রেস্টুরেন্ট, হোটেল কিংবা বারের ক্ষেত্রে সফলতার জন্যে অনলাইন উপস্থিতি প্রয়োজন। আর অনলাইন অ্যাক্টিভিটির জন্যে প্রয়োজন ওয়েবসাইট। ব্রিলিয়ান্ট ব্রেকফাস্ট, লাক্সারিয়াস লাঞ্চ কিংবা ডিলাইটেড ডিনারের অর্ডার দেয়ার আগে ফুড লাভাররা সাধারণত ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে চায়। কাজেই, আপনি যদি ফুড ব্যবসায় সফল হতে চান, তবে আপনাকে সুন্দর একটি ওয়েবসাইট নিয়ে অনলাইনে হাজির হতে হবে।
আজকাল ওয়েবসাইটের সিএমএস বলতেই ওয়ার্ডপ্রেস বুঝায় আর ওয়ার্ডপ্রেসে রয়েছে নানা রকম থিম। কিছু ফ্রি আর কিছু প্রিমিয়াম। আমি আজ আপনাদের জন্যে ৫টি ফ্রি থিম নিয়ে হাজির হয়েছি যেগুলোর যে কোনটি দিয়ে আপনি একটি ওয়ান্ডারফুল ওয়েবসাইট তৈরি করতে পারবেন যে কোনও হোটেল, রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুড বিজনেসের জন্যে।
যদিও কিছু ওয়ার্ডপ্রেস বিজনেস থিম আছে, তবু এখানকার থিমগুলো মূলত ফুড বিজনেসের জন্যে। তবে, ফুড ব্যবসার জন্যে এমন কিছু থিম দরকার যেগুলো প্রপেশনাল এবং ফাংশনাল, একই সাথে অনলাইন অর্ডার নেয়ার মতো ক্যাপেবল। আর তেমনই কিছু থিম দেখুন নিচের তালিকায়।
হোটেল ও রেস্টুরেন্ট ওয়ার্ডপ্রেস থিম
আপনি কোন সাধারণ আর ছোট ক্যাফেটোরিয়া কিংবা বড় কোন রেস্টুরেন্ট কিংবা কোন আবাসিক হোটেলের মালিক হোন না কেন, আপনাকে অবশ্যই একটি ব্র্যান্ড ভ্যালু দাঁড় করাতে হবে। আর সেটার জন্যে আপনার প্রয়োজন একটি ফ্যান্টাস্টিক ওয়েবসাইট যা আপনাকে করে দিতে পারে এই ফ্রি থিমগুলো। একই সাথে ব্র্যান্ড তৈরির জন্যে ব্রুশিয়ারও প্রয়োজন আপনার। তাই, আপনার ফাস্টফুড, হোটেল কিংবা রেস্টুরেন্টের জন্য এই ১০টি ফ্রি ব্রুসিয়ার ডিজাইন টেমপ্লেট চেক করে দেখতে পারেন।
Food Restaurant WordPress Theme
যে কোনও ধরণের ফুড বিজনেসের জন্যে Food Restaurant একটি উপযুক্ত ওয়ার্ডপ্রেস থিম। এমনকি, ফুড ব্লগের জন্যে যে কেউ এই থিমটি ব্যবহার করতে পারেন। ফুড রিলেটেড ওয়েবসাইটের জন্যে প্রায় সব ধরণের ফিচারই যুক্ত রয়েছে এই থিমটিতে।
এই থিমের কোন টপ বার কিংবা হেডার নেই। তবে, একটি অসাধারণ স্লাইডার রয়েছে যাতে মেইন নেভিগেশন মেন্যু যুক্ত রয়েছে। আর এই নেভিগেশনেই আপনি আপনার সাইটের ক্যাটেগরি যুক্ত করতে পারবেন এবং সেগুলো কালার ও টেক্সট্ এর ভেরিয়েশন দিয়ে কাস্টোমাইজ করতে পারবেন।
Bar Restaurant WordPress Theme
ফ্রিতে যদি কোনও প্রিমিয়াম কোয়ালিটির বার কিংবা রেস্টুরেন্ট থিম পেতে চান, তবে এই থিমটির কথা ভাবতে পারেন। এই থিমের সাথে ইন্টিগ্রেট করা মডার্ন ডিজাইন ইলিমেন্ট ও লেটেস্ট ফিচারের সমন্বয়ে আপনি যে কোন ধরণের ফুড রিলেটেড ব্যবসায়ীক ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
টেক্সট্, কাস্টোম লোগো ও নেভিগেশন মেন্যুসহ আপনি ফুল উইডথ্ ইমেজ ব্যবহার করে আপনার ওয়েবসাইটটিকে সুন্দর একটি লুকিং দিতে পারবেন। ওয়েবসাইটের প্রতিটি পেজকেই আলাদাভাবে উপস্থাপনের জন্যে রয়েছে ভিন্ন ভিন্ন লে-আউট ও টেমপ্লেট। আর সেগুলো আপনি সেট করতে পারবেন বিল্ট-ইন ড্রপ এন্ড ড্র্যাগ অপশন ব্যবহার করে।
VW Restaurant
VW Restaurant একটি বিউটিফুল ওয়ার্ডপ্রেস থিম যা দিয়ে যে কোন ব্রিলিয়ান্ট ওয়েবসাইট তৈরি করা যাবে। স্টাইলিস্ট ডিজাইন ও মাল্টি-ফাংশনালিটি সম্পন্ন এই থিমটি দিয়ে তৈরি করা যাবে যে আধুনিক ফুড শপ ওয়েবসাইট। কোন সমস্যা ফেস করা ছাড়াই এই থিমের ইজি-টু-ইউজ ফিচার ব্যবহার করে অনায়াসেই একটি ডায়নামিকে লুকের ওয়েবসাইট তৈরি করা যাবে।
VW Restaurant আপনাকে দিচ্ছে কন্টাক্ট ফর্ম ইন্টিগ্রেশন সুবিধা। দিচ্ছে হেডার ও ফুটার কাস্টোমাইজেশন অপশন। আরো আছে সাইড বারকে সাজানোর নানা রকম ইলিমেন্ট।
Restaurant and Cafe WordPress Theme
নাম দেখেই বুঝতে পারছেন, এই থিমটিও রেস্টুরেন্ট, ক্যাফে, এক কথায় ফুড ওয়েবসাইটের জন্যে বিশেষভাবে তৈরি করা। এটি একটি ক্লিন বাট স্টাইলিশ থিম যা ইনস্টল করা থেকে ডেমো ডাউনলোড এবং ওয়েবসাইট বিল্ড আপ করা পর্যন্ত সবই সহজ।
Restaurant and Cafe WordPress Theme নানা রকমের ফিচার যোগ করেছে। এটিকে নিয়মিত আপডেট করা হচ্ছে এবং যোগ করা হচ্ছে নিত্য-নতুন ফিচার ও ইলিমেন্ট। আপনার ওয়েবসাইট যখন জনপ্রিয় হয়ে যাবে অর্থাৎ আপনার ফুড বিজনেস যখন সাকসেস হবে, তখন চাইলে আপনি এটির প্রিমিয়াম ভার্সণ ইউজ করতে পারবেন।
Restaurantz
মাল্টি-ফিচার সমৃদ্ধ একটি ভাল মানের থিম এটি যা দিয়ে শুধু রেস্টুরেন্টই নয়, যে কোনও ধরণের হোটেল কিংবা ক্যাফেটোরিয়ার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর থিমটির ফাংশনালিটি আপনাকে কাস্টোমাইজ করে নিজের মনের মতো ওয়েবসাইট তৈরিতে সাহায্য করবে।
Restaurantz থিমের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর হেডার সেকশন। এখানে আপনার কাস্টোম লোগো বসানোর জন্যে আলাদা স্পেস রাখা হয়েছে। একই সাথে, কাস্টোম নেভিগেশন মেন্যুর জন্যে রয়েছে আলাদা অপশন। আরো আছে একটি বিউটিফুল স্লাইডার স্পেস। এছাড়াও, আপনি আপনার রিসেন্ট পোস্ট, ইমেজ, ও লিংক অ্যাড করতে পারবেন এই স্লাইডারে।
আশা করি, উপরোক্ত ৫টি ফ্রি হোটেল ও রেস্টুরেন্ট থিম থেকে আপনি সবচেয়ে ভাল আর সুন্দরটি পছন্দ করে নিয়েছেন। এবার আপনার ওয়েবসাইট তৈরির পালা আর আমাদের দেখার পালা আপনি কেমন ওয়েবসাইট তৈরি করেন।
bangla subtitle says
রেস্টুরেন্টের জন্যে দারুণ কিছু থিমের সন্ধ্যান দেয়ায় লেখককে ধন্যবাদ। শুধু রেস্টুরেন্টই নয়, যে কোনও ফাস্টফুড শপের জন্যেও এই থিমগুলো দারুণ কাজে দেবে। কাজেই, যারা ফুড ব্যবসা করতে চান কিংবা করছেন আর সেই সাথে অনলাইন উপস্থিতিও যাদের অন্যতম প্রধান টার্গেট, তারা এই ফ্রি থিমগুলো দিয়ে দারুণ দারুণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন।