স্মার্টফোনের নিত্যপ্রয়োজনীয় সব সুবিধার যুগে অনেক মানুষই আছেন যারা কয়েল কিংবা স্প্রে ব্যবহার না করে মশা তাড়ানোর অ্যাপ ব্যবহার করছেন। কিছু অ্যাপ আছে যেগুলো হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড সৃষ্টি করে মশার বারোটা বাজিয়ে ছাড়ে। তবে, মানুষ সেই সাউন্ড শুনতে পায় না। যারফলে, তাদের কোন ভয় নেই। এই সাউন্ড কেবল মশার জন্যেই যমের মতো কাজ করে। এমনই দাবী অ্যাপগুলোর নির্মাতা প্রতিষ্ঠানের।
মশার কামড় খাওয়ার বিরক্তিকর অবস্থা সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। কারণ, কখনো না কখনো আপনি অবশ্যই মশার কামড় খেয়েছেন এবং বুঝেছেন এর বাজে ব্যাপারটি। আর যাদেরকে কখনো এক রাত বাসার বাইরে থাকতে হয়েছে, যেখানে মশারির ব্যবস্থা ছিল না, তারা তো এক বাক্যে স্বীকার করবেন যে জগতে এর চেয়ে ঝামেলায় পড়ার মতো আর কোন ব্যাপার নেই।
বিষয়টা শুধু ঝামেলার মধ্যেই সীমাবদ্ধ নেই, মশার কামড় থেকে ১০টি মারাত্মক রোগ হয়। আর এ রোগগুলোর কোন কোনটি মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই, মশার কামড় খাওয়া থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। যদিও, কয়েল বা স্প্রে ব্যবহার করা ছাড়া ভাল কোনও ব্যবস্থা নেই।
তবে, আপনার হাতে যদি থাকে একটি অ্যান্ড্রয়েড কিংবা অ্যাপল ফোন আর তাতে যদি থাকে একটি অ্যান্টি-মসকিটো অ্যাপ, তবে এ রকম ঝামেলায় আর পড়তে হবে না। ঘরে কিংবা ঘরের বাইরে যেখানেই থাকুন না কেন, মশা আপনাকে মশাই মেনে নেবে। চলুন তাহলে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ সম্পর্কে জানি যেগুলো আপনার কাছ থেকে মশা তাড়াতে সাহায্য করবে।
মশা তাড়ানোর অ্যাপ
মশা তাড়ানোর জন্যে বাজারে কয়েল এবং স্প্রেসহ অনেক ধরণের জিনিস পাওয়া যায়। কিন্তু এ সমস্ত জিনিসের প্রায় প্রতিটিরই সাইড ইফেক্ট রয়েছে যা স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর। তাই, ওই সব জিনিস ব্যবহার থেকে বিরত থাকুন আর আপনার হাতের ফোনে মাত্র একটি অ্যাপ চালু করে মশার হাত থেকে নিরাপদ থাকুন।
১. Anti Mosquito sounds Prank
সাউন্ড দিয়ে মশা তাড়ানোর যতগুলো অ্যাপ আছে, তার মাঝে Anti Mosquito sounds Prank অ্যাপটিকেই এখন পর্যন্ত সেরা হিসেবে বিবেচনা করা হয়। ২০১৯ সালেও ইউজার এবং রেটিং এর দিক থেকে এটি এখন পর্যন্ত অন্যান্য অ্যাপের থেকে এগিয়ে আছে।
Anti Mosquito sounds Prank মূলত এক ধরণের সাউন্ড সিমুলেট করে যা স্ত্রী মশারা সহ্য করতে পারে না। ফলে, যে স্থানে এই সাউন্ড পাওয়া যায়, সেখান থেকে স্ত্রী মশারা পলায়ন করে। আর তাদের দেখাদেখি পুরুষ মশারাও ঐ স্থান থেকে দূরে সরে যায়। আর এভাবেই এই অ্যাপটি ইউজারদের মশা থেকে রক্ষা করে।
Anti Mosquito sounds Prank অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ধরণের অপারেটিং সিস্টেমের জন্যে পাওয়া যায়। তবে, বলে রাখা ভাল যে, অন্যান্য অ্যাপের মতো এই অ্যাপের ডেভেলপার প্রতিষ্ঠান, Dazz App হার্ন্ডেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছে না যে তাদের এই অ্যাপটিকে আপনাকে মশার কামড় থেকে রক্ষা করবে। তারা যেটা নিশ্চয়তা দিচ্ছে সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সী সাউন্ডের মাধ্যমে অ্যাপটি আপনার আশ-পাশ থেকে মশা তাড়াতে সাহায্য করবে।
২. Mosquito Sound
এটিও মশা তাড়ানোর অ্যাপ হিসেবে অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ। লাখ লাখ ইউজার আর হাই রেটিংস্ এই অ্যাপটিকেও ২০১৯ সালের অন্যতম সেরা অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করেছ। অ্যাপটি হাই প্রিকোয়েন্সির আল্ট্রা সনিক সাউন্ড তৈরি করে যা মশাদের আশে-পাশের এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য করে।
অনেকেরই জানা আছে যে মশারা হাই প্রিকোয়েন্সির সাউন্ড, বিশেষ করে ২০ কিলোহার্টস্ এর সাউন্ড সহ্য করতে পারে না। এই অ্যাপটিতে ২০ কিলোহার্টস্ থেকেও বেশি সাউন্ড ইন্টিগ্রেড করা হয়েছে। যেখানে আপনি ৯ কিলোহার্টস্ থেকে ২২ কিলোহার্টস্ পর্যন্ত যে কোন লেভেলের সাউন্ড সেট করতে পারবেন আর মুক্ত থাকতে পারবেন মশা থেকে।
৩. Anti Mosquito Repellent Sound Simulator
অন্যান্য অ্যাপের মতো এটিও সাউন্ড সিমুলেট করে এবং মশা তাড়াতে সাহায্য করে। আল্ট্রা সনিক উচ্চ মাত্রার শব্দ তৈরির মাধ্যমে এই অ্যাপ আশ-পাশ থেকে মশা তাড়িয়ে দেয়। উচ্চ মাত্রার শব্দ সহ্য করতে না পেরে মশারা নিজেরাই পালিয়ে যায়। বিশেষ করে, স্ত্রী মশারা Anti Mosquito Repellent এর সাউন্ড সহ্য করতে না পেরে স্থান ত্যাগ করে।
৪. Mosquito Killer
মশার কামড় খাওয়ার আগেই মশা মারুন- এমন বার্তাই দিচ্ছে প্লে স্টোরের জনপ্রিয় অ্যাপ Mosquito Killer। এটি অন্যান্য অ্যাপের মতো সাউন্ড সৃষ্টি করে মশা তাড়ায় না। বরং, হাত দিয়ে মশা মারতে আপনাকে সাহায্য করে। তবে, সেক্ষেত্রে আপনাকে বেপরোয়া হতে হবে এবং দ্রুত গতিতে আঙ্গুল চালাতে হবে।
৫. Anti Mosquito Simulator Joke
আইওএস ৬.০ ভার্সনের উপরে যে কোন আইফোন এবং আইপ্যাড টাচেই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন এবং মজা করে মশা তাড়াতে পারবেন। Anti Mosquito Simulator Joke হাই প্রিকোয়েন্সির শব্দ তৈরি করে এবং মশাসহ অন্যান্য পোকা মাকড়ও তাড়াতে সাহায্য করে।
অ্যান্টি-মসকিটো অ্যাপগুলো সম্পর্কে বিস্তারিত জানলেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মশা তাড়ানোর অ্যাপ বা অ্যান্টি-মসকিটো অ্যাপগুলো কি আসলেই কাজ করে? এই প্রশ্নের উত্তর আপনার নিজেকেই খুঁজে নিতে হবে। উপরের লিংকগুলো থেকে যে কোন একটি কিংবা একাধিক অ্যাপ ডাউনলোড করে আপনার মোবাইলে ব্যবহার করেই দেখুন না। নিজেই তো জানতে পারবেন এসব অ্যাপ দিয়ে মশা তাড়ানো যায় কি যায় না।
Leave a Reply