স্মার্টফোনে নিজেকে নিয়ে পরিবার কিংবা বন্ধুদের সেলফি তুলতে গিয়ে আমরা অনেকেই সেলফি স্টিক ব্যবহার করে থাকি। কারণ, সুন্দর করে গুছিয়ে এবং সবাইকে নিয়ে সেলফি তোলার ক্ষেত্রে সেলফি স্টিক দারুণ ভূমিকা রাখে।
সেলফি স্টিক ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। আসুন, জানা যাক বর্তমান সময়ে বহুল ব্যবহৃত এই সেলফি স্টিকের আদ্যোপান্ত।
টাইমস্ ম্যাগাজিনে সেলফি স্টিক
আমরা জানি, প্রতি বছরের সেরা উদ্ভাবনের একটি তালিকা প্রকাশ করে অ্যামেরিকার তুমুল জনপ্রিয় সাপ্তাহিক টাইমস্ ম্যাগাজিন। তালিকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ২৫টি সেরা উদ্ভাবনকে স্থান দেয়া হয় যা কিনা বিশ্ব জুড়ে ব্যাপকভাবে সমাদৃত হয়। ২০১৪ সালের এই তালিকায় স্থান পেয়েছে সেলফি স্টিক যাকে টাইমস্ ম্যাগাজিন সাংস্কৃতিক বিপ্লব বলে আখ্যায়িত করেছে। কারণ, সেলফি তোলা এখন পৃথিবীর প্রতিটি সংস্কৃতির একটা অংশ হয়ে গিয়েছে।
সেলফি স্টিক কি?
সেলফি স্টিক মূলত একটি মনোপড যার আরেক নাম ইউনিপড। এটি একটি সিঙ্গেল স্টাফ যা পোল যা ক্যামেরা, বাইনোকুলার, রাইফেল এবং অন্যান্য ডিভাইস ও যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। ছবি তোলা বা ভিডিও করার সময় ফটোগ্রাফাররা ডিজিটাল ক্যামেরা ডিভাইসে, বিশেষ করে স্মার্টফোনের ক্যামেরায় ব্যবহার করে থাকেন। হাতের কাছ থেকে সাধারণ দূরত্বে রেখে সেলফি স্টিক দিয়ে ছবি তোলা কিংবা ভিডিও করা হয়।
সেলফি স্টিক কিভাবে কাজ করে?
সেলফি স্টিক সাধারণত প্রসারণযোগ্য হয় অর্থাৎ হাতের বাহুর সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে প্রয়োজন অনুসারে এটিকে বাড়ানো কিংবা কমানো যায়। এর এক মাথায় একটি হ্যান্ডেল আর অন্য মাথায় একটি ক্ল্যাম্প থাকে, যেখানে স্মার্টফোন কিংবা অন্য ডিভাইসেক সেট করে রাখা হয়। হ্যান্ডলের মাথায় একটি বাটন থাকে যা প্রেস করে ছবি তোলা কিংবা ভিডিও রেকডিং শুরু করা হয়।
কিছু স্মার্টফোন জ্যাক প্লাগের মাধ্যমে সেলফি স্টিকের সঙ্গে কানেকটেড হয়। আবার, কিছু সেলফি স্টিক কানেকটেড হয় ব্লু টুথের কন্ট্রোলের মাধ্যমে। ডিভাইস আর সেলফি স্টিকের মধ্যে থাকা এই কানেশনই ব্যবহারকারীকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে ঠিক কোন সময় ছবি নিতে হবে কিংবা ভিডিও রেকডিং করতে হবে।
সেলফি স্টিকের ইতিহাস
ঘরে তৈরি সেলফি স্টিক দেখা যায় ১৯২৫ সালে। সেই সময় একটি ছবিতে দেখা গিয়েছিল যে একজন ব্যক্তি তার ও তার পরিবারের ছবি তুলছে লম্বা একটি স্টিকের সাহায্যে যা কিনা ক্যামেরার দিকে তাক করা ছিল কিন্তু সেটি ফ্রেমের বাইরে ছিল।
১৯৬৯ সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন মুভি, I killed Einstein, Gentlemen এ প্রথম ডিজিটাল সেলফির দেখা মেলে। ছবিটির প্রধান নায়িকাকে দেখা যায় একটি সিলভার স্টিকের সামনে ঝলমলে এক হাসি নিয়ে উপস্থিত এবং তার পেছনেই তার বয়ফ্রেন্ড যে কিনা স্টিকের হোল্ডার ধরে আছে।
১৯৮৩ সালে Minolta Disc 7 ক্যামেরায় প্রথম কনভেক্স মিরর দেখা যায় যা কিনা সেলফি পোট্রেট তোলায় ব্যবহৃত হতো। ১৯৯৫ সালে জাপানে প্রকাশিত 101 Un-Useless Japanese Invention নামের একটি বইতে সেলফি স্টিকের কথা পাওয়া যায়।
কানাডিয়ান বিজ্ঞানী Wayne Fromm প্রথম সেলফি স্টিকের পেটেন্ট রেজিস্ট্রেশন করেন। আর ২০১২ সালে যুক্তরাজ্যে সর্ব প্রথম সেলফি স্টিকের বাণিজ্যিক ব্যবহার শুরু হয়।
যাইহোক, এর পরের ইতিহাসটা বেশ বড়। আমরা তাই ও-দিকে আর গেলাম না। এর বেশি ইতিহাস জানার আদৌ প্রয়োজন আছে বলে মনে হয় না। তাই, এখানেই লেখাটার ইতি টানলাম, আশা করি সেলফি স্টিক নিয়ে এই ছোট্র লেখাটি আপনাদের ভাল লেগেছে।
তাজওয়ার উচ্ছাস says
যাক, আপনাদের পোস্ট নেয়া আবার শুরু হয়েছে দেখে ভাল লাগল। 🙂