে।
ইনটু দ্যা ডেড
মৃত্যুর মধ্যে থেকে বেচে থাকার চ্যালেঞ্জ নিয়ে দৌড়ানোই এই গেমটার মুল থিম। এটা দ্ধারা প্রমান করতে হবে যে আপনি প্রাণবন্তভাবে অনেক দূরে যেতে পারেন এবং বেঁচে থাকতে পারেন। কৌশল হিসাবে আপনাকে আরো খেলা প্রদান করা হবে। মূল লক্ষ্য যতটা সম্ভব বেঁচে থাকা। এটি আপনাকে মিনি-মিশনগুলো শেষ হওয়ার সাথে সাথে লিডবোর্ডে যোগদান করতে সহায়তা করবে। এটি সাধারণত এফপিএস গেমগুলির মত নয়, তবে আপনাকে খেলায় মজা দেয়ার জন্য গেমটিতে রয়েছে অসংখ্য মজার মজার উপাদান।
ডেড ইফেক্ট ২
ডেড ইফেক্ট ২ একটি survival গেম। এতে আছে আরপিজি এর উপাদান যা আপনাকে হরর ফিকশন এর অনুভুতি দিবে। আপনি এই গেমটির প্রধান চরিত্র হিসাবে খেলা ছাড়াও আরো তিনটি চরিত্র নিয়ে খেলতে পারবেন। উপরন্তু, আপনি চাইলে খেলার ট্যুর পরিচালনা করতে পারবেন এবং বিভিন্ন স্তরের উপর আলাদা অস্ত্র নিয়ে খেলতে পারবেন। এই গেমটিতে আপনার অবস্থান আপগ্রেড করার জন্য অনেকগুলি বিকল্প পথ রয়েছে যা আপনি সহজেই ব্যবহার করতে পারেন। গেমটিতে রয়েছে চমৎকার গ্রাফিক্স এবং একটি মজার গল্প যা আপনার আনন্দ কয়েকগুন বাড়িয়ে দিবে।
ইনজাস্টিস 2
Injustice 2 এমন একটি গেম যেখানে হাই কোয়ালিটি গেমিং গ্রাফিক্স সংযোজিত হয়েছে, যা কেবল কনসোল গেমাররাই উপভোগ করতো এতোদিন। এই গেমটি খেলার সময় গেইমারদেরকে মিশনের পথে প্রতি ঘন্টায় অনেক বেশি উপহার সামগ্রী দেয়। এই গেমটি আপনি একক অথবা মাল্টিপ্লেয়ার মুডে খালতে পারবেন।
এইজ অব্ টুমোরো
এই গেমটি নির্মিত হয় টম ক্রুজের মুভি নিয়ে। টম ক্রুজের মৃত্যুর পুনরাবৃত্তি হিট মুভিটি আপনার মনে আছে? যদি তেমম করে আপনিও অনুরূপ ক্ষমতা এবং শান্ত exoskeleton যুদ্ধ মেশিন দিয়ে যুদ্ধ করতে চান, তাহলে আপনার জন্যই এই গেমটি। আপনি এখানে আপনার ব্যক্তিগত যুদ্ধ মেশিন পাবেন যা দিয়ে আপনি aliens দের সাথে যুদ্ধ করতে পারবেন।
এই গেমটি খেলার সময় মিশন প্যাকেজেই আপনি সমস্ত বুলেস্ট্রোম অধিকার পাবেন। এবং এটি খেলার সময় আপনি দ্রুত উড়ন্ত প্যাড এবং বিস্ফোরক পাবেন। এখন আপনি যদি সত্যি কোন নতুন অভিজ্ঞতা চান, তাহলে আপনি এই গেমটি খেলতে পারেন। গেমেরে জগতে এটা আপনাকে নতুন অভিজ্ঞতা দিবে। এই গেমের সেরা জিনিসটি হল যখন আপনি মরবেন তখন গেমটি শুরু থেকে আবার পুনরায় চালু করতে না। বরং আপনি যেখানেই মারা যান সেখানে থেকে আপনি আবার শুরু থাকতে পারেন।
মডার্ণ কমব্যাট ৫: ই-স্পোর্ট এফপিএস
এই Modern Combat 5 গেমটি মূলত সেনাবাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত গ্রাফিক্স যারফলে যুদ্ধক্ষেত্র কে দেখা যায় বাস্তব রুপে। এখানে আপনি একজন সুপার সৈনিক হিসেবে খেলতে পারবেন, ফলে আপনি যে কোন আক্রমণ করতে পারবেন খুব সহজেই। আর আপনি চাইলে গেম প্লে অনুসারে ক্লাস 5 পর্যন্ত নির্বাচন করতে পারবেন। এই গেমটি আপনি মাল্টিপ্লেয়ার সিস্টেমে খেলতে পারবেন। সারা বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা শুটারদের সাথে খেলে লিডার বোর্ডে নিজের নাম তুলতে পারবেন পয়েন্ট এর মাধ্যমে।
হিটম্যান স্নিপার
আপনার গেমিং অভিজ্ঞতা চরম পর্যায় পৌছানোর অন্যতম একটি গেম হলো Hitman. এই গেমটি খেলতে হলে আপনাকে কিছু টাকা খরছ করতে হবে। এটি খেলার সময় আপনি একটি স্নাইপার রাইফেল পাবেন, যেটা আপনার অভিযানে ব্যবহার করতে পারবেন। এই স্নাইপার রাইফেল ব্যবহার করে আপনি পৃথিবীর কুখ্যাত সব অপরাধী দের খুজে বের করতে পারবেন। এর আছে ১৫০ টি মিশন। প্রতিটা মিশনেই আছে নতুন নতুন চ্যালেঞ্জ।
অ্যাভেঞ্জার এল্যায়েন্স
আপনি যদি এডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন, তবে এই গেমটি আপনার জন্য আদর্শ। কারন এখানে আপনার প্রিয় সব সুপার হিরোদের কাছ থেকে সাহায্য নিয়ে গেমটি খেলতে পারবেন। এই গেমটিতে আপনি নিজেই একজন এডভেঞ্চারস, এখানে প্রায় 60 টির ও বেশি মিশনে আপনি x-man. spiderman দের মতো হিরোদের সাহায্য নিয়ে শত্রুদের উপর নিখুঁত আক্রমণ পরিচালনা করতে পারবেন।
ফ্রি অ্যাকশন গেম এর এই ছোট্ট তালিকাটি সংগ্রহে রাখুন আর যখনই অবসর পান তখনই এখান থেকে যে কোন গেম খলতে শুরু করুন। এখানকার কিছু গেম আপনি হয়তো আগেই খেলেছেন। যেগুলো খেলেননি, আশা করি, সেগুলো খেলে আপনি দারুণ মজা পাবেন। আর অ্যান্ড্রয়েড ফোনের জন্য সংগ্রহ করা এই গেমগুলো আপনার ভাল লাগলে ফেসবুকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
Leave a Reply