নাটকীয় একটি সিরিজই চলছে ভারতে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। এই সিরিজ নানা নাটকীয় মুহূর্তের স্বাক্ষী করেছে ক্রিকেটপ্রেমীদের।
প্রথম ওয়ানডেতে ভারতের জয়, দ্বিতীয় ওয়ানডেতে ড্র বা টাই।
তৃতীয় ওয়ানডেতে তো ওয়েস্ট ইন্ডিজ জিতেই গেল।
কেবল ৪র্থ ওয়ানডেতেই অসহায় আত্মসমর্পণ করেছে উইন্ডিজ।
সিরিজে ভারত ২-১ এ এগিয়ে। কাজেই আজ ভারত এ ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
আর ওয়েস্ট ইন্ডিজ মরিয়া হয়েই জেতার লক্ষ্যে মাঠে নামবে। আজ হারলে সিরিজ খোয়াবে তারা। আর জিতলেও সিরিজ জিতবে না, তবে ড্র করবে।
এ সিরিজের প্রতিটি ম্যাচেই একটা সাধারণ ব্যাপার লক্ষ্য করা গেছে। কোন না কোন ভারতীয় ব্যাটসম্যানের সেঞ্চুরী।
প্রথম তিন ওয়ানডেতেই সেঞ্চুরী করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
৪র্থ ওয়ানডেতে কোহলি দ্রুত ফিরলেও স্বস্তি পায়নি ওয়েস্ট ইন্ডিজ। রোহিত শর্মার দানবীয় সেঞ্চুরীতে মুখ থুবড়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
তাই আজ জিততে হলে ভারতীয় টপ-অর্ডারকে আটকে রাখতেই হবে। মূলত ভারতীয় টপ-অর্ডারকে আটকে রাখতে পারলেই আজ জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ।
অন্যদিকে নিশ্চিতভাবেই ভারতের মাথাব্যথার কারণ হবে শাইমন হেটমায়ার।
খুব দ্রুতই দলের মিডল-অর্ডারের ভরসা হয়েছেন এ তরুণ তুর্কি।
স্ট্রাইক রোটেড করার গুণটা চোখে পড়ার মতো।
আবার প্রয়োজনের সময় ঝড় তুলতেও ওস্তাদ এই ব্যাটসম্যান আজও ভারতীয় বোলিং-লাইনআপের পরীক্ষা নিতে তৈরী।
নজর রাখতে হবে শাই হোপের প্রতিও। প্রায় প্রতিটি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের “হোপ” বা আশা হয়ে থাকেন তিনি।
আজ ব্যাটসম্যানদের মধ্যে কোহলি, হেটমায়ারের প্রতি আলাদা করে নজর থাকবে সবার।
সিরিজ নির্ধারনী এ ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।
ভেন্যুঃ কেরালার গ্রিনফিল্ড স্টেডিয়ামে
Leave a Reply