ই-কমার্স ওয়েবসাইটের জন্য শপিং কার্ট খুবই গুরুত্বপূর্ণ। কারণ, একটি ই-কমার্স ওয়েবসাইটের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রোডাক্ট সেল। আর প্রোডাক্ট সেলের জন্য প্রয়োজন শপিং কার্ট সুবিধা যাতে কাস্টোমার অনলাইনেই প্রোডাক্টের অর্ডার করতে পারে, কিনতে পারে কিংবা ভবিষ্যতে কেনার জন্য সেভ করে রাখতে পারে। আর এ সবকিছুর জন্যই ই-কমার্স ওয়েবসাইটে শপিং কার্টের ব্যবস্থা রাখা প্রয়োজন । শপিং কার্ট সফট্ওয়্যার দিয়ে খুব সহজেই আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে কাস্টোমারদের জন্য এ সকল ব্যবস্থা তৈরি করে দিতে পারেন।
ই-কমার্স শপিং কার্ট সফট্ওয়্যার
একটা শপিং কার্ট সফট্ওয়্যারের ডেভেলপমেন্ট করা বা করানো বেশ জটিল এবং সময় সাপেক্ষ, এমনকি ব্যয়বহুলও বটে। তবে, ই-কমার্স ওয়েবসাইট মালিকদের জন্য আনন্দের সংবাদ হচ্ছে বিশ্ব বিখ্যাত অনেক সফট্ওয়্যার কোম্পানী তাদের ডেভেলপমেন্ট করা দারুণ কিছু সফট্ওয়্যার ফ্রিতে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এমনই ৫টি সেরা শপিং কার্ট সফট্ওয়্যারের সন্ধান নিয়ে এলাম আপনাদের জন্য।
Magento Community Edition eCommerce Platform
Magento খুব দ্রুতই etailers সঙ্গে জনপ্রিয়তা অর্জন করেছে। কমিউনিটি এডিশন এর জন্য সম্পূর্ণ বিনামূল্যে এটির ডেমো দেখতে পারেন। চমৎকার ডিজাইন ও প্রোফেশনাল লুকের কারণে খুব দ্রুতই এটি সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
সাইটম্যাপ, মাল্টি-কারেন্সি সাপোর্ট, মাল্টি-ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, অনুসন্ধান এবং উন্নত অনুসন্ধানের কার্যকারিতা, সাজানোর অপশন, ক্যাটাগরিস এবং সাবক্যাটাগরিসসহ আরও অনেক বৈশিষ্ট্য নিয়ে এই সফটওয়্যারটি তৈরি। এটির ম্যানুয়াল ইন্সটল এর জন্য FTP, MYSQL এবং web servers এর কাজের উপর ধারণা থাকা লাগবে। এর পেমেন্ট পদ্ধতি হিসাবে গুগল চেকআউট (গুগল ওয়ালেট), পেপ্যাল, মানিবুকারস, ক্রেডিট কার্ড, চেক / মানি অর্ডার, ব্যাঙ্ক ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারি, অথরিটি.নেট এবং আরও অনেক কিছু রয়েছে।
PrestaShop Ecommerce Solution
আপনি যদি একটি সুন্দর, আধুনিক এবং প্রোফেশনাল ও বিনামূল্যের ই-কমার্স সফটওয়্যার খুঁজেন তাহলে এর ডেমো ভার্সনটি আপনার জন্য। নিউজলেটার, গুগল ম্যাপস ইন্টিগ্রেশন, সাইটম্যাপ, স্বয়ংক্রিয় ইমেজ রিসাইজ, বহু ভাষা সমর্থন, মুদ্রণ সংস্করণ, ক্যাটাগরিস এবং সাবক্যাটাগরিস, ট্যাক্স রেট, শিপিং রেট, কাস্টোমার রিভিউ, কাস্টোমার মন্তব্য ইত্যাদি বৈশিষ্ট্যসম্পন্ন সফটওয়্যার এটি।
খুব ভাল প্রোডাক্ট সার্চের কার্যকারিতা সম্পন্ন এবং কি-ওয়ার্ড টাইপস বৈশিষ্ট্য প্রদান করে ভুল বানানগুলি সংশোধন করতে সাহায্য করে এমন ফিচারও এই সফটওয়্যার এর অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপঃ আপনি “Buket” নামের কিছু লিখে সার্চ দিলেন, সঠিক বানান হিসাবে এটি স্বয়ংক্রিয়ভাবে “Bucket” এ চলে যাবে।
এই সফটওয়্যারটি ইন্সটল করা খুব একটা কঠিন হবে না যদি আপনার FTP, MYSQL এবং web servers এর কাজ সম্পর্কে সাধারণ ধারণা থাকে। পেমেন্ট পদ্ধতি হিসাবে অ্যালিড ওয়ালেট, Authorize.net, ব্যাঙ্ক ওয়্যার, ক্যাশ-টিকিট, চেক, ডিআইবিএস, গুগল চেকআউট (গুগল ওয়ালেট), হিপে, মানিবুকারস, ওগোন, পেপ্যাল ইত্যাদি রয়েছে।
OpenCart Open Source Shopping Cart Solution
এটি ভালো এবং জনপ্রিয় একটি ওপেন সোর্স শপিং কার্ট সফটওয়্যার। মাল্টি-স্টোর সাপোর্ট, ক্যাটাগরিস এবং সাবক্যাটাগরিস, সাজানোর অপশন, মাল্টি-ল্যাঙ্গুয়েজ সমর্থন, বহু মুদ্রা সমর্থন, পণ্য পর্যালোচনা, স্বয়ংক্রিয়ভাবে প্রোডাক্ট ইমেজের আকার পরিবর্তন, করের হার, শিপিং হার, ক্রস-বিক্রয়, কুপন, গুগল শপিং ফিড, গুগল অ্যাটাচমেন্ট, গুগল আলাপ, কাস্টম মেটা ট্যাগ ইত্যাদি বৈশিষ্ট্যসম্পন্ন সফটওয়্যার হলো OpenCart।
ভালো ডিজাইন এবং প্রোপার সার্চ ইঞ্জিন ফাংশন সফটওয়্যারটিকে করেছে আরও প্রোফেশনাল। 2চেকআউট, লিকপে, ওয়ার্ল্ডপে, Authorize.net, মানিবুকারস, চেক / মানি অর্ডার, পেপ্যাল, পেপয়েন্ট, ইওয়ে, সেজপে, পেমেট, এলার্টপে, ব্যাংক ট্রান্সফারসহ আরও অনেক পেমেন্ট পদ্ধতি রয়েছে এতে।
Zen Cart Ecommerce
২০০৩ সাল থেকে অন্যতম জনপ্রিয় একটি ই-কমার্স হলো জেন কার্ট। যদিওবা এটির অফিসিয়াল সাইটে কোন লাইভ ডেমো নেই তবে জেনের কার্ট প্রদর্শনী ডিরেক্টরীতে কিছু লাইভ স্টোর দেখা যাবে। কুপন, ডিসকাউন্ট, গিফট সার্টিফিকেট, ন্যূনতম বা সর্বোচ্চ অর্ডার সীমা, কাস্টমাইজযোগ্য স্টোর লেআউট, গ্রাহক অ্যাক্সেস নিয়ন্ত্রণ, অনুসন্ধান এবং উন্নত অনুসন্ধান, কার্যকারিতা, মেটা ট্যাগ, সাজানোর অপশন, নিউজলেটার ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে এতে।
Zen Cart Ecommerce এর জন্য কোন মোবাইল সংস্করণ নেই। জেন কার্ট টিম তাদের ফোরামে পোস্ট করেছে যে তারা 1.6 সংস্করণে কাজ করছে যা শপিং কার্টটিকে আরও আধুনিক টেমপ্লেট দেবে। আপনার যদি FTP, MYSQL এবং web servers এর কাজ সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে সহজেই আপনি এটি ইন্সটল করতে পারবেন। পেমেন্ট পদ্ধতি হিসাবে Authorize.net, ক্যাশ অন ডেলিভারি, ফ্রী অর্ডার, ফার্স্টডাটা / লিঙ্কপয়েন্ট, চেক / মানি অর্ডার, পেপ্যাল ইত্যাদি রয়েছে।
CubeCart Lite eCommerce Software
CubeCart এর বর্তমানে দুটি সংস্করণ রয়েছে। বিনামূল্যে সংস্করণ “CubeCart Lite” নিয়ে এখানে আলোচনা করা হবে। ক্যাটাগরিস এবং সাবক্যাটাগরিস, ম্যাকাফি সিকিউরড নিরীক্ষিত, টেমপ্লেট ড্রাইভেন থিম, লোগো ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় ইমেজ আকার পরিবর্তন এবং ছবির ফ্রেম তৈরির সুবিধা রয়েছে এতে। সেই সাথে আরো রয়েছে ইমেজ জুম, কাস্টমাইজেবল এসইও, মেটা ট্যাগ, মাল্টি-ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, মাল্টি-কারেন্সি সাপোর্ট, পণ্য পর্যালোচনা,অর্ডার ম্যানেজমেন্ট, হিসাবরক্ষণ সমর্থন, অফলাইন মোড, reCAPTCHA এবং আরও অনেক বৈশিষ্ট্য।
তবে CubeCart এর লাইট সংস্করণটি মোবাইল অপ্টিমাইজড্ না। এমনকি, এতে ব্যবহৃত অ্যাডঅনগুলি খুঁজে পাওয়া অনেক কঠিন। FTP, MYSQL এবং web servers সম্পর্কে ধারণা থাকলে সহজেই এটি ইন্সটল করা যাবে। 2 চেকআউট, কার্ড সেভ, কার্ড স্ট্রিম, কার্ড ক্যাপচার, চ্যারিটি ক্লিয়ার, ক্রেনো পে, ফার্স্টডাটা, এইচএসবিসি এপিআই, মানিবুকারস, অনলাইন নাইয়ার, পেজাংশন, পেঅফলাইন, পেপ্যাল, পেপয়েন্ট ইত্যাদি এর পেমেন্ট সিস্টেম হিসাবে ব্যবহৃত হয়।
পৃথিবী জুড়ে যাবতীয় সব পণ্যের প্রায় ৯০ ভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। আমাদের দেশেও ইতিমধ্যে প্রচু ই-কমার্স ওয়েবসাইট তৈরি হয়েছে। আপনিও যদি অনলাইনে প্রোডাক্ট সেলের জন্য ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার প্ল্যান করে থাকেন কিংবা যদি ইতিমধ্যেই তৈরি করে থাকেন কিন্তু শপিং কার্টের ব্যবস্থা করতে না পারেন, তবে আজই এখানকার যে কোন শপিং কার্ট সফট্ওয়্যার ডাউনলোড করে নিন।
Leave a Reply