আমাদের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে আর তাতে নতুন যুক্ত হয়েছে থ্রিডি টিভি। আর এখন সময়টাও বিশ্বকাপের। বিশ্বকাপ উপভোগ করতে একমাত্র টিভিই সেরা মাধ্যম। বর্তমানে ইন্টারনেট, মুঠোফোন বা ফোরজির সময় হলেও বিশ্বকাপ ফুটবল বলুন বা বিশ্বকাপ ক্রিকেটই বলুন না কেনো সবাই মিলে টিভির সামনে বসে খেলা দেখার আমেজটাই অন্যরকম।
প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে, তারই ধারাবাহিকতায় থ্রিডি টিভির উদ্ভব। থ্রিডি টিভি এখন আর নতুন কিছু নয়। বেশ কিছুদিন হলো থ্রিডি টিভির প্রতি সবার আকর্ষণটা বেশি। বিশ্বকাপ ফুটবল সেই আকর্ষণকে আরো বাড়িয়ে দিয়েছে। চলুন তাহলে থ্রিডি টিভি সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া যাক।
থ্রিডি টিভি কি ও কিভাবে কাজ করে
থ্রিডি বলতে কি বুঝি? একটি জিনিসের ত্রিমাত্রিক ছবিকে থ্রিডি বলা হয়। থ্রিডি টিভির ছবিগুলোকে আপনার কাছে জীবন্ত মনে হবে। মূলত 3D টিভি 2D টিভি থেকে আলাদা এবং এই থ্রিডি টিভি অন্যরকম ডাইমেন্সনের ছবি তৈরি করে। আপনি যেই অ্যাঙ্গেল থেকেই দেখেন না কেনো ছবিগুলোকে আপনার কাছে অনেক বেশি বাস্তবিক মনে হবে।
থ্রিডি টিভিতে রেড-ব্লু কালারের ইমেজ বা ছবি তৈরি করা হয়, যেটা ছবির গভীরতাকে এবং দূরত্বকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে। এই কারণেই মস্তিষ্ককে থ্রিডি প্রযুক্তি সহজেই ধোঁকা দিয়ে এমন ধরনের ইমেজ তৈরি করে যেটা মনে হয় স্ক্রিন থেকে বাইরে বের হয়ে আসছে।
সেরা থ্রিডি টিভি
ইলেকট্রোনিক্স মার্কেটে নানা রকম ও নানা ব্র্যান্ডের থ্রিডি টিভি রয়েছে। তার মাঝে ভাল-মন্দ, উন্নত ও একটু কম উন্নত, দামী কিংবা কিছুটা কম দামী থ্রিডি টিভি রয়েছে। সার্বিক বিবেচনায় সেরাগুলো থেকে বাছাই করে ৪টি থ্রিডি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাচ্ছি।
১. Sony: 75″ Class 3D LED 4K UHD TV
সনির এই ৭৫ ইঞ্চির টিভিটি এলইডি ডিসপ্লের। উন্নত প্রযুক্তির এই টিভিটি 4K সমর্থিত এবং প্রসেসর হিসেবে 4K HDR3 X1 দেওয়া হয়েছে । অর্থাৎ, আল্ট্রা এইচডি টিভি যার রেজ্যুলেশন ৩৮৪০*২১৬০ পিক্সেল। সনির এই মডেলটি ২০১৮ সালের।
টিভিটিতে ওয়াইফাই, ৪.১ ব্লুটুথ, স্মার্টফোন কানেক্টিভিটি সুবিধা, ক্যাবেল কানেকশন আরো বিভিন্ন সুবিধা রয়েছে। মোট HDMI পোর্ট রয়েছে ৪টি। USB পোর্ট রয়েছে ২টি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, অনবোর্ড ১৬ জিবি স্টোরেজ সহ আরো অনেক ধরনের সুবিধা রয়েছে এই টিভিতে।
সনির এই থ্রিডি টিভিটির ওজন ৩৬.৭ কেজি (স্ট্যান্ডসহ)। এই থ্রিডি টিভিতে একদম নিখুঁত ছবি এবং ভিডিও দেখতে পাবেন যা আপনার ভাললাগার মাত্রা বাড়িয়ে দেবে অনেক গুণ।
Sony: 65” 4K Android Ultra Slim TV
থ্রিডি টিভির জগতে সনিকে সেরা বললে ভুল হবে না। তাই, সনির আরো একটি টিভি সম্পর্কে না বললেই নয়। এই ৬৫ ইঞ্চির টিভিটিও এলইডি ডিসপ্লের টিভি। এটিও 4K সমর্থিত আল্ট্রাএইচডি টিভি যার রেজ্যুলেশন ৩৮৪০*২১৬০ পিক্সেল। টিভিটিতে ওয়াইফাই, ৪.১ ব্লুটুথ, স্মার্টফোন কানেক্টিভিটি ও ক্যাবেল কানেকশন সুবিধা রয়েছে উপরের মডেলটির মতই।
সনির এই Android Ultra Slim TV টিভিতে মোট HDMI পোর্ট রয়েছে ৪টি। USB পোর্ট রয়েছে ৩টি। সম্পূর্ণ থ্রিডি সমর্থিত। মডেলটি দেখেই বুঝে গেছেন এটি অ্যান্ড্রয়েড চালিত অপারেটিং সিস্টেম। এটিতেও রয়েছে ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ। টিভিটির ওজন ৩২.১ কেজি (স্ট্যান্ড সহ)।
LG: 65” Curved OLED HDR 4K TV
এলজির এই টিভিটি দেখতে বেশ প্রিমিয়াম এবং গর্জিয়াস। এটির রেজ্যুলেশনও ৩৮৪০*২১৬০ পিক্সেল যার মাধ্যমে 4K টিভি বুঝতেই পারছেন। OLED আল্ট্রা এইচডি ডিসপ্লের কারণে ডিসপ্লে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় এই থ্রিডি টিভিটিতে বিল্ট ইন ওয়াইফাই, ওয়াইফাই ডাইরেক্ট সুবিধা দেওয়া হয়েছে।
ম্যাজিক রিমোট কন্ট্রোল, স্মার্টশেয়ার, ম্যাজিক জ্যুম সহ নানান ফিচার দেওয়া হয়েছে। এই থ্রিডি টিভিটিতে মোট ৩টি HDMI পোর্ট রয়েছে এবং ৩টি USB পোর্ট দেওয়া হয়েছে। টিভিটির ওজন ২৩.৮ কেজি (স্ট্যান্ড সহ)।
Samsung: 65” 4K Smart Curved TV
সামস্যাং এর এই থ্রিডি টিভিটিও প্রিমিয়াম মানের। 4K আল্ট্রা এইচডির এই টিভিটির রেজ্যুলেশন ৩৮৪০*২১৬০ পিক্সেল। স্ক্রিনের কার্ভনেস 4200R, পাওয়ারফুল Quad Core প্রসেসর সমৃদ্ধ এই টিভিটিতে ওয়াইফাই, ব্লুটুথ, স্মার্টফোন কানেক্টিভিটি সহ অনেক ধরনের সুবিধা পাবেন। থ্রিডি সমর্থিত এই টিভিতে ৩টি HDMI পোর্ট রয়েছে এবং ২টি USB পোর্ট রয়েছে। ওজন ২৮.১ কেজি (স্ট্যান্ড সহ)।
মডেল ও দাম
- Sony (XBR75X850E) 75″ Class 3D LED 4K UHD TV : ১,৪৬,৮০০/ ১,৪৯,০০০ টাকা
- Sony (X9300D) 65” 4K Android Ultra Slim TV : ২,৪৪,৯০০/ ২,৪৫,০০০ টাকা
- Samsung (UN65MU8500FXZA) 65” 4K Smart Curved TV : ৯২,২০০ – ৯৫,০০০ টাকা
উপরের প্রত্যেকটি থ্রিডি টিভিই বেশ প্রিমিয়াম মানের। আপনি চাইলে যে কোনো একটি টিভি কিনে নিতে পারেন। তবে দামের তারতম্য রয়েছে, সেটা বুঝতেই পারছেন। বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম চাইতে পারে। এছাড়াও থ্রিডি টিভির সাথে থ্রিডি চমশা অনেক ক্ষেত্রে ব্যবহারের প্রয়োজন হয় ভালো কোয়ালিটির জন্য। তাই, থ্রিডি টিভি কিনতে গেলে থ্রিডি চশমা কিনতে ভুলবেন না।
Leave a Reply