উইন্ডোজ পিসিতে সবচেয়ে প্রয়োজনীয় সফটওয়্যারটি হল মিডিয়া প্লেয়ার। কম্পিউটারের একজন অতি সাধারণ ব্যবহারকারীও যেই সফটওয়্যারটি সবচেয়ে বেশী ব্যবহার করে, সেটা হল মিডিয়া প্লেয়ার। অডিও কিংবা ভিডিও ফাইলগুলো চালাতে মিডিয়া প্লেয়ার সফটওয়্যারের বিকল্প নেই। জেনে নিন ৫টি সেরা মিডিয়া প্লেয়ার সম্পর্কে।
সেরা মিডিয়া প্লেয়ার
অনলাইনে অসংখ্য মিডিয়া প্লেয়ার আছে। যেখান থেকে পছন্দ মত একটি বাছাই করা খুব কষ্ট কষ্টসাধ্য ব্যাপার। কারণ কোন প্লেয়ারটিতে কী সুবিধা আছে তা আমাদের জানা থাকে না। তাই আজকে আমি বর্তমান সময়ে থাকা সবচেয়ে জনপ্রিয় উইন্ডোজের ৫টি মিডিয়া প্লেয়ার নিয়ে আলোচনা করবো।
PotPlayer
- OpenCodec সার্পোট করে ফলে সহজেই যে কোন কোডেক যোগ করা যায়।
- বাংলাসহ সব ফরমেটের সাবটাইটেল সাপোর্ট করে।
- সর্বাধিক অডিও এবং ভিডিও ফাইল সার্পোট করে।
PotPlayer সাম্প্রতিক সময়ে একটি জনপ্রিয় মিডিয়া প্লেয়ার। উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য Kakao নামে দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট কোম্পানী এই মাল্টিমিডিয়া সফটওয়্যারটি তৈরি করেছে। এই মিডিয়া প্লেয়ারটির ডিজাইন খুব সাধারণ, তাই ঝামেলা ছাড়াই ব্যবহার করাতে পারবেন। সাধারন হলেও এটি অনেক বেশি ফাইল সার্পোট করে। এটা বলার অপেক্ষা রাখে না যে এটি MP4 / FLV / AVI / MKV ফাইলগুলির জন্য একটি দুর্দান্ত প্লেয়ার।
এই প্লেয়ারটিকে আপনি আপনার মনের মত করে কাস্টমাইজেশন করতে পারবেন। এই প্লেয়ার এর ভিউ স্ক্রিন আপনি বিভিন্ন প্লেয়ার এর মত করে সাজাতে পারবেন। চাইলে এটিকে আপনি কে এম প্লেয়ার এর মতও বানিয়ে ফেলতে পারবেন। অসংখ্য ফিচার আছে এই প্লেয়ারটিতে। আমি নিজেও এই প্লেয়ারটি ব্যবহার করি।
অনান্য প্লেয়ারগুলোতে বাংলা সাবটাইটেল দেখতে গেলে বাংলা শব্দগুলো ঠিক মত আসে না কিন্তু এই প্লেয়ারে খুব ভালভাবে আসে। এছাড়া এই প্লেয়ারে সাবটাইটেলেরও সকল ফরমেট সার্পোট করে যেমন: SMI, SRT, Vobsub, ASS/SSA ইত্যাদি। এ মিডিয়া প্লেয়ারে ৩৬০ ডিগ্রি ভিডিও দেখার সুবিধা রয়েছে।
VLC Media Player
- বিজ্ঞাপন মুক্ত, ফলে ব্যবহারকারীকে ট্র্যাকিং করা হয় না।
- হট কি, ইন্টারফেসসহ আরও অনেক কিছু কাস্টমাইজ করার সুবিধা।
- বিল্ট ইন অডিও-ভিডিও কনভার্টার।
যখন আমরা কোন মিডিয়া প্লেয়ারের নাম নেই, তখন প্রথমে যে মিডিয়া প্লেয়ারের নাম আসে সেটা হল VLC Media Player। জনপ্রিয় এই মিডিয়া প্লেয়ারটি একটি ফ্রিওয়্যার, ওপেনসোর্স ও ক্রস-প্লাটফর্ম সফটওয়্যার।
এই মিডিয়া প্লেয়ারটিতে সব ধরনের ফাইল ফরমেট সার্পোট করে। এছাড়া এই সফটওয়্যারটিতে রয়েছে অসংখ্য ফিচার। আপনি খুব সহজেই যে কোন ফাইল কনর্ভাট করতে পারবেন এই মিডিয়া প্লেয়ার দিয়ে। আর্কাইভ করা ফাইলকে ওপেন করার সুবিধা পাবেন এই সফটওয়্যারটির মাধ্যেমেই।
আপনি ইন্টারনেট থেকে ১০০ এমবি ফাইল ডাউনলোড করলেন কিন্তু নামলো ৫০%। মজার ব্যাপার হলো এই ৫০% ফাইলটিও খুব আরামে চালাতে পারবেন VLC Media Player এ। অনলাইন স্ট্রিমিং করতে পারবেন এবং চাইলে আপনি অনলাইন রেডিও শুনতে পারবেন। এছাড়া রেডিওর যে কোন অনুষ্ঠান ভাল লাগলে, রেকর্ডও করতে পারবেন এটি দিয়ে।
KMPlayer
বৈশিষ্ট্য:
- নিজস্ব বিল্ট ইন কোডেক।
- স্লো পিসিতেও ফাস্ট কাজ করে।
- হাই রেজুলেশনের ভিডিও সার্পোট করে।
KMPlayer উইন্ডোজ এর জন্য একটি দুর্দান্ত এবং ফ্রি মিডিয়া প্লেয়ার যা প্রায় সব ধরণের ভিডিও এবং অডিও ফাইল চালাতে সক্ষম। এর মধ্যে বিল্ট ইন কোডেক আছে, যার ফলে আপনাকে ভিন্ন কোনো কোডেক সন্ধান করতে হবে না। তবে এর পারফোমেন্স বাড়ানোর জন্য অতিরিক্ত কোডেক যোগ করতে পারবেন।
3D, 4K, UHD সাপোর্টসহ আপনি খুব সহজেই হাই ডেফিনিশন ভিডিও উপভোগ করতে পারবেন এই মিডিয়া প্লেয়ারে। KM Player ডিভিডি প্লেয়ারগুলির মতো কাজ করে, কারণ এটি ডিভিডি থেকে সরাসরি ভিডিওগুলি চালাতে সক্ষম। এছাড়া আপনি প্লেয়ারের মধ্যে সরাসরি সাবটাইটেল এডিট করতে পারবেন।
Media Player Classic – Home Cinema
বৈশিষ্ট্য:
- ফ্রিওয়্যার এবং ওপেনসোর্স সফটওয়্যার।
- লাইটওয়েট এবং সহজ গ্রাফিকাল ইউজার ইন্টারফেস।
- অতিরিক্ত কোন প্লাগ ইন ডাউনলোড করতে হয় না।
Media Player Classic – Home Cinema একটি লাইটওয়েট মিডিয়ার প্লেয়ার যা আপনার স্লো পিসি / ল্যাপটপে ভিডিও চালানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে এটি অডিও চালাতে পারবে না। বরং এটা খুব ভালভাবেই আপনার অডিও ফাইল গুলো চালাতে পারবে।
লাইটওয়েট বলে আপনাকে ইন্টারনেট থেকে অতিরিক্ত কোন কোডেক ডাউনলোড করতে হবে না, কারন এর সাথেই বিল্ট ইন কোডেক রয়েছে।
5KPlayer
বৈশিষ্ট্য:
- Facebook, YouTube, Dailymotion, Vimeo থেকে ভিডিও ডাউনলোডের সুবিধা।
- বিল্ট ইন অনলাইন রেডিও এবং মিডিয়া লাইব্রেরী।
- অতিরিক্ত কোন প্লাগ ইন ডাউনলোড করতে হয় না।
5KPlayer মিডিয়া প্লেয়ারে প্রায় সব ধরণের ভিডিওর পাশাপাশি অডিও ফরম্যাটের ফাইল চালানো যায়। উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ মিডিয়া প্লেয়ার। এই অনন্য মাল্টিমিডিয়া প্লেয়ারের সঙ্গে কোনো অতিরিক্ত প্লাগইন ডাউনলোড করার প্রয়োজন নেই।
আপনি যদি Facebook, Youtube এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মিউজিক এবং ভিডিও ওয়েবসাইট ব্যবহার করেন, তাহলে আপনি 5KPlayer টি ব্যবহার করতে পারেন। কারণ এটি আপনাকে উপরে উল্লিখিত সামাজিক মিডিয়া এবং মাল্টিমিডিয়া ওয়েবসাইটগুলি থেকে সব ধরণের ভিডিও এবং অডিও ফ্রি ডাউনলোড করার সুবিধা দিবে।
এছাড়া এতে রয়েছে বিল্ট ইন অনলাইন রেডিও এবং মিডিয়া লাইব্রেরী।
শেষ কথা
এটাই ছিল আজকে আমাদের উইন্ডোজের জন্য সেরা মিডিয়া প্লেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখন আপনাকে শুধু উপরের তালিকা থেকে যে কোন একটি পছন্দের প্লেয়ার বেছে নিতে হবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ইচ্ছা মতে যেকোন একটি মিডিয়া প্লেয়ার নির্বাচন করে নিতে পারেন। ডাউনলোড লিংক তো দেয়াই আছে।
Leave a Reply