শিক্ষা বিষয়ক ওয়েবসাইট এর নাম ঠিক করা অনেক হিসেব নিকেশের বিষয়। যেন তেন একটা নাম দিয়ে শিক্ষা সংক্রান্ত ব্লগ শুরু করে দেয়া উচিৎ নয়। কারণ, এডুকেশন রিলেটেড একটি ব্লগ বা ওয়েবসাইট দীর্ঘ মেয়াদী পরিকল্পণার অংশ। সুতরাং, সেটির নাম নির্বাচনের ক্ষেত্রে সতর্ক ও সচেতন হওয়া দরকার।
অন্যথায়, আপনাকে বারবার নাম পরিবর্তণ করতে হবে এবং ডোমেইনও পাল্টাতে হবে। এতে একদিকে যেমন আপনার বাড়তি অর্থ খরচ হবে, অন্যদিকে অতিরিক্ত শ্রম ও মেধার অপচয় হবে।
বস্তুত, শিক্ষা বা পড়াশুনা সংক্রান্ত একটি ব্লগ বা ওয়েবসাইটের জন্যে সুন্দর একটি নাম নির্বাচন করা আসলেই অনেক কঠিন। এই কঠিন কাজটিকে আপনার জন্যে সহজ করে দিতেই আমাদের আজকের পোস্ট।
এই পোস্টে আমরা শতাধিক শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের নাম সাজেস্ট করছি যেখান থেকে আপনি পছন্দ মতো একটি নাম নিয়ে এডুকেশন ব্লগ স্টার্ট করতে পারেন।
যারা ছোটদের জন্যে ইউটিউব চ্যানেল খুলেছেন, তারা চাইলে সেটাকে শিক্ষা বিষয়ক ওয়েবসাইটে রূপ দিতে পারেন।
শিক্ষা বিষয়ক ওয়েবসাইট এর সম্ভাব্য নাম
নিচে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্যাটেগরি থেকে ১৩১টি নাম প্রস্তাব করা হলো। আপনার এডু ব্লগ বা ওয়েবসাইটের জন্যে প্রথমে ১০টি, পরে ৫টি, এরপর সেখান থেকে ৩টি রেখে, সর্বশেষ সেগুলো থেকে একটি বাছাই করে নিন। উল্লেখ্য, আপনার পছন্দের নাম অনুযায়ী যদি ডোমেইন না পান, তবে আগে কিংবা পরে কোনও ছোট শব্দ যোগ করে নিন। যেমন হতে পারে বিডি (bd)। bd education aid, bd study time, bd teaching state, ইত্যাদি।
ওয়েবসাইটের নামগুলোতে যাওয়ার আগে বাংলাদেশের জনপ্রিয় কিছু শিক্ষা মূলক ওয়েবসাইট দেখে নিতে পারেন।
এডুকেশন (Education) শব্দ দিয়ে ১০টি নাম
- এডুকেশন এইড – Education Aid
- এডুকেশন সেন্টার – Education Center
- এডুকেশন অ্যাম্পায়ার – – Education Emperor
- এডুকেশন এন্ট্রান্স – – Education Entrance
- এডুকেশন ইম্পালস্ – – Education Impulse
- এডুকেশন স্টেট – Education State
- এডুকেশন হ্যারিটেজ – Education Heritage
- এডুকেশন ফ্যানটম – Education Phantom
- এডুকেশন আনলকড্ – Education Unlocked
এডু (Edu) শ্বদ দিয়ে ৮টি নাম
- এডু এক্সপ্লোর – Edu Explore
- এডু বাডিস – Edu Explore
- এডু রেভ্যুলুশন – Edu Explore
- এডু এক্সপ্লোর – Edu Explore
- এডু ইমপ্যাক্ট – Edu Impact
- এডু লাইট – Edu Light
- এডু ফান্ড – Edu Fund
- এডু অ্যাংকর – Edu Anchor
স্টাডি (Study) শব্দ দিয়ে ৮টি নাম
- স্টাডি টাইম – Study Time
- স্টাডি ট্রিকস্ – Study Tricks
- স্টাডি হেল্প – Study Helps
- স্টাডি স্ট্যান্ড – Study Stand
- স্টাডি স্টেট – Study State
- স্টাডি টেক – Study Tech
- স্টাডি স্পট – Study Spot
- স্টাডি মাইন্ডস্ – Study Minds
টিচার (Teacher) শব্দ দিয়ে ১৩টি নাম
- টিচার মিড – Teacher Mead
- টিচার শিয়ার – Teacher Sher
- টিচার ভার্জ – Teacher Verge
- টিচার টেনডেন্সি – Teachers Tendency
- টিচার রেসিডেন্স – Teacher Residence
- টিচার চেম্বার – Teachers Chamber
- টিচার ট্রেন্ডস্ – Teacher Trends
- টিচার ট্রাস্টি – Teacher Trusty
- টিচার ট্রামকার্ড – Teacher Trumpcard
- টিচার স্টাম্প – Teacher Stump
- টিচার পিলার – Teacher Pillar
- টিচার অ্যাডমায়রার – Teacher Admirer
টিচিং (Teaching) শব্দ দিয়ে ১৫টি নাম
- টিচিং ট্রিক – Teaching Trick
- টিচিং টাইম – Teaching Time
- টোয়াইন টিচিং – Twine Teaching
- টিচিং টুমোরো – Teaching Tomorrow
- টিচিং টুইস্ট – Teaching Twist
- টিচিং টেম্পল – Teaching Temple
- টিচিং ট্রাস্ট – Teaching Trust
- টিচিং সারপ্রাইজ – Teaching Surprises
- টিচিং ওয়েব – Teaching Web
- টিচিং টেক – Teaching Tech
- টিচিং লাইট – Teaching Light
- টিচিং ম্যানর – Teaching Manor
- টিচিং টিন্যাবল – Teaching Tenable
- টিচিং ফিগার – Teaching Figer
- গ্রেট টিচিং – Great Teaching
রিডিং (Reading) শব্দ দিয়ে ১০টি নাম
- রিডিং র্যাক – Reading Rack
- রিডিং র্যাট – Reading Rat
- রিডিং রেক্স – Reading Rex
- রিডিং রেইস – Reading Race
- রিডিং গ্রেইস – Reading Grace
- রিডিং রাফ – Reading Rough
- রিডিং রিং – Reading Ring
- রিডিং স্টোর – Reading Store
- রিডিং প্লেস – Reading Place
- রিডিং র্যাম্পল – Reading Rample
স্কুল (School) দিয়ে ১৪টি নাম
- স্কুল স্কলার – School Scholar
- স্কুল স্পট – School Spot
- স্কুল গাইড – School Guide
- স্কুল ডায়েরী – School Diary
- স্কুল মাস্টার – School Master
- স্কুল টিচার – School Teacher
- স্কুল ফেলো – School Fellow
- স্কুল ম্যামিশ – School Mamish
- স্কুল শিপ – School Ship
- স্কুল শিফ্ট – School Shift
- স্কুল ওয়ার্ক – School Work
- স্কুল বুকস্ – School Books
- স্কুল সাক্সেস – School Success
কলেজ (College) শব্দ দিয়ে ১১টি নাম
- কলেজ ক্যাম্পাস – College Campus
- কলেজ কোস্টাল – College Coastal
- কলেজ কাস্টিং – College Casting
- কলেজ কম্পোর্ট – College Comport
- কলেজ কিউটার – College Cuter
- কলেজ ক্রিম্পি – College creampie
- কলেজ কুপার – College Cooper
- কলেজ ক্যাফে – College Cafe
- কলেজ করিডোর – College corridor
- কলেজ কার্সর – College Cursor
- কলেজ এডুকেটর Collage Educator
লার্নিং (Learning) শব্দ দিয়ে ১৫টি নাম
- লার্নিং জোন – Learning Zone
- লার্নিং প্লেজার – Learning Pleasures
- লার্নিং কিডস্ – Learning Kids
- লার্নিং লন – Learning Lone
- লার্নিং লাফ – Learning Lough
- লার্নিং ট্রি – Learning Tree
- লার্নিং লেন – Learning Lane
- লার্নিং লাক – Learning Luck
- লার্নিং ফান – Learning Fun
- লার্নিং নেটওয়ার্ক – Learning Network
- লার্নিং প্লেস – Learning Place
- লার্নিং লবস্টার – Learning Lobster
- লার্নিং লয়াল – Learning Loyal
- লার্নিং উইন্ডো – Learning Window
- লার্নিং স্কাই – Learning Sky
অন্যান্য শব্দ দিয়ে আরো ১৬টি নাম
- মর্নিং স্পার্কলারস্ – Morning Sparklers
- স্টাডি বাডিস – Study Buddies
- ক্লাস টেক – Class tech
- টিউটর ব্লগ – Tutor blog
- টিউটর ম্যাগ – Tutor Mag
- এডুপিডিয়া বাংলাদেশ- Educapedia Bangladesh
- স্কুলজিটি – Schoozette
- ব্রাইট মাইন্ডস্ – Bright Minds
- বুক শেল্ফ – Book Shelf
- ক্লেভার ক্লাসরুম – Clever Classroom
- স্টুডেন্ট সারভাইভাল গাইড – Student Survival Guide
- একাডেমিক ডায়েরী – Academic Diary
- উইজডম এডুকেটর – Wisdom Educators
- স্টাডি সিক্রেট ব্লগার – Study Secrets Blogger
- হোমস্কুল ব্লগার – Homeschool Blogger
- ইনসাইট প্যারাডাইজ – Insight Paradise
শিক্ষা বিষয়ক ওয়েবসাইট এর নাম নিয়ে আপনাকে আর মাথা ঘামাতে হবে না। কারো কাছ থেকে নামের সাজেশনও চাইতে হবে না। কারণ, শিক্ষা বিষয়ক ব্লগের জন্যে যত ধরণের নাম হতে পারে তার প্রায় সবটিই এখানে দেয়া হলো।
Leave a Reply