গেম খেলতে সবাই পছন্দ যে করে এটা না বললেও চলে। শুধু যে ছেলেরাই গেমস খেলতে পছন্দ করে তা তো না। বর্তমান সময়ে মেয়েরাও সমানতালে বিভিন্ন গেম খেলে চলেছে। সেই কথা মাথায় রেখেই যেন মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন ধরণের ড্রেস আপ গেমস। যে গেমসগুলোতে বিনোদন এবং ক্রিয়েটিভিটি একসাথে প্রকাশ পায়।
মেয়েরা অ্যাকশন কিংবা ভায়োলেন্স টাইপের গেম খেলতে পছন্দ করে না। বরং, তাদের ভাল লাগে সিম্পল, ক্রিয়েটিভ ও আনন্দদায়ক গেম খেলতে। যেমন, মেয়েদের ভাল লাগে লাভ স্টোরি গেম যা তাদের অন্যরকম আনন্দ দিয়ে থাকে। মেয়েদের জন্যে এ রকমই আরো কিছু আনন্দময় খেলা হচ্ছে ড্রেস আপ গেম যা তাদের মনের চাওয়ার সঙ্গে মিল রেখেই তৈরি করা।
ড্রেস আপ গেমস্
মেয়েরা খেলতে পারে এরকম বিভিন্ন ধরণের গেমস রয়েছে। কিন্তু তার মধ্যে ড্রেস আপ গেমস বেশি জনপ্রিয়। কারণ হতে পারে যে মেয়েরা নিজেরাও সাজগোঁজ করতে পছন্দ করে। আবার সাজাতেও পছন্দ করে।
তাই, এবারে জেনে নেওয়া যাক মেয়েদের জন্যে সেরা কিছু ড্রেস আপ গেমস সম্পর্কে।
১. Covet Fashion
গুগল প্লে স্টোরের নাম্বার ওয়ান ফ্যাশন গেমস এটি। গেমসে আপনি বিভিন্ন মডেলের ড্রেস আপ করতে পারবেন। আপনি চুল, মেকআপ এবং অবশ্যই তাদের পোশাক কাস্টমাইজ করতে পারবেন। এই গেমসটির একটি ইউনিক বিষয় রয়েছে, তাহলো আপনি রিয়েল-লাইফ ফ্যাশন ব্র্যান্ডের পোশাক এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহার করতে পারবেন।
এছাড়াও গেমসটিতে আপনি ভোটিং সিস্টেম পাবেন। সেরা ড্রেস আপের জন্য আপনি ভোট দিতে পারবেন। অর্থাৎ যার ড্রেস আপ আপনার পছন্দ হবে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। তাছাড়াও Covet Fashion মাল্টিমুড হওয়ায় আপনি বন্ধুদের সাথেও খেলতে পারবেন এই গেমসটি। আপনি যদি একা একা না খেলে সব সময় বন্ধুদের সঙ্গে খেলতে পছন্দ করেন, তবে এই ১০টি ফ্রি মাল্টিপ্লেয়ার মুড গেমের তালিকাটা দেখে নিতে পারেন।
২. Stardoll Stylista
এই ড্রেস আপ গেমসটি অন্যান্য ড্রেস আপ গেমসগুলোর মতোই। এখানে আপনি গেমসের ক্যারেক্টারগুলোকে বিভিন্ন ধরণের পোশাক পরাতে পারবেন এবং হেয়ার স্টাইল করতে পারবেন। এছাড়া আপনি তাদের মেকআপও করাতে পারবেন।
গেমসে হেয়ার এবং মেকআপ লুকের জন্য একটি স্পেশাল রানওয়ে রয়েছে। গেমসের মাধ্যমে আপনি বিভিন্ন ফ্যাশান শোতে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার প্রতিভা প্রদর্শন করে খ্যাতি এবং সুনাম অর্জন করতে পারবেন।
৩. Star Girl
এটি একটি সিমুলেশন গেমস যার মধ্যে আপনি অ্যাভাটার তৈরি করতে পারবেন এবং এই গেমের মূল কাজ হলো কিছু একটা করা। অর্থাৎ আপনার তৈরিকৃত অ্যাভাটারটিকে দিয়ে আপনি হয় মডেলিং করাবেন কিংবা গান গাওয়াবেন কিংবা অভিনয় করাবেন।
আবার ইচ্ছা করলে তিনটাই করতে পারেন। এছাড়াও বিভিন্ন পোশাক কিনতে হবে এবং ডেট করতে হবে অন্য মডেলদের সাথে। এছাড়াও আরও দারুন কিছু ফিচারের ফলে গেমটি আপনার খেলতে ভালোই লাগবে।
৪. Fashion Story
এটি শুধু যে একটি ড্রেস আপ গেমস তাই নয়, এই গেমসটি আপনাকে ফ্যাশন শিল্পের অন্য দিকে নিয়ে যাবে। কারণ আপনি যখন গেমসটি খেলবেন, তখন আপনি আপনার নিজস্ব খুচরা দোকানের মালিক। আপনি পোশাক এবং আনুষাঙ্গিক কিনতে পারবেন, আপনার দোকান সাজিয়ে নিতে পারবেন এবং পণ্য বিক্রি করতে পারবেন।
হাল ফ্যাশানের বিভিন্ন কাপড় এবং উদ্ভাবনী স্টাইলিশের বিভিন্ন আনুষঙ্গিক আনলক করতে পারবেন। তাছাড়াও ফ্যাশন বুটিক দারুন ডিজাইন এবং মনের মতো সাজিয়ে নিতে পারবেন গেমসটিতে।
আপনি যদি ড্রেস আপ গেমস খেলতে পছন্দ করে থাকেন, তাহলে একবার ডাউনলোড করে খেলে দেখতেই পারেন। কারণ এই গেমসগুলো চাকচিক্যতা আপনাকে মুগ্ধ করবে। তো আর দেরি না করে আজই শুরু করে দিন ড্রেস আপ গেমস খেলা।
Leave a Reply