ভাল একটি চাকরির জন্যে আবেদন করতে হলে, সিভিটিও ভাল হওয়া বাঞ্চনীয়। আপনার সিভিটির ফরমেট যেমন সুন্দর হওয়া চাই, তেমনি প্রয়োজনীয় ইনফর্মেশনও থাকা চাই। আর সেই সাথে সকল তথ্য সঠিক ফরমেট অনুযায়ীই সাজানো চাই।
আমাদের দেশের অধিকাংশ মানুষই সিভির সঠিক ফরমেট জানে না। যারফলে, কম্পিউটারের দোকানে গিয়ে যেন তেন একটা সিভি বানিয়ে চাকরির জন্যে পাঠিয়ে দেয় যা ঠিক নয়।
আসলে, সিভি তৈরি করা, বিশেষ করে সঠিক ফরমেটে সুন্দর ডিজাইন ও দারুণ উপস্থাপনায় একটি আকর্ষণীয় সিভি তৈরি করা সহজ নয়। আর সিম্পল কিন্তু সুন্দর সিভি তৈরি করার এই কঠিন কাজটিই আপনি অনায়াসে আপনার স্মার্টফোন দিয়ে করে ফেলতে পারেন।
উপরের লিংকে ক্লিক করে গুগল প্লে-স্টোর থেকে CV Maker অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপটি আপনাকে চার পেজের একটি অসাধারণ সিভি তৈরি করে দেবে। প্রথম পেজে থাকবে আপনার পার্সোনাল ইনফর্মেশন, দ্বিতীয় পেজে থাকবে এক্সপেরিয়েন্স, ৩য় পেজে এডুকেশনাল ইনফর্মেশন এবং ৪র্থ পেজে থাকবে আপনার ছবি।
অ্যাপটি ইনস্টল করে ওপেন করলেই ডিফল্ট হিসেবে প্রথম পেজ আসবে। সেখানে সিভিতে দেয়ার জন্যে আপনার নাম, ফোন, ইমেল, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানাসহ যাবতীয় সব তথ্যের ঘর দেখতে পাবেন। ঘরগুলোতে সঠিক তথ্যগুলো দিয়ে দিন। ব্যস্, ১ম পেজ তৈরি হয়ে গেল। এবার ২য় পেজে যান, সঠিক তথ্য দিন, তারপর ৩য় পেজে যান আর সবশেষে ৪র্থ পেজে গিয়ে আপনার ছবি যুক্ত করে দিন। ব্যাস্ আপনার সিভি তৈরি।
এবার সিভিটি আপনি স্মার্টফোনেই সেভ করে রাখতে পারেন। সেখান থেকেই ই-মেইলের মাধ্যমে কাউকে পাঠাতে পারেন। চাইলে বিডি জবস্ কিংবা প্রথম আলো জবস্ এর মত অনলাইন জব পোর্টালগুলোতে আফলোড করতে পারেন। এমনকি, স্মার্টফোন থেকেই প্রিন্ট করিয়ে হার্ড কপি বানিয়ে নিতে পারেন। তার আগে জেনে নিন, স্মার্টফোন থেকে প্রিন্ট করবেন যেভাবে।
আশা করি, এখন থেকে আপনার আর সিভি তৈরির ঝামেলা থাকবে না। আপনার হাতের স্মার্টফোন দিয়েই যখন তখন সিভি তৈরি করতে পারবেন। কিন্তু আপনাকে স্বার্থপর হলে চলবে না, নিজে এত সহজে সিভি তৈরি করা শিখে গেলেন আর শেয়ার করে সেটা অন্যদের জানাবেন না, তা কি হয়?
Leave a Reply