স্মার্টফোনে অটো অ্যাড আসাটা বেশ বিরক্তিকর বিষয়। স্মার্টফোনে যারা ইন্টারনেট ব্যবহার করেন, কমবেশি সবাই এই অ্যাডের যন্ত্রণা ভোগ করছেন। আজকের এই লেখা পড়ার পর আপনাকে আর এই অ্যাডের যন্ত্রণা ভোগ করতে হবে না।
স্মার্টফোনে সাধারণত দুই ধরণের মাধ্যম থেকে অ্যাড আসে। প্রথমত, ইন্টারনেট ব্র্রাউজ করার সময়। আরেকটি হল অ্যাপ ব্যবহার করার সময়। তবে, সব ধরনের অ্যাপে অ্যাড আসে না। আজকের এই লেখায়, যে সকল পদ্ধতি দেখানো হবে সে সকল পদ্ধতি অনুসরণ করলে আপনার আর কোন অ্যাপেই অ্যাড আসবে না।
অনেকেই জানেন যেভাবে ইউটিউবে অ্যাড আসা বন্ধ করা যায়। আজ আমরা সবাই জানবো, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অটো অ্যাড বন্ধ করা যায় কিভাবে।
স্মার্টফোনে অটো অ্যাড বন্ধের উপায়
স্মার্টফোনে অটো অ্যাড আসে মূলত, অ্যাড যুক্ত অ্যাপ আপনার ফোনে ইন্সটল করলে। পূর্বে উল্লেখ করেছি, স্মার্টফোনে দুটি মাধ্যমে অ্যাডের দেখা পাওয়া যায়। যথা:
- ইন্টারনেট ব্রাউজ করার সময়। ইন্টারনেট ব্রাউজারে যে অ্যাড দেখা যায়।
- অ্যাড যুক্ত অ্যাপ ব্যবহার করার সময়।
নিচে আমারা, এই দুটি মাধ্যমে অ্যাড বন্ধ করার ভিন্ন ভিন্ন পদ্ধতি আলোচনা করবো।
ইন্টারনেট ব্রাউজারের অ্যাড বন্ধ করার উপায়
বর্তমানে জনপ্রিয় প্রায় সকল ব্রাউজারে অ্যাড বন্ধ করার উপায় রয়েছে। সামান্য কিছু ব্রাউজারে এই সুবিধা না থাকলেও, সেক্ষেত্রে অ্যাপ ব্যবহার করে অ্যাড বন্ধ রাখার সুযোগ রয়েছে। ব্রাউজার ব্যবহার করে অ্যাড বন্ধ রাখার জন্য, আপনাকে শুধু অ্যাড ব্লক ব্রাউজারগুলো ব্যবহার করলেই চলবে। এসব ব্রাউজার দিয়ে, আপনি যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করুন না কেন, কোন ধরণের অটো অ্যাডের বিড়ম্বনায় পরতে হবে না।
নিচে আমরা জনপ্রিয় কিছু অ্যাড ব্লক ব্রাউজারের তালিকা দিলাম। তালিকার যে কোনো একটি ব্রাউজার আপনার ফোনে ইন্সটল করে, অ্যাড মুক্ত ইন্টারনেট ব্যবহার করা শুরু করুন। অ্যাড ব্লক ব্রাউজারগুলো হল।
অ্যাপে অ্যাড বন্ধ করার উপায়
অ্যাপের অ্যাডের কারণে সাধারণত অটো অ্যাড আসে। তাই, অটো অ্যাড বন্ধ করার জন্য প্রথমে আপনার অ্যাপের অ্যাড বন্ধ করা প্রয়োজন। অ্যাপের অ্যাড বন্ধ করার জন্য আপনাকে অ্যাড ব্লকার ব্যবহার করতে হবে। ইন্টারনেটে অসংখ্য অ্যাড ব্লকার অ্যাপ রয়েছে।
ইন্টারনেট থেকে যাচাই-বাছাই করে, আমি জনপ্রিয় কিছু অ্যাড ব্লকারের তালিকা দিলাম। এসব অ্যাড ব্লকার আপনার ফোনে ইন্সটল করে নিলেই হবে। যদি স্মার্টফোনে অ্যাড দেখতে পান, তাহলে অ্যাড ব্লকারটি চালু করে দিবেন। অ্যাড ব্লকার অ্যাপের তালিকা।
শেষ কথা
যাদের স্মার্টফোনে অটো অ্যাড চলে আসে, তারা উপরে উল্লেখিত পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন। আর এসব পদ্ধতি প্রয়োগ করতে যদি কোন সমস্যা হয়ে থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
Leave a Reply