আমাদের মন খারাপের মুহুর্তে যখন পাশে কেউ থাকে না, তখন মন ভাল করার উত্তম একটা মাধ্যম হতে পারে ভাল কোন ভিডিও দেখা। এমনিতেও আমরা বোরিংনেস কাটাতে ফ্রিতে মুভি দেখার অ্যাপস্ দিয়ে কিংবা ডাউনলোড করে নানা রকম মুভি দেখে থাকি। কয়েক যুগ আগে মুভি দেখার একমাত্র মাধ্যম ছিল থিয়েটার কিংবা সিনেমা হল। সময়ের সাথে সাথে সেই মুভি দেখার মাধ্যম টিভি পেরিয়ে এখন মোবাইল ফোনে স্থান পেয়েছে। সেই সাথে ইন্টারনেট জুড়ে রয়েছে মোবাইলের জন্য ভিডিও প্লেয়ার এর এক বিশাল সম্ভার।
এ-সব ভিডিও প্লেয়ার দিয়ে আমরা মোবাইলের খুব সহজে ভিডিও দেখে নিজের মনকে রাখতে পারি সতেজ আর চাঙ্গা। তবে আপনার ফোনটিকে মিনি থিয়েটারে পরিণত করতে সাহায্য করবে ভাল মানের ভিডিও প্লেয়ারটি। আপনি ভিডিও দেখার জন্য অনেক প্লেয়ার পাবেন, তার মধ্য থেকে ভাল কিছু ভিডিও প্লেয়ারের সাথে পরিচয় করিয়ে দিতে আমাদের আজকের এই ছোট্ট আয়োজন।
মোবাইলের জন্য ভিডিও প্লেয়ার
আপনার প্রয়োজন এবং পছন্দ মত প্লেয়ারটি ডাউনলোড করে নিন। ডাউনলোডের জন্য প্রত্যেকটি প্লেয়ারের নিচে দেয়া নীল বাটনে ক্লিক করে সোর্স পেজে যান। এরপর ওখান থেকে ডাউনলোড করে অবসর সময় উপভোগ করুন ভিডিও দেখে।
আরো পড়ুন:
Mx Player
Mx প্লেয়ারের সাথে কমবেশি আমরা সবাই পরিচিত। অসাধারণ একটি ভিডিও প্লেয়ার Mx Player । মোবাইলের জন্য ভিডিও প্লেয়ার এর মধ্যে সবচেয়ে বেশি উপযোগী একটা প্লেয়ার। এটাতে পাবেন ভিডিও এবং অডিও দুটি প্লে করার সুবিধা। জুম কোয়ালিটি অতি উত্তম। আপনি প্রয়োজন মত সাউন্ড এবং ব্রাইটনেস এডজাস্ট করে নিতে পারবেন খুব সহজে, শুধুমাত্র স্ক্রিনে টাচের মাধমে।
আরো পড়ুন:
এটার সাথে পাবেন DST প্লেয়িং এর সুবিধা। অডিও কে বুস্ট করার ক্ষেত্রে MX দেবে আপনাকে একটা বেশি দক্ষ প্লেয়ারের অনুভুতি। প্লেয়ারটির পারচেস ভার্সন আছে। সাথে রয়েছে ফ্রি ভার্সন ও। ফ্রি ভার্সনের সুবিধা নিয়েই আপনি মুগ্ধ হবেন, পেইড ভার্সনের প্রয়োজন নেই।
BS Player
BS প্লেয়ার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্লেয়ার। আপনি যদি অন্য প্লেয়ারে পরিপুর্ণ আনন্দ না পেয়ে থাকেন তবে এই প্লেয়ারটি আপনার জন্য।
যে কোন ধরনের ভিডিও সাপোর্টের ক্ষেত্রে এটাই বেস্ট। মাল্টিপল অডিও সিস্টেম ভিডিওটির বিশেষ এক ক্ষমতা। সাবটাইটেল সাপোর্ট এর অনন্য গুন নিয়ে প্লেয়ারটি জনপ্রিয়তার তুঙ্গে। ৫০০% ভলিউম কোয়ালিটি মনে হয় না পাবেন BS ছাড়া অন্য কোথাও। যে কোন ফাইল থেকে ভিডিও প্লে করতে সক্ষম এই পাওয়ারফুল প্লেয়ার। বিজ্ঞাপনের বিরক্ত হবার কোন সুযোগই দিবে না আপনাকে। সাথে রয়েছে OTG ক্যাবল সাপোর্ট।
VLC Media Player
একটি পরিস্কার মেজাজের ভিডিও প্লেয়ার হচ্ছে VLX। সব ধরনের ভিডিও আপনার ফোনে চালিয়ে দেবে নির্বিঘ্নে। ঝামেলাহীন ভাবে আপনাকে দেবে ভিডিও দেখার আনন্দ। মাল্টি ট্রাক অডিও সাপোর্টের ক্ষেত্রে সর্বাত্নক সহযোগীতা দিতে সদা প্রস্তুত এই প্লেয়ার।
আরো পড়ুন:
অডিওর সাথে মিউজিক লাইব্লেরী হয়তো আপনাকে আর কেউ দিতে চাইবে না। অনলাইন অফলাইন সমান তালে পেতে পারবেন ভিডিও দেখার সুযোগ। যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিতে পারেন প্লেয়ার টি। ভয় পাবেন না, এটার জন্য আপনাকে গুনতে হবে না একটা টাকাও।
QQ Player
অনেক বেশি ইফেক্টের জোরে প্লেয়ারটি সম্পুর্ণ আলাদা। QQ এর অসংখ্য ফিচারে মুগ্ধ হবেন। সাথে দিচ্ছে সাবটাইটেল দেখার সুযোগ। ইনস্টলের ক্ষেত্রে আপনার অনেক বাধ্যগত হবে প্লেয়ারটি। কখন যে আপনার ফোনে নিজেকে এডজাস্ট করে আপনাকে ভিডিও দেখিয়ে
সম্মোহিত করে দেবে, আপনি হয়তো টেরই পাবেন না। ভিডিও কে অডিওতে কনভার্ট করতে হেব্বি পারদর্শী এই প্লেয়ার। HD এবং 3D এর পাশাপাশি এনিমেশন প্লে করতে সক্ষম এটি।
আরো পড়ুন:
কি ভাবছেন? এত ফিচার, তাহলে দাম কত হবে? ভাববেন না, আপনার হাসিটাই অনেক দামি QQ এর কাছে। তাই আপনাকে খুশি করবে ফ্রিতেই।
Vplayer
সাপোর্টিং এর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্লেয়ার হচ্ছে এটা। Vplayer আপনাকে দিচ্ছে, AVI , MOV, WMV, MKV, LIV, AVI, MTP, 3Gp, 2GP, 2G3, ASF, MP4, M4V, TP, TS, M2T সাপোর্ট এর সুবিধা। মাল্টিপল অডিও ট্রেকিং এ সবার থেকে আলাদা এই প্লেয়ার। ভালোর চেয়ে আরো একটু ভাল ভিডিও দেখাবে আপনাকে এই প্লেয়ার। মনোমুগ্ধকর নতুন এবং হ্যান্ডসাম লুক আপনার চোখ জুড়িয়ে দেবে।
আরো পড়ুন:
এত সব সুবিধা প্রদানকারী প্লেয়ারটি পেতে আপনাকে একটু ও ভাবতে হবে না পকেট নিয়ে। কারণ , ফ্রিতেই আপনাকে সব সুবিধা দিতে সর্বদা প্রস্তুত এই প্লেয়ার।
Mobo Player
ছোট এবং সৌন্দর্যময় একটা প্লেয়ার এই Mobo। সব ফরমেটের ভিডিওকে নিজের প্রশস্ত মাঠে দৌড়াতে দেয় অনায়েসে। নতুন নতুন এবং সুবিধা মত প্লে লিস্ট বানানোর অপুর্ব সুযোগ দিবে এই প্লেয়ার।
আরো পড়ুন:
মোবাইলের জন্য ভিডিও প্লেয়ার জগতে এক উজ্জ্বল নক্ষত্র এই Mobo। স্বচ্ছ ও পরিস্কার ভিডিও প্রদানে অঙ্গীকারবন্ধ প্লেয়ারটি। এন্ড্রোয়েট ২.৩ ভার্সন থেকেই অনায়াসে চলবে Mobo প্লেয়ার । বরাবরের মত এটাও ফ্রি সুবিধা দিবে আপনাকে।
Feather
একটু ছোট হলেও অনেক কার্যকর একটি ভিডিও প্লেয়ার এটা। দেখতে ছোট, কিন্তু কাজ চমৎকার। এটা আপনি ব্যাবহার করতে পারবেন একদম ঝামেলা বিহীন। আপনার হাতের ফোনটি শুধু এন্ড্রোয়েড হলেই প্লেয়ারটির সম্পুর্ণ আনন্দ আপনি উপভোগ করতে পারবেন।
আরো পড়ুন:
তাছাড়া, আপনার ভিডিওগুলিকে সাজিয়ে রাখতে পারবেন আপনার ইচ্ছেমত,হেল্পফুল ভুমিকা রাখবে প্লে লিস্ট ক্রিয়েট সিস্টেম। এছাড়াও আরও অনেক সুবিধা প্রদানকারী এই ভিডিও প্লেয়ারটি আপনি পাবেন পুরোপুরি বিনামুল্যে।
Gplayer
মোবাইলের জন্য ভিডিও প্লেয়ারের মধ্যে অন্যতম এই প্লেয়ারটি। ভিডিওর সব কাজ আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন আপনার স্ক্রিনের সাহায্যে। পরিস্কার ভিডিও প্রদান প্লেয়ারটির অন্যতম বৈশিষ্ট্য।
আরো পড়ুন:
Gplayer এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গ্রুপ শেয়ারিং। আপনি আপনার বন্ধুদের মুড অনের দায়িত্ব নিতে পারবেন এই গ্রুপ শেয়ারিং এর মাধ্যমে।এত সব সুবিধা Gplayer আপনাকে দিচ্ছে সম্পুর্ণ ফ্রিতে।
আশা করি, মোবাইলের জন্য ভিডিও প্লেয়ার এর এই লিস্ট থেকে আপনি আপনার পছন্দের প্লেয়ারটি ইতিমধ্যেই ডাউনলোড করে ফেলেছেন। কেমন লাগছে সাউন্ড কোয়ালিটি, স্ক্রিন রেজুলুশন? নিশ্চয়ই ভাল, তাই না! তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটাকে সাধুবাদ জানাবেন না কেন? কিভাবে! কেন, আপনার প্রোপাইলে শেয়ার করে! এতে তো আপনার বন্ধুরাও উপকৃত হয়, নাকি আপনার হিংসে হচ্ছে! ভাল জিনিস বন্ধুদের দিতে ইচ্ছে করছে না!
Leave a Reply