ভাষা শেখার অ্যাপ যেমন বাচ্চাদের জন্যে দারুণ কাজের, তেমনই বড়রাও এগুলো থেকে উপকৃত হতে পারেন।
শৈশবকাল একবার পেছনে ফেলে এসে বয়সের যে কোনো সময়ে মনে পড়ে যায় সে সময়ের কথা। বয়স হয়ে গেলে মানুষ সাধারণত শিশুকালের জন্য আক্ষেপ করে কিন্তু আপনি সেই সময়গুলোতে কোনোভাবেই ফিরে যেতে পারবেন না।
তাই, শিশুকালের সময়টা যতটুক কাজে লাগানো যায় ততই আপনার জন্য মঙ্গলজনক। যেহেতু, আপনি একবার শৈশবকাল পার করে এলে আর ফিরে যাওয়া সম্ভব না, তাই শৈশবকাল থেকেই নিজের দক্ষতা বাড়িয়ে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ।
আপনার শৈশবকাল একভাবে কাটিয়ে এসেছেন। আপনার সময়ে হয়তো এত সুযোগ সুবিধা ছিল না। ছিল না ইন্টারেটের দাপট। যার কারনে ইচ্ছা করলেও আপনি ইন্টারনেটের সুযোগ কাজে লাগাতে পারেননি। কিংবা, আমরা আপনার সন্তানের দক্ষতা বাঁড়াতে যেভাবে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি, আপনি হয়তো এই পরামর্শ নিতে পারেননি।
কিন্তু আপনার সন্তানের সামনে আছে অনন্ত সম্ভাবণা। বাচ্চাদের জন্যে শিক্ষামূলক ইউটিউব চ্যানেল যেমন রয়েছে, তেমনই রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লোকের অনেক পরামর্শ। আপনার একটু সচেতনতায় আপনার সন্তান হয়ে উঠতে পারে বিভিন্ন ভাষায় পারদর্শী।
এই লেখাটি আপনার জন্য, যদি আপনি একজন সচেতন বাবা কিংবা মা হয়ে থাকেন। এই লেখাটি আপনার সন্তানের একাধিক ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
আজকে আমরা আপনাদেরকে জানাবো সেরা ৯টি অ্যাপের কথা যেগুলো আপনার সন্তানকে বিভিন্ন ভাষা শিখতে সাহায্য করতে পারে।
বাচ্চাদের জন্যে ভাষা শেখার অ্যাপ
Duolingo
এই অ্যাপের মাধ্যমে বাচ্চারা অনেক দেশের ভাষা যেমন, স্প্যানিশ ও ফ্রেন্স ছাড়াও রাশিয়ান ও ভিয়েতানামী ভাষা শিখতে ও বিশ্লেষণ করতে পারবে। অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে বাচ্চারা সঠিক উত্তর প্রদান করে পয়েন্ট অর্জন করতে পারবে ও নির্দিষ্ট সময়ের মধ্যে অধ্যায় শেষ করে নিজেদের স্কিল বাঁড়াতে পারবে। তুলনামূলক কার্যকরী করে তুলতে ও শিশুদের সুবিধার্থে লেসনগুলো ছোট আকারে দেয়া আছে।
Little Pim
লিটল পিম সিরিজের ভিডিওগুলো তৈরি করা হয়েছে বাচ্চাদের ভাষা শিক্ষার উপর ভিত্তি করে যা শিশুদের ভাষা শেখার প্রয়োজনীয় নিয়ম-নীতি সম্পর্কে ধারণা দিবে। এখানে এমন কিছু এপ্লিকেশন রয়েছে যার দ্বারা বাচ্চাদের পড়াশোনার মান বোঝা যায় এবং সে অনুযায়ী পড়াশোনার উপর গুরুত্ব দেয়া যায়।
Kids Learn Mandarin
এই অ্যাপের মাধ্যমে বাচ্চারা মান্দারিন বলতে পারবে এবং কিছু অধ্যায় ও মজার কিছু খেলা রয়েছে যার মাধ্যমে বাচ্চারা পড়তে পারবে ও প্রতিদিন ২০০টি ওয়ার্ড শিখতে পারবে। মজার কিছু ভিডিও ও স্টিকার আছে যা শেখার মাধ্যমকে অনেকটা আকর্ষণীয় করে তুলেছে। এখানে কিছু কিছু অধ্যায় আছে যেসব ডাউনলোড করলে একটি করে অধ্যায় ও ৮ করে গেমস পাওয়া যায়।
Rosetta Stone Kids Lingo Letter Sounds
এই অ্যাপের মাধ্যমে বাচ্চারা ইংরেজি ভাষার উপরে দক্ষতা বাড়াতে পারবে। পাশাপাশি স্প্যানিশ ভাষাও শিখতে পারবে। গেম খেলার মাধ্যমে বাচ্চারা ইংরেজি উচ্চারণ শিখতে পারবে এবং বড় হাতের ও ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। সেই সাথে স্প্যানিশ শব্দার্থ ও উচ্চারণ শিখতে পারবে। এই অ্যাপটি প্রাথমিক স্কুল ও প্রাক স্কুলের বাচ্চাদের জন্য দারুণ একটি অ্যাপ।
Endless Spanish App
যেসব বাচ্চারা পাজল বা ধাঁধা গেম খেলতে ভালবাসে, তাদের জন্য এই অ্যাপটি গেম খেলার সাথে সাথে স্প্যানিশ ভাষা শেখার ব্যবস্থাও করেছে। কঠিন কঠিন ধাঁধাগুলো বাচ্চাদের সাধারণ স্প্যানিশ শব্দগুলো শিখতে সাহায্য করে থাকে। একই সাথে, অ্যাপটিতে যেকোনো শব্দ স্প্যানিশ থেকে ইংরেজিতে রূপান্তর করার ব্যবস্থাও রয়েছে।
Learning by Mindsnacks
মাইন্ডস্ন্যাঙ্কস আপনার আদরের বাচ্চার জন্য কয়েকটি ভাষা শেখার অফার করে যার মধ্যে স্প্যানিশ এবং ফ্রেন্স ভাষাসহ জাপানিজ ও পুর্তগীজ ভাষাও রয়েছে। এখানে ৯ টি গেমসসহ প্রচুর শব্দার্থ ও বাক্যাংশ রয়েছে সাথে প্রত্যেক ভাষার ন্যাটিভ স্পিকারদের অডিও পাওয়া যায়। যা আপনার বাচ্চার ভিন্ন ভাষা শেখার ক্ষেত্রে অনেক সাহায্য করবে।
Chinese Skill
চাইনিজ স্কিল অ্যাপটিতে মান্দারিন ভাষা শেখার পদ্ধতি অবলম্বন করা হয়েছে। গেম খেলার মাধ্যমের সাথে মান্দারিন ভাষা সম্পর্কে বিভিন্ন তথ্যও রয়েছে। এখানে যে শুধু ভাষা শেখার ব্যবস্থাই রয়েছে তাই নয়, সাথে সাথে শব্দার্থ ও বাক্যাংশ গঠনের নিয়মও দেয়া আছে। এই অ্যাপের গেমগুলো খেলার মাধ্যমে বাচ্চারা গ্রামারে দক্ষ হয়ে বড় বড় বাক্যাংশ গঠন করতে পারবে। যে কোর্সগুলো এখানে দেয়া আছে সেসব সম্পূর্ণ করা হলে ভাষা শেখাটাকে অনেক সহজ মনে হবে।
Penyo Pal
পেনয়ো পল একটি ফ্ল্যাশ কার্ড গেম যা ফরাসী ভাষার প্রাথমিক শব্দগুলো সম্পর্কে ধারণা দেয়। এটার ডিজাইন করা হয়েছে শিক্ষানবিশদের কথা মাথায় রেখে এবং প্রতিটা লেভেলে নতুন নতুন ৪০টি করে শব্দের পাশাপাশি রয়েছে অভিজ্ঞদের শিক্ষকদের অডিও। এটি শুধু বাচ্চাদের জন্য নয়, বরং যেকোনো বয়েসের মানুষ এই অ্যাপের সাহায্য নিয়ে ভাষা শিখতে পারবে।
Stories by Gus on the Go
ভাষা শেখার এই আপ্লিকেশনের দ্বিতীয় সিরিজটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে। এই অ্যাপটিতে বাচ্চারা বিভিন্ন বিখ্যাত গল্পের মাধ্যমে ও গেমস খেলার মাধ্যমে নতুন ভাষা শেখার প্রাথমিক স্তর সম্পর্কে ধারণা পাবে। গল্পগুলো বাচ্চাদের স্প্যানিশ শব্দ শিখতে এবং স্প্যানিশ বাক্যের উপরে প্রাথমিক দক্ষতা বাঁড়াতে সাহায্য করবে। গল্পগুলোতে খুবই সহজ বাক্য ব্যবহার করা হয়েছে। যাতে বাচ্চারা সহজেই বুঝতে পারে।
উপরে উল্লেখিত ১০টি ভাষা শেখার অ্যাপ আপনার বাচ্চাকে পৃথিবীর যেকোনো দেশের ভাষা শিখতে অনেকটাই সাহায্য করবে। এই অ্যাপগুলোর কিছু কিছু আপনারা গুগল প্লে স্টোরে ও আই টিউনে পাবেন। আবার কিছু অ্যাপ শুধু পাওয়া যাবে আই টিউনে।
bdtimeline24 says
I will suggest my younger brothers to use these apps covered by Hoicoi Bangla for learning different languages.