ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্যে প্রচুর পরিমাণে ফ্রি নিউজ পেপার থিম রয়েছে। একইভাবে রয়েছে পেইড থিম যা ব্যবহার করতে হলে অর্থ খরচের প্রয়োজন। প্রতিটি পেইড থিমের মূল্য ৩০ ডলার থেকে শুরু করে ১৫০ ডলার পর্যন্ত। কিন্তু আপনি যদি চান, তবে ফ্রি থিম ব্যবহার করে পেইড থিমের লুকসহ অনলাইন সংবাদপত্র ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
দেশ-বিদেশের প্রতিদিনের সংবাদ প্রাপ্তির জন্যে এক সময় আমাদের পরবর্তী দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো, যখন অনলাইন নিউজ পেপারের প্রচলন ছিল না। বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতা আমাদের প্রতি মুহূর্তের সংবাদ প্রাপ্তির সুব্যবস্থা করে দিয়েছে। ফলে, সংবাদপত্রের সংখ্যাও বেড়েছে।
সংবাদপত্র এখন শুধু জাতীয় পর্যায়েই সীমাবদ্ধ নয়, বরং থানা, জেলা এবং উপজেলা পর্যায়েও এখন অনলাইন সংবাদপত্র রয়েছে। আপনিও চাইলে জাতীয় পর্যায়ে কিংবা আপনার লোকাল অঞ্চলের জন্যে অনলাইন নিউজপেপার চালু করতে পারেন। এতে একদিকে যেমন সহজভাবে প্রতি মুহূর্তের খবর আদান-প্রদানের মাধ্যমে মানুষের উপকার হবে, তেমনই আপনার নিজের ওয়েবসাইট থেকে আয় করারও একটা মাধ্যম তৈরি হবে।
নিজের ওয়েবসাইট বা সংবাদপত্র তৈরির জন্যে এখন আর ডেভেলপারের পেছনে দৌড়োতে হয় না। চাইলে যে কেউই ফ্রিতে ওয়ার্ডপ্রেসে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারেন। এর জন্যে দরকার একটি মান-সন্মত ফ্রি থিম যাতে অনলাইন নিউজপেপারের সব ধরণের ফাংশনালিটি থাকবে। এ রকমই কিছু থিমের সন্ধ্যান নিয়ে আমাদের আজকের ওয়ার্ডপ্রেস পোস্ট।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্যে ফ্রি নিউজ পেপার থিম
এখানে এমন ১০টি নিউজপেপার থিম সম্পর্কে জানবেন যেগুলো মূলত সংবাদপত্রের জন্যেই তৈরি করা হয়েছে। আর প্রতিটি থিমই ইউজফুল, ইনোভেটিভ এবং ফাংশনাল। কাজেই, যে কোনটি দিয়েই সুন্দর সংবাদপত্র ওয়েবসাইট তৈরি করা যাবে। তবু, বর্ণনা পড়ে আর ডেমো দেখে উপযুক্ত থিমটি বেছে নিন।
Newspaper X – Xtremely Innovative News Theme
সুন্দর, সিম্পল আর স্ট্রেইট ফরওয়ার্ড ডিজাইন নিয়ে Newspaper X একটি অসাধারণ থিম। এই ফ্রি থিমটি দিয়ে একটি পারফেক্ট সংবাদপত্র ওয়েবসাইট তৈরি করা যাবে। সেই সাথে, চাইলে কেউ এটি দিয়ে লাইফ স্টাইল কিংবা ফ্যাশন ম্যাগাজিন ওয়েবসাইটও তৈরি করতে পারবেন।
ইউজার ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধ Newspaper X থিমটিতে সংবাদপত্র ওয়েবসাইট তৈরির সব ইলিমেন্টই রয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানার সঙ্গে নিউজপেপার ইন্টিগ্রেশন করার সুবিধাও রয়েছে এই থিমে। ফলে, সোশ্যাল মিডিয়ার জন্যে আপনাকে কাস্টোমাইজেশনের চিন্তা করতে হবে না। এমনকি, কোনও প্লাগিন ইউজ করারও প্রয়োজন হবে না। আপনি আপনার ওয়েবসাইটের হেডারেই সব সোশ্যাল মিডিয়ার আইকন আর সেগুলোর ইনসাইডে লিংক ব্যবহার করতে পারবেন।
একটা ওয়েবসাইটের, বিশেষত নিউজপেপার ওয়েবসাইটের ইনকামের দিকেও মনোযোগ দেয়া প্রয়োজন। নৈলে ওয়েবসাইট কন্টিনিউ করা কঠিন হয়ে যায়। এই থিমটির হেডারে রয়েছে আকর্ষণীয় বিজ্ঞাপন ব্যানার প্রদর্শণের সুবিধা। আর ব্যানারের নিচেই রয়েছে ব্রেকিং নিউজ শো করার অপশন।
NewsCard – Multipurpose News Theme
NewsCard একটি মাল্টি পারপাস নিউজ থিম যা দিয়ে আপনি শুধু সংবাদপত্র ওয়েবসাইটই নয়, তৈরি করতে পারবেন নিউজ ম্যাগাজিনও। কারণ, এটিকে বিশেষভাবে ম্যাগাজিনের জন্যেই তৈরি করা হয়েছে যা দিয়ে ফুড, ট্রাভেল, মিউজিক, ফ্যাশন, হেলথ্, স্পোটর্স কিংবা ফটোগ্রাফি নিউজ ম্যাগাজিন বিল্ড আপ করা যাবে।
NewsCard থিমে ফ্রন্ট পেজ টেমপ্লেট রয়েছে যা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজ সাজাতে পারবেন মনের মতো করে। হোম পেজের হেডারসহ বিভিন্ন স্থানে রয়েছে অ্যাড বসানোর স্পেস। চাইলে এগুলোকে আপনি কাস্টোমাইজও করতে পারবেন।
NewsCard থিমের সাইডবার লে-আউট সুবিধা আপনার হোমপেজ এবং ইনার পেজ বা সিঙ্গেল পেজের সৌন্দর্য্য বাড়াতে সহায়তা করবে। থিমটিতে স্লাইডিং সুবিধা রয়েছে যাতে আপনি ইচ্ছে মতো নিউজ শো করতে পারবেন, হতে পারে সেটা ওভারলে কিংবা নির্দিষ্ট্য কোন ক্যাটেগরি থেকে।
NewsCard দিচ্ছে আপনাকে কারেন্ট বা লেটেস্ট নিউজ স্ক্রলিং শো করার সুবিধা। আরো আছে সোশ্যাল প্রোফাইল ও ব্যানার বসানোর সুবিধা। থিমটি বেশ কিছু জনপ্রিয় প্লাগিন যেমন কন্টাক্ট ফর্ম সেভেন, বিবিপ্রেস এবং উকমার্স সাপোর্ট করে। ওয়ার্ডপ্রেসের জন্যে ফ্রি নিউজ পেপার থিম হিসেবে এটি হতে পারে আপনার জন্যে দারুণ চয়েস।
Grace News – Gorgeous Newspaper Theme
Grace News সিম্পল আর সুন্দর একটি নিউজপেপার থিম। আধুনিক ওয়েবসাইট তৈরির যত ইলিমেন্ট আছে, তার সবগুলোই এই থিমে অ্যাড করা হয়েছে। ফলে, আপনি একটি রেসপন্সিভ, ক্রিয়েটিভ ও কাটিং এজ নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই থিমটি দিয়ে।
Grace News দিয়ে আপনি খুব অল্প সময়ে, বলতে গেলে তাৎক্ষণিকভাবে ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েবসাইট দাঁড় করিয়ে ফেলতে পারবেন। কারণ, থিমটি অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি আর এর ইজি টু ইউজ ফিচারগুলোই আপনাকে কোনও কোডিং জানা ছাড়াই ওয়েবসাইট বিল্ড আপে ভীষণ সাহায্য করবে।
Grace News থিমে প্রপেশনাল লে-আউট যুক্ত করা হয়েছে। রাখা হয়েছে অসংখ্য পেজ টেমপ্লেট যেখান থেকে মনের মতো বাছাই করতে পারবেন এবং বিভিন্ন পেজের পছন্দ মতো লুক দিতে পারবেন। আর নানা রকম উইজেট আপনাকে হোমপেজ, সাইডবার এবং ফুটার সেকশনের সৌন্দর্য্য বাড়াতে সহযোগীতা করবে।
News Portal – Ultimate News Theme
ক্রিয়েটিভ ডিজাইন আর নিট এন্ড ক্লিন লুক নিয়ে মুগ্ধ করার মতো একটি নিউজপেপার থিম হচ্ছে News Portal যা প্রথম দেখাতেই যে কারো পছন্দ হয়ে যাবে। আর এই থিমের কিছু পাওয়ারফুল ফিচার আপনাকে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনার নিউজ ওয়েবসাইট তৈরিতে সাহায্য করবে।
News Portal থিমের কাস্টোমাইজেশন অপশন আপনাকে আপনার নিজস্ব স্টাইলে ফ্রন্ট পেজ বিল্ড আপ করতে হেল্প করবে। ফ্রন্ট পেজকে আপনি যেমন নিউজ লুক দিতে পারবেন, তেমনই পারবেন ম্যাগাজিন লুক দিতে। আর সেই সাথে ফ্রন্ট পেজে অ্যাড বসানোর প্লেস তো রাখাই আছে যা আপনার ইনকাম জেনারেটে যারপরনাই সাহায্য করবে।
আপনার অনলাইনের পাঠকদের বিভিন্ন রকমের ব্রাউজিং সুবিধা দিতে থিমটিকে উইজেটাইজড্ করা হয়েছে। সুতরাং, বুঝতেই পারছেন হেডিং সেকশন, সাইডবার কিংবা ফুটারে আপনি ইচ্ছে মতো উইজেট বসিয়ে ওয়েবসাইটের সৌন্দর্য্য বৃদ্ধি করতে পারবেন।
BuzzNews – Brilliant News paper Theme
আপনি যদি নিউজপেপার ওয়েবসাইট তৈরির জন্যে একটি ক্লিন, মডার্ন, রেসপন্সিভ আর ফ্রি নিউজ পেপার থিম খুঁজে থাকেন, তবে BuzzNews হতে পারে আপনার ব্রিলিয়ান্ট চয়েস। নিউজপেপার ছাড়াও এই থিমটি আপনি ব্যক্তিগত ব্লগ ওয়েবসাইট কিংবা অনলাইন ম্যাগাজিনের জন্যে ইউজ করতে পারেন।
BuzzNews তাদের থিমের সাথে অসাধারণ একটি ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজার যুক্ত করেছে যা থিম অপশনে গিয়ে অপারেট করা যায়। এই কাস্টোমাইজারটি একজন আনাড়িকেও খুব সহজেই একটি ওয়ার্ডপ্রেস নিউজ ওয়েবসাইট দাঁড় করাতে সহযোগীতা করে থাকে। কারণ, এর ব্যাক-ইন্ড অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি যা সেট আপ করা পানির মতো সহজ, যে কারো জন্যেই।
BuzzNews রেটিনা রেডি এবং এর সাথে অসংখ্য কাস্টোমাইজেবল ফিচার যুক্ত রয়েছে। কাজেই, যে কোনও লে-আউটেই স্টাইল, কালার এবং ফন্টের ক্ষেত্রে আচ্ছা মতো কাস্টোমাইজ করা যাবে। থিমটির আকর্ষণীয় হেডার এবং মেগা মেন্যু ডেস্কটপ ও মোবাইলসহ যে কোনও ডিভাইসেই পুরোপুরি ফিট হয়ে যাবে।
TimesNews – Neat & Clean WordPress Theme
TimesNews মিনিমাল অর্থাৎ পরিস্কার পরিচ্ছন্ন একটি ওয়ার্ডপ্রেস থিম যা দিয়ে একটি সুপার লুকিং সংবাদপত্র ওয়েবসাইট তৈরি করা যাবে। ফ্যাশন কিংবা লাইফ স্টাইল ম্যাগাজিন, এমনকি যে কোনও রিভিউ কিংবা ব্লগ সাইটও খুব সুন্দর হবে এই থিমটি দিয়ে।
একটা ওয়েবসাইটের জন্যে যত ধরণের অ্যাসপেক্টস্ প্রয়োজন তার সবই আছে এই থিমে। যেমন, স্পিড পারফর্মেন্স, রেসপন্সিভনেস, ক্রস ব্রাউজার কম্পাটিবিলিটি, এসইও অপটিমাইজেশন এবং আরটিএল। এই থিমটি সোশ্যাল মিডিয়া আইকন রেডি যেখানে আপনি মেজর সোশ্যাল মিডিয়া পেজগুলোর লিংক যুক্ত করতে পারবেন।
TimesNews রেসপন্সিভ স্লাইডার রেডি যা নিউজপেপার ওয়েবসাইটের জন্যে খুবই প্রয়োজনীয়। স্লাইডারের ডান পাশে রয়েছে আই কেচি ব্যানার সেকশন যেখানে আপনি পছন্দ মতো নিউজ শো করতে পারবেন। আর হেডারসহ বিভিন্ন স্থানেই রয়েছে অ্যাড বসানোর প্লেস যেখানে লোকাল অ্যাডের পাশাপাশি গুগলের অটো অ্যাড বসাতে পারবেন।
BestNews – Really Best For Newspaper
BestNews একটি বিউটিফুল ওয়ার্ডপ্রেস থিম যা ডিজাইনের নানা রকম ভেরিয়েশন নিয়ে ফ্রিতে হাজির হয়েছে। এই রেসপন্সিভ থিমটি আপনি সংবাদপত্র ছাড়াও যে কোনও ক্যাটেগরির অনলাইন ম্যাগাজিন তৈরিতে ব্যবহার করতে পারবেন। এমনকি, চাইলে আপনি এটি দিয়ে একটি ব্রিলিয়ান্ট ব্লগও তৈরি করতে পারবেন।
BestNews পুরোপুরি একটি কাস্টোমাইজেবল থিম যেখানে আপনি সম্পূর্ণ সাইটের কালার ও ফন্ট পরিবর্তণ করতে পারবেন। সোশ্যাল আইকন লিংক সেট করে আপনার ওয়েবসাইটের সকল সোশ্যাল পেজকে কানেক্ট করতে পারবেন।
BestNews থিমের একটি ফিল্টার ফিচার আপনাকে আপনার সাইটের ক্যাটেগরি ও অথরসহ আরো নানা অপশনে ফিল্টার করার সুবিধা দিচ্ছে। নিউজ পোস্ট করার ৩টি অপশন রয়েছে। আপনি হয় ডেট অনুযায়ী, নয়তো র্যান্ডমলি কিংবা কমেন্টস্ কাউন্ট অনুযায়ী নিউজ শো করতে পারবেন। সব দিক বিবেচনায় এটি আমার দৃষ্টিতে বেস্ট ফ্রি নিউজ পেপার থিম যা আপনি অনায়াসেই পছন্দ করতে পারেন।
News Base – Beautiful WordPress Theme
News Base এর লাইভ এডিটিং কাস্টোমাইজার অপশন আপনাকে অল্প সময়ে সুন্দর একটি ওয়েবসাইট তৈরিতে সাহায্য করবে। এটি একটি ক্রিয়েটিভ, মডার্ন এবং ইলিগেন্ট থিম যা দিয়ে যে কোনও ধরণের নিউজপেপার কিংবা নিউজ ম্যাগাজিন বিল্ড আপ করা সহজ্।
News Base এর ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার আপনাকে আপনার ওয়েবসাইটের হোমপেজ, সাইডবার, হেডার ও ফুটার সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। বিভিন্ন সেকশনের জন্যে আলাদা আলাদা কালার সেট করার অপশন রয়েছে, সেই সাথে টাইপোগ্রাফি স্টাইল রয়েছে ফন্ট ও টাইটেল তৈরির জন্যে।
News Base আপনাকে যেমন একদিকে রেসপন্সিভ লে-আউট অপশন দিচ্ছে, অন্যদিকে দিচ্ছে মাল্টপল হেডার ও মাল্টপল ব্যানার লে-আউট। অর্থাৎ, আপনি আপনার পছন্দ মতো হেডার ও ব্যানার সেকশন সাজাতে পারবেন। থিমটি এসইও এবং উকমার্স রেডি।
আশা করি, উপরে উল্লেখিত ১০টি ফ্রি নিউজ পেপার থিম থেকে ইতিমধ্যেই আপনি একটি পছন্দ করে ফেলেছেন। যে থিমটি আপনার পছন্দ হয়েছে, সেটি দিয়ে আজই তৈরি করে ফেলুন আপনার ওয়ার্ডপ্রেস নিউজপেপার ওয়েবসাইট। আর আপনার ওয়েবসাইটটি শেয়ার করুন আমাদের পাঠকদের সাথে।
Jibon Hasan says
থিম গুলো ভাল। কিন্তু প্রিমিয়াম থিম ছাড়া সাইট প্রফেশনাল মনে হবে না। কম দামে প্রফেশনাল থিম এবং নির্ভরযোগ্য ডোমেইন হোস্টিং নিতে পারবেন রায়তা হোস্ট থেকে।
কামাল মোস্তাকিন says
ফ্রি থিমের এই লিস্টটা খুবই কাজের, বিশেষ করে তাদের জন্যে যারা অনলাইন সংবাদপত্র চালু করতে চান।
Techz boss says
অনলাইন নিউজ পেপার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই একটি ভাল থিম থাকা চাই, যদি ওয়ার্ডপ্রেসে করতে হয়। এখানকার থিমগুলো খুবই ভাল এবং দেখতে আকর্ষণীয়।
Techzboss.com says
নিউজ পেপার ওয়েবসাইট ডেভেলপ করতে হলে অবশ্যই ভাল একটি ওয়ার্ডপ্রেস থিম লাগবে, বিশেষত তাদের জন্যে যারা ওয়ার্ডপ্রেস ভালবাসেন। আর এখানকার থিমগুলো তাদের জন্যে সত্যিই দারুণ একটা কালেকশন।