সাফ অনূর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে আজ ভারতকে হারিয়ে ফাইনালে চলে গেল বাংলাদেশ দল।
আগের ম্যাচগুলোতে দারুণ খেলেছিল বাংলাদেশ অনূর্ধ-১৫ দল। তাই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ অনূর্ধ-১৫ দল।
নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ ১-১ গোলে অমিমাংসিত থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে ভারতের ১ম দুটি শট ঠেকিয়ে জয়ের নায়ক হন গোলরক্ষক মেহেদি হাসান।
বাংলাদেশ দল ট্রাইবেকারে চারটি শট নিয়েছিল যার প্রত্যেকটি শট ছিল লক্ষ্যে।
ট্রাইবেকারে দলের হয়ে ৪র্থ শটে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন রুস্তম ইসলাম।
এর আগে নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। হর্ষ শৈলেশের আচমকা শটে গোল হজম করে বসে বাংলাদেশ।
আগের ম্যাচে লালকার্ড পাওয়ায় এ ম্যাচে দলে ছিলেন না দলের মূল গোলরক্ষক মিতুল সরকার। তার বদলে বাংলাদেশ দলের গোলবার সামলান মেহেদি হাসান।
গোল হজমের পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু কিছুতেই শোধ করা যাচ্ছিল না।
ভারত যখন জয়ের পথে ঠিক তখনই আসে সেই মাহেন্দ্রক্ষন।
কর্ণার থেকে বাংলাদেশের এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ৯৩ মিনিটে পেনাল্টি হজম করে বসে ভারত।
ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন আশিকুর রহমান।
এরপর খেলা গড়ায় ট্রাইবেকারে। আর ট্রাইবেকারে মেহেদি হাসানের বীরত্বে বাংলাদেশ চলে যায় ফাইনালে।
নেপালের আনফা কমপ্লেক্সে ৩ নভেম্বর ফাইনালে বাংলাদেশের মুখোমুখী হবে নেপাল-পাকিস্তান ম্যাচের জয়ী দল।
Leave a Reply