বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে আমরা একেকজন একেক ব্রাউজার ব্যবহার করে থাকি। আর সেই সাথে নানা রকম ব্রাউজিং সুবিধা পেতে ব্রাউজার এক্সটেশন অ্যাড করে নেই। গুগল ক্রোম, মজিলা ফায়ার ফক্স, মাইক্রোসফট্ এজ, অপেরাসহ সব ব্রাউজারেরই এক্সটেশন রয়েছে।
আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম এবং মজিলা ফায়ার ফক্স। গুগল ক্রোমের ক্ষেত্রে এক্সটেনশন বলা হলেও, মজিলা ফায়ার ফক্সে এক্সটেশনকে অ্যাড-অন বলা হয়। গুগল ক্রোমের জন্য ১০টি সেরা ব্রাউজার এক্সটেনশন আর মজিলা ফায়ারফক্সের জন্য সেরা ৮টি দরকারী অ্যাড-অন দেখে নিতে পারেন।
আশা করি, গুগল ক্রোমের এক্সটেনশন আর ফায়ার ফক্সের অ্যাড-অনগুলো দেখে এসেছেন। এবার আসুন, ব্রাউজার এক্সটেনশন সম্পর্কে বিস্তারিত জানা যাক-
ব্রাউজার এক্সটেনশন কি?
ব্রাউজার এক্সটেনশন এক ধরণের ছোট অ্যাপ যা ব্রাউজারে কিছু আলাদা ফিচার যোগ করে। এটাকে প্লাগ-ইনও বলা যায় যা ওয়েব ব্রাউজারের ফাংশনালিটি বাড়িয়ে দেয়। কিছু এক্সটেনশন এইচটিএমএল, জাবাস্ক্রিপ্ট ও সিএএসএসের মত ওয়েব টেকনোলোজি ব্যবহার করে তৈরি করা হয়। আবার কিছু ব্রাউজার এক্সটেনশন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এফিআই) বা মেশিন কোড ব্যবহার করে তৈরি করা হয়।
একটা ওয়েবপেজের ভিজিবল অংশের কনটেন্টে কোন রূপ পরিবর্তণ না করে, ব্রাউজার এক্সটেনশন সরাসরি ওয়েব ব্রাউজিংয়ের ইউজার ইন্টারফেস পরিবর্তণ করে ফেলে।
ব্রাউজার এক্সটেনশন এর ইতিহাস
১৯৯৯ সালে রিলিজ পাওয়া ইন্টারনেট এক্সপ্লোরারের ৫ম ভার্সণে সর্ব প্রথম ব্রাউজার এক্সটেনশন অ্যাড করা হয়। ২০০৪ সালে ফায়ারফক্স লঞ্চ হওয়ার সময়েই ব্রাউজার এক্সটেনশন সুবিধা নিয়ে ওয়েব মার্কেটে আসে। অপেরা ডেস্কটপ ওয়েব ব্রাউজারও শুরুতেই, অর্থাৎ ২০০৯ সালে রিলিজ হওয়ার সময়ই ব্রাউজার এক্সটেনশন সাপোর্ট করতে শুরু করে। গুগল ক্রোমে ৪র্থ ভার্সণ রিলিজের সময় ব্রাউজার এক্সটেনশন সুবিধা পাওয়া যায়। সাফারি ব্রাউজার এক্সটেনশন সুবিধা দিতে শুরু করে ২০১০ সালে, তাদের ৫ম ভার্সণে। আর ২০০৬ সালে মাইক্রোসফট্ এজ কিছু লিমিটেশন রেখে ব্রাউজার এক্সটেনশন সুবিধা দেয়।
ব্রাউজার টু ব্রাউজার এক্সটেনশনের সিনটেক্সে ভিন্নতা রয়েছে। একেক ব্রাউজারের জন্যে এক্সটেনশন তৈরিতে একেক ধরণের টেকনোলোজি ব্যবহার করা হয়েছে। যারফলে, এক ব্রাউজারের এক্সটেনশন অন্য ব্রাউজারে কাজ করে না।
ব্রাউজার এক্সটেনশনের কাজ কি?
মূলত ইউজারের ব্রাউজিং ইন্টারফেস উন্নত করা ও বাড়তি সুবিধা যোগ করাই ব্রাউজার এক্সটেনশনের কাজ। ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করার মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং সহজ ও আনন্দময় হয়ে উঠে। প্রাইভেট ব্রাউজিং সিকিউরিটি নিশ্চিত করা, পপ-আপ অ্যাড ব্লক করা, ফুল-পেজ স্ক্রিন শট নেয়াসহ নানা কাজে ব্রাউজার এক্সটেশন ব্যবহার করা হয়।
Leave a Reply