প্রতিযোগীতার বাজারে লড়াই করতে গিয়ে অ্যাগ্রেসিভ ব্যাটারি ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন কোম্পানী স্যামসাং এর বিরুদ্ধে। প্রথম অভিযোগ ওঠে ২০১৬ সালে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেনে আগুন ধরার পর।
এবার সদ্য বাজারে আসা এই কোম্পানীর নতুন স্মার্টফোন গ্যালাক্সি নাইনে আগুন ধরার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে স্মার্টফোন দুনিয়ায়। জানা গেছে, আমেরিকার নিউইয়র্কে এক মহিলার ব্যাগের ভেতর থাকা অবস্থায় নতুন এই স্মার্টফোনে আগুন ধরে যায় এবং সেই আগুন ছড়িয়ে পড়ে তার প্রাইভেট কারে। ফলে, কারটিও আগুনে পুড়ে যায় আর মহিলাটি এই স্মার্টফোন কোম্পানী, স্যামসাং এর বিরুদ্ধে মামলা দায়ের করে।
অভিযোগ ও মামলা প্রসঙ্গে কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে। এখন পর্যন্ত এ রকম একটি মাত্র অভিযোগই তারা পেয়েছে যা স্মার্টফোনের কোন ত্রুটির জন্যে ঘটেনি বলেই তারা মনে করেন।
তবে, মামলার নথিপত্রে ওই মহিলা উল্লেখ করেছেন, নতুন আসা গ্যালাক্সি লাইন কেনার পর উনি দিব্যি ব্যবহার করে যাচ্ছিলেন। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই তিনি লক্ষ্য করেন যে, ব্যবহারের সময় এটি গরম হয়ে যাচ্ছে। ঘটনার দিন ফোনটি অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। যারফলে, ফোনটিকে তিনি হাতে না রেখে পার্সে ঢুকিয়ে রাখেন। আর পার্সের ভেতরেই ফোনটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন তার গাড়িকেও পুড়িয়ে দেয়।
Leave a Reply