ভিডিও ফাইল ফরমেট কত প্রকার আর সেগুলো কি কি, সেটা জানুন আর না’ই জানুন, আপনি ঠিকই ভিডিও দেখছেন। হয়তো দেখতে পাচ্ছেন আপনি যে ভিডিওটিতে রয়েছেন সেটি কোন ফরমেটে প্লে হচ্ছে। অবশ্য, এটা দেখার খুব একটা প্রয়োজনও নেই।
কিন্তু যারা ভিডিও নিয়ে কাজ করেন, ইউটিউব কিংবা ফেসবুকের জন্যে ভিডিও বানান কিংবা ভিডিও এডিট করেন, তাদের সব ধরণের ভিডিও ফাইল সম্পর্কেই ধারণা থাকা দরকার।
এর আগে আমরা ডিজিটাল ছবির ফরমেট সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম যেখানে সেগুলোর প্রকারভেদসহ যাবতীয় সব তথ্যই ছিল। আজ জানবো ভিডিওর ফরমেট সম্পর্কে।
ভিডিও ফাইল ফরমেট সাধারণত ৯ প্রকার। এগুলো হল-
- MP4
- MOV
- WMV
- FLV
- WebM
- MKV
- DivX
এবার চলুন, এগুলোর প্রতিটির ফুল ফর্ম এবং সংক্ষিপ্ত পরিচিত জানা যাক-
- MP4: এটি মূলত MPEG-4 Part 14 যা একটি ডিজিটাল মাল্টিমিডিয়া কন্টেইনার ফরমেট।
- MOV: MOV হচ্ছে Movie MPEG-4 ভিডিও কন্টেইনার ফরমেট যা QuickTime File Format হিসেবেও পরিচিত।
- WMV: WMV এর পুরো মানে হচ্ছে Windows Media Video যা প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এর প্রোডাক্ট।
- FLV: FLV শর্ট ফর্মটি নেয়া হয়েছে Flash Video থেকে। আর এটি মূলত ওয়েবসাইটে প্লে করার জন্যে ফ্ল্যাশ প্লেয়ার ভিডিও ফরমেট।
- AVI: AVI – এর পুরো মানে Audio Video Interleave যা একই কন্টেইনারে অডিও এবং ভিডিও দু’টিই ধারণ করতে পারে। এটিও মাইক্রোসফট্ এর তৈরি ফাইল ফরমেট।
- WebM: WebM মূলত ওয়েবের জন্যে তৈলি এইচটিএম-৫ ফাইল ফরমেট যা অডিও ভিজ্যুয়াল মিডিয়া ফাইল ফরমেট হিসেবে পরিচিত।
- MKV: MKV হচ্ছে Matroska Multimedia Container যা একটি ওপেন স্ট্যান্ডার্ড কন্টেইনার ভিডিও ফরমেট।
এছাড়া, আরো কিছু ভিডিও কোডেক ফরমেট রয়েছে। সেগুলো হল-
- DivX
- MPEG-2
- HEVC (H.265)
আশা করি, ভিডিও ফাইল ফরমেট সম্পর্কে এই সাধারণ ধারণাটি আপনার সামান্য হলেও কাজে লাগবে, বিশেষত আপনি যদি ভিডিও মেকিং এর সঙ্গে জড়িত থাকেন।
Leave a Reply