শাওমি ফোনের কথা শোনেননি এমন লোক খুঁজে পাওয়া একটু কটিন হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে কোম্পানিটি। আজ দেয়ার চেষ্টা করবো শাওমি এমআই এ-ওয়ান (Xiaomi Mi A1) রিভিউ, এটি যথেষ্ট ভালো স্মার্টফোন হতে পারে আপনার জন্য।
শাওমি বাংলাদেশ এর ওয়েবসাইট অনুযায়ী এর দাম পড়বে ২৩,৪৯০ টাকা। এবং আপনি পাবেন সোনালী, কালো এবং রোজ গোল্ড কালারের মোবাইল সেট এই মডেলের।
শাওমি এমআই এ-ওয়ান রিভিউ
আশা করছি রিভিউটি ভালো লাগবে, তাহলে চলুন শুরু করা যাক Xiaomi Mi A1 রিভিউ যাত্রা।
ডিজাইন
প্রথমেই বলা যাক A1 এর ডিজাইন সম্পর্কে। দেখতে অন্যান্য শাওমি ফোনের মতো হলেও হাতে নিয়ে আইফোন-৭ এর মতো মার্জিত ও আকর্ষনীয় একটা অনুভুতি হবে আপনার। 7.3mm এর স্লিম মেটালিক বডি ও সলিড কনস্ট্রাকশন আপনার মন কাড়বে। ১৬৫ গ্রাম ওজনের হালকা মোবাইলটি এক অন্যরকম অনুভুতি দেবে আপনার হাতকে। যদিও বডিটা একটু চওড়া কিন্তু ভালভাবে ফিট হয়ে যাবে হাতের তালুতে।
পেছনের দিকে রয়েছে ১২ মেগা পিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং পাউয়ারফুল এলিডি ফ্ল্যাশ লাইট। ক্যামেরার নিচে মধ্যেখানে আছে সুপার ফাস্ট ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। দামের মধ্যে এটি খুব ভালো একটি ফিচার। এছাড়াও রয়েছে স্পিকার গ্রিল ও এন্টেনা লাইন।
ডিসপ্লে
5.5 ইঞ্চির LTPS IPS ডিস্প্লে রয়েছে শাওমি শাওমি এমআই এ-ওয়ান স্মার্টফোনে। 1080P ফুল এইচডি ডিসপ্লেটি চকচক করে অসাধারণ কনট্রাস্টের সাথে। সানলাইটের মধ্যে শাওমি A1 এ ভালো সার্ভিস পাওয়া যাবে না। যথেষ্ট স্কিন রিফ্লেকশনের কারণে ইউজারের মনোযোগ কাড়তে ব্যর্থ হবে মোবাইলটি। মাঝে মাঝেই সুর্যের আলোতে ফ্যাকাশে দেখাতে পারে ডিসপ্লেটি। এছাড়াও অন্যান্য শাওমি ফোনের মতো রিডিং মোড ও থাকছে না এতে। কিন্তু চমৎকার গ্রাফিক্স এবং শার্প টেক্সট ভিউ হতাশ করবে না আপনাকে।
কর্মদক্ষতা
Mi A1 এর সাথে শাওমি ফিরে গিয়েছে এর বিশ্বাসযোগ্য octa-core Qualcomm Snapdragon 625 প্রসেসরে। মধ্যম দামের মধ্যে 2GHz ক্লক স্পিডের এটি একটি চমৎকার প্রসেসর।
4GB র্যাম !!! হ্যা ঠিকই পড়ছেন, মোবাইলটির চার জিবি র্যাম।যদি র্যাম সমস্যায় দীর্ঘ দিন ভুগে থাকেন তাহলে নিঃসন্দেহে ফোনটি আপনার জন্য। মনের মতো করে হাই গ্রাফিক্সের গেম খেলা যাবে সারাদিন ধরে। বড় বড় সাইজের সব অ্যাপ নির্ভেজালে মিনিমাইজ করে রাখতে পারেন সবসময়।
যদিও স্মুথ কিন্তু গুগল ম্যাপ চালানোর সময় ও চার্জিং এর সময় হালকা গরম হয়ে যেতে পারে মোবাইলের বডি। অস্বাধারন ইমেজ ভিউ এর সাথে এইচডি রেজুলেশনের যে কোনো ভিডিও উপভোগ করা যাবে মন মতো। এছাড়াও অপারেটিং সিস্টেমে পাচ্ছেন Android 7.1.2 Nougat যা আপডেটেবল।
হার্ডওয়্যার
অনেক দিন থেকেই লো স্টোরেজের নোটিফিকেশনের জ্বালায় অতিষ্ট হয়ে আছেন? Xiaomi Mi A1 এ রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ !!! এই হিউজ স্টোরেজেও যদি আপনার না কুলোয় তাহলে লাগাতে পারবেন ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড মেমোরি।মাইক্রো সিম কার্ড স্লট রয়েছে দুটি। মেমোরি না ব্যবহার করলে একসাথে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা রয়েছে।
Mi রিমোট কনট্রোল অ্যাপের মাধ্যমে আপনার বাড়ির যে কোনো রিমোট কনট্রোল ডিভাইসে এক্সেস করতে পারবেন আপনার এই মোবাইল দিয়ে। এই ফিচারটি অবশ্যই সবার ভালো লাগবে। লাউড সাউন্ডের স্পিকারের পারফরম্যানস ও যথেষ্ট ভালো। বলা যায় দামের মধ্যে এই ফিচার গুলো যথেষ্ট।
ব্যাটারি
3080 mAh এর এক পাউয়ারফুল ব্যাটারি রয়েছে Xiaomi Mi A1 । ছোট সাইজের ব্যাটারিটি এ রকম বড় ফোনে একটু অবাক করে। স্ট্যান্ডবাই টাইমে ব্যাটারির কার্যক্রম মুগ্ধকর। খুব দ্রুত চার্জের জন্য Qualcomm’s Quick Charge technology সাপোর্টেড রয়েছে এতে। মাত্র দুই ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে। তাই ঝামেলাহীন থাকতে পারেন সবসময়।
পরীক্ষা করে দেখা গেছে যে সার্ফিং, ব্লুটুথ হেড ফোন দিয়ে গান বাজিয়ে, ইমেইল ব্রাউজিং এবং থ্রিডি গেম খেলেও যথেষ্ট পরিমাণে ব্যাটারি লাইফ বাকি থাকে। এটা একটা প্লাস পয়েন্ট। আমি অবশ্যই বলবো দিনে অন্তত একবার ব্যাটারি চার্জ করে নিতে।
ক্যামেরা
আপনি যদি ছোট-খাট মোবাইল ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে মনোযোগ দিয়ে দেখে নিন Xiaomi Mi A1 এর ক্যামেরা সেটাপ।
ক্যামেরা সেটাপে রয়েছে ১২ মেগা পিক্সেলের ওয়াইড-এঙ্গেল 26mm f/2.2 লেন্স এবং আরেকটা ১২ মেগা পিক্সেলের 50mm f/2.6 টেলিফটো লেন্স এবং ডুয়াল-টোন এল ই ডি ফ্ল্যাশ। ন্যাচারাল লাইটে অসাধারণ কালারের পোট্রেট ছবি তোলা যাবে এর ক্যামেরা দিয়ে। ল্যান্ডস্কেপ ছবিও বেশ ভালো উঠে। কিন্তু কম আলোর মধ্যে ডিটেলস পাওয়া যায় না এবং বেশ নয়েজ চলে আসে ইমেজে। ফ্ল্যাশ মোডে যথেষ্ট ভালো ছবি তোলা যায়। ভালো লাইটের মধ্যে অটোমেটিক ফেস ফোকাস ডিটেকশন রয়েছে।
৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সুন্দর সেলফি তোলা যায় ফেস ডিটেকশন ফিচারের সাথে। ভালো লাইটিং এ সুন্দর ডিটেলস পাওয়া যায়। শাওমি দাবী করে যে এদের পোট্রেট মোড আইফোন-৭ প্লাস এবং ওয়ানপ্লাস ৫ এর সাথে তুলনাযোগ্য কিন্তু তেমনটা নয়।
তবে ডুয়াল ক্যামেরার মেলবন্ধন আপনাকে হতাশ করবে না। ক্যামেরার মোডগুলোর মধ্যে আছে প্যানোরামা, ম্যানুয়াল, বিউটিফাই, গ্রুপ সেলফি, স্কোয়্যার। ভালো ভালো কিছু ছবি তুলে আপনার মনকে যথেষ্ট সন্তুষ্টি দিতে পারবেন বলে আশা করা যায়।
শাওমি এমআই এ-ওয়ান দিয়ে তোলা কয়েকটি ছবি দেখে নিন-
এক নজরে Xiaomi Mi A1
- ডিসপ্লে- 5.5-inch LTPS IPS LCD,Full HD (1080 x 1920),403ppi density.Corning Gorilla Glass 3
- প্রসেসর- Qualcomm Snapdragon 625,Octa-core 2.0 GHz,Adreno 506
- র্যাম- 4 GB
- ইন্টারনাল স্টোরেজ- 64 GB,Expandable up to 128 GB with microSD card
- পেছনের ক্যামেরা- Dual 12 MP (26mm, f/2.2; 50mm, f/2.6), Phase detection autofocus (PDAF),Phase detection autofocus (PDAF),2x optical zoom,Dual-tone LED flash
- ফ্রন্ট ক্যামেরা- 5 MP
- ব্যাটারি- 3080 mAh,Quick Charge 2.0
- আয়তন- 155.4 x 75.8 x 7.3 mm
- ওজন- 165 g
সবশেষে বলা যায়, ৪ জিবি র্যামের এই স্মার্ট ফোনটি আপনার সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠতে যথেষ্ট উপযোগী। বাংলাদেশে শাওমি এমআই এ-ওয়ান অ্যাভেইলেবল। কিনে নিতে পারেন এখনি আর Xiaomi Mi A1 রিভিউ ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
Leave a Reply