ধরুন আপনি ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন বন্ধুদের সাথে। বের হওয়ার সাথে সাথে কালো মেঘে ছেয়ে গেলো আকাশ। ঝুম বৃষ্টি। ছাতাও নেই কাছে। মনে মনে ভাবলেন ইস যদি আরও একটু আগে জানতে পারতাম।
হ্যাঁ জানতে হয়তো আপনি পারতেন, যদি ওয়েদার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আপনি রাখতেন। কিন্তু কতক্ষনই বা ওয়েদার সম্পর্কে জেনে থাকা যায়। সেই জন্যই আপনার দরকার একটি ওয়েদার অ্যাপস।
বর্তমানের স্মার্টফোন যুগ আমাদের দিন দিন প্রযুক্তির আরও কাছে নিয়ে যাচ্ছে। যার ফলে এখন ঘরে বসেই জেনে নেওয়া যাচ্ছে ওয়েদার সম্পর্কে। এরকমই একটি সেরা ওয়েদার অ্যাপ হলো ওয়ান ওয়েদার।
এটি একটি সহজ ও সুন্দর প্যাকেজ যা আপনার ওয়েদার সম্পর্কিত প্রায় সমস্ত চাহিদা পূরণ করবে। আপনি তাপমাত্রা, বৃষ্টিপাতের পূর্বাভাস, ডপলার রাডার চেক করতে চান কিংবা কেবল সূর্য ও চাঁদের বর্তমান পর্যায়গুলো পর্যবেক্ষণ করতে চান, তাও পারবেন এই অ্যাপসটির মাধ্যমে।
একইসাথে এর অসামান্য নকশা আপনার আবহাওয়ার তথ্যগুলো পেতে আরও সহজ করে তুলবে।
ওয়ান ওয়েদার অ্যাপসের বৈশিষ্ট্য
আবহাওয়ার বর্তমান অবস্থা এবং পূর্বাভাস জানার জন্য আপনি এক সাথে আপনার পছন্দের মধ্যে ১২টি স্থান অ্যাড করতে পারবেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) থেকে গ্রাফ, বৃষ্টিপাতের পূর্বাভাস, মানচিত্র, আবহাওয়া সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
এছাড়াও ইমেইল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজেই আপনার বন্ধুদের সাথে আবহাওয়া খবর শেয়ারও করতে পারবেন। তাছাড়াও খুব সহজেই পড়তে পারবেন আবহাওয়া গ্রাফ। পাবেন রাডার স্ক্রিনে আন্তর্জাতিক অবস্থানগুলোর জন্য উন্নত ক্লাউড লেয়ার।
অ্যাপসটিতে রয়েছে অ্যানিমেটেড সূর্যোদয়, সূর্যাস্ত, এবং চন্দ্রের ফেজ। গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মানচিত্রের ভিউতে পাবেন জুমসহ ফুলস্ক্রীন মোড এবং ভূদৃশ্য ও স্যাটেলাইট ম্যাপ ভিউ।
আপনি আপনার ফোনের হোম উইন্ডোতে অ্যাড করার জন্য পাবেন ৭টি কনফিগারযোগ্য উইজেট। এত এত ফিচার ও সুবিধা সম্বলিত ওয়ান ওয়েদার অ্যাপটি ডাউনলোড করে নিন নিচের লিংকে ক্লিক করে।
এত সব বৈশিষ্ট্যের ওয়েদার অ্যাপসটি অবশ্যই আপনার ভালো লাগতে বাধ্য। অ্যাপসটির মাধ্যমে আপনি প্রচুর সুবিধা পাবেন। যা আপনাকে ওয়েদার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে সাহায্য করবে। এছাড়াও লোকেশন সুবিধার মাধ্যমে সময়ে সময়ে যদি আবহাওয়ার পরিবর্তণও হয়ে থাকে তাও জেনে যাবেন।
এক কথায় আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্যই আপনি পাবেন এই ওয়ান ওয়েদার অ্যাপসে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি ডাউনলোড করে নিন এই ওয়েদার অ্যাপসটি। আর খুব সহজেই পেয়ে যান আবহাওয়া সম্পর্কিত সব খবর।
Leave a Reply