৩. ইউটিউবে ভিডিও পোস্ট করে আয়
আমরা সবাই ইউটিউবের সাথে ভালোভাবেই পরিচিত যার জন্যে অনেকেই শখের বশে ভিডিও তৈরি করে থাকেন। আপনি জীবনের প্রায় প্রতিটি বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও খুঁজে পাবেন যা আপনার মতোই কেউ না কেউ তৈরি করছে।
যারা শখের বশে ইউটিউবের জন্যে ভিডিও তৈরি শুরু করেছেন, তারা আজ এই শখ থেকেই টাকা আয় করছেন। অবাক হওয়ার কিছু নেই যে আপনার গানের, নাচের বা রান্নার ভিডিও পোস্ট করে সহজেই ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন। ইউটিউবে আপনার ভিডিও ভিউয়ের সংখ্যা যত বেশি হবে আপনি তত বেশি টাকা উপার্জন করবেন।
Mazedur Rahman says
আমি অনলাইন জব করবো।
Md nur Islam says
আমি মো: নূর ইসলাম, আমিও কাজ করবো। কিন্তু, এখানে এমন কেউ কি আছেন যিনি কাজ করেন এবং আমাকে কাজ শেখাবেন?