হাদিস আল্লাহর পক্ষ থেকে রাসূলের বাণী। রমযান সম্পর্কে রয়েছে অসংখ্য হাদিস। সেখান থেকে বাছাই করা ৩০টি সহিহ হাদিস নিয়ে অ্যান্ড্রয়েড ফোনের জন্যে ‘হাদিসের বাণী’ নামক অ্যাপ তৈরি করেছে YELLOW Lab, বাংলাদেশী অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান।
অ্যাপটির মাধ্যমে রমযানের সহিহ হাদিসগুলো জেনে নিন আর হাদিস মোতাবেক রমযান পালন করুন। এতে রমযানের হক আদায় হবে, বেশি বেশি আমল করতে পারবেন আর আল্লাহর কাছ থেকে এই রমযানে চেয়ে নিতে পারবেন যা কিছু আপনার প্রয়োজন।
রমযানের গুরুত্বপূর্ণ হাদিস
রমযান সম্পর্কে বাজারে বেশ কিছু হাদিসের বই পাওয়া যায়। কিন্তু আমাদেরকে যেহেতু নানা কাজে বাইরে যেতে হয়, ব্যবসা-বাণিজ্য ও অফিস পরিচালনা করতে হয়, সেহেতু হাদিসের বই ক্যারি করা সব সময় সম্ভব হয় না।
তবে, মোবাইলে যদি এই অ্যাপটি ইনস্টল করা থাকে, তবে সহজেই রমযানের গুরুত্বপূর্ণ হাদিসগুলো জানা হয়ে যাবে। তাই এখনই নিচের লিংকে ক্লিক করে রমযানের হাদিস সম্পর্কিত এই অ্যাপটি ইনস্টল করে নিন।
হাদিস শুধু আপনার নিজেকে জানলেই চলবে না, অন্যদেরকেও জানাতে হবে। তাই, লেখাটি শেয়ার করে অন্যদেরকে রমযানের গুরুত্বপূর্ণ হাদিসগুলো জানার সুযোগ করে দিন।
Leave a Reply