রিওয়ার্ড, পুরস্কার বা বিনামূল্যে যে কোনও উপহার পেতে যে কারোই ভাল লাগে। হোক সেটা ছোট রিওয়ার্ড, কিন্তু পাওয়ার আনন্দটা অবশ্যই বড়। এটা হচ্ছে এমন কিছু যা স্পেশাল, এমনকি কোনকিছু না পাওয়ার থেকে ভাল। মাইক্রোসফট্ রিওয়ার্ড পয়েন্ট পাওয়া তো আরো বেশি ভাল। কারণ, এটি দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন।
তবে, ফ্রিতে কোনকিছু পাওয়া কিন্তু একদম সহজ নয়। এর জন্যে কিছু না কিছু কাজ করতে হয়। কিন্তু মাইক্রোসফট্-এ এমন অনেক রিয়ার্ডই রয়েছে যা আপনি ফ্রিতেই পেতে পারেন। আর বিং ব্রাউজিং অর্থাৎ বিং ব্রাউজারে সার্চের মাধ্যমে কিংবা এক্স বক্স ইউজ করে আপনি রিওয়ার্ড পয়েন্টের পরিমাণ অনেক বাড়িয়ে নিতে পারবেন।
মাইক্রোসফট্ রিওয়ার্ড কি?
মাইক্রোসফট্ রিওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট্ ইনকর্পোরেশনের একটি লয়ালটি প্রোগ্রাম যাতে পয়েন্ট অর্জণ করা যায়। আর সেই পয়েন্ট দিয়ে মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিস কেনা যায়। মাইক্রোসফট্ রিওয়ার্ডের এই প্রোগ্রামটি ফ্রি এবং যে কেউ জয়েন করতে পারবে।
আর জয়েন করে সাধারণ কিছু কাজ করার মাধ্যমে (যে কাজগুলো আমরা অনলাইনে এমনিই করে থাকি) রিওয়ার্ড পয়েন্ট অর্জণ করা যাবে।
মাইক্রোসফট্ রিওয়ার্ড পয়েন্ট দিয়ে কি কি করা যায়?
মাইক্রোসফট্ রিওয়ার্ড থেকে অর্জিত পয়েন্টকে ডলার, গিফট্ কার্ডসহ যে কোনও কিছুতে রূপান্তর করা যায় আর সেটি দিয়ে অ্যাপস্ কেনা, সফট্ওয়্যার কেনা কিংবা মুভি দেখা যায়। মাইক্রোসফট্ কোম্পানীর যে কোনও সার্ভিসের জন্যে সাবস্ক্রাইব করা যায়। এমনকি, মাইক্রোসফট্ রিওয়ার্ড দিয়ে চ্যারিটি ডোনেশনও দেয়া যায়।
যেভাবে মাইক্রোসফট্ রিওয়ার্ড প্র্রোগ্রামে জয়েন করবেন
মাইক্রোসফট্ রিওয়ার্ড প্র্রোগ্রামে জয়েন করার জন্যে আপনার একটি মাইক্রসফট্ অ্যাকাউন্ট লাগবে। যদি না থাকে, তবে জেনে নিন কিভাবে একটি মাইক্রোসফট্ অ্যাকাউন্ট খুলবেন।
অ্যাকাউন্ট থাকলে বা নতুন করে অ্যাকাউন্ট খোলার পর আপনার কাজ রিওয়ার্ড প্রোগ্রামে জয়েন করা। জয়েন করার জন্যে নিচের নীল বাটনে ক্লিক করে মাইক্রোসফট্ রিওয়ার্ড পেজে যান।
জয়েন করা হয়ে গেলে মাইক্রোসফট্ আপনাকে কিছু কুইজ, পোলস্ বা সাধারণ কিছু কাজ দেবে যেগুলোর মাধ্যমে আপনার পয়েন্ট অর্জণ শুরু হয়ে যাবে। প্রতিটি টাস্কের জন্যে আপনি কত পয়েন্ট পাবেন, সেটা নিজেই দেখতে পাবেন। যাইহোক, বিভিন্ন টাস্ক কমপ্লিট করে পয়েন্ট বাড়াতে থাকুন।
Chan Suhan says
মাইক্রোসফট্ রিওয়ার্ড প্রোগ্রাম সম্পর্কে সম্যক ধারণা পেলাম। এই রিওয়ার্ড প্রোগ্রামে জয়েন করার উপায়সহ যাবতীয় সবকিছুই সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্যে লেখককে ধন্যবাদ।
কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় says
মাইক্রোসফট্ রিওয়ার্ড বাংলাদেশে সাপোর্ট করে না।
Mohammad Shalah Uddin says
Did you publish this post here knowing the Microsoft rewards program is not available in Bangladesh? If your answer is yes, it’s very sorrowful because like me people will be frustrated.