লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন লুই সুয়ারেজ।
একটি গোল করেছেন ডেম্বেলে।
রায়ো ভায়োকানোর বিপক্ষে বার্সেলোনার সহজ জয়ের প্রত্যাশা ছিল। ১০ মিনিটের মাথায় গোল করে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন লুই সুয়ারেজ। বলের দখল, আক্রমণ সব কিছুতেই এগিয়ে ছিল বার্সেলোনা।
৩৫ নিনিটের সময় গোল করে ভায়েকানোকে সমতায় ফেরান হোসে অ্যাঞ্জেল পোজো।
গোল হজমের পর ম্যাচএ ফিরতে চেষ্টা চালায় বার্সেলোনা। কিন্তু বার্সেলোনার একের পর এক আক্রমণ মাঠে মারা যাচ্ছিল।
এরই মাঝে ৫৭ মিনিটে আলভারো গার্সিয়ার গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। লম্বা ক্রস থেকে রায়োর এক খেলোয়ারের হেড টের স্টেগান ঠেকিয়ে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেন নি।
ফাকায় দাঁড়ানো গার্সিয়া গোল করে দলকে এগিয়ে দেন। ৭৩ মিনিটে ফ্রি-কিক ঠেকিয়ে দলকে লড়াইয়ে রাখেন টের স্টেগান।
এর পাঁচ মিনিট পর ভাল একটি সুযোগ নষ্ট করেন লুই সুয়েরেজ।
ম্যাচ যখন বার্সেলোনা হেরে যাবে বলে মনে হচ্ছিল তখন জেরার্ড পিকের হেডকে গোলে পরিণত করেন ডেম্বেলে।
৯০ মিনিটে দূর্দান্ত প্লেসিং শটে গোল করে বার্সেলোনাকে তিন পয়েন্ট এনে দেন লুই সুয়ারেজ। এই জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ রয়েছে বার্সেলোনা।
Leave a Reply