বিক্রয়.কম থেকে আয় করার কথা হয়তো কখনো ভাবেননি। কারণ, আপনি জানেন এটি একটি অ্যাডভার্টাইজিং প্লাটফর্ম। এখানে ফ্রি এবং পেইড উপায়ে অ্যাড দিয়ে মানুষ পুরনো কিংবা নতুন পণ্য ক্রয়-বিক্রয় থাকে। কাজেই, এখান থেকে আয় করার কথা না ভাবাটাই স্বাভাবিক।
আপনি হয়তো ইতিমধ্যেই জানেন যে বিক্রয় ডট কমে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। এমনকি, হয়তো আপনি এই ক্রয়-বিক্রয় প্লাটফর্মে ইতিমধ্যেই কিছু না কিছু বিক্রি করেছেন। অথবা, এখান থেকে কোন না কোন জিনিস-পত্র কিনেছেন। কাজেই, এই অনলাইন প্লাটফর্মটি ব্যবহার করার অভিজ্ঞতা আপনার রয়েছে।
তবে, আপনি অবাক হতে পারেন কিংবা হাসাহাসি করতে পারেন আমাদের এই লেখার টাইটেল দেখে। অর্থাৎ, আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না যে, এখান থেকে আয় করা যেতে পারে।
কিন্তু বিশ্বাস করুন আর না-ই করুন, আপনি চাইলে অবশ্যই bikroy.com থেকে আয় করতে পারবেন। এজন্যে আপনাকে একটি টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আর আপনাকে সেই টেকনিকটি জানানোর জন্যেই আমাদের এই লেখা।
বিক্রয়.কম থেকে আয় করার উপায়
বিক্রয় ডট কমে বিক্রির জন্যে প্রতিদিন শত শত বিজ্ঞাপন পোস্ট করা হয়। কেউ তার পুরনো ল্যাপটপ বিক্রি করার জন্যে বিজ্ঞাপন দেয়। আবার কেউ তার পুরনো কিংবা সদ্য কেনা স্মার্টফোন বিক্রি করতে চায়, যার জন্যে বিজ্ঞাপন দেয়। কম্পিউটার, স্মার্টফোন থেকে শুরু করে সব ধরণের ইলেকট্রোনিক পণ্যের পাশাপাশি হাজারো রকমের জিনিস-পত্র বিক্রির জন্যে বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দেখা যায়।
আপনার কাজ এইসব বিজ্ঞাপন দেখে ভাল করে যাছাই বাছাই করে পণ্যগুলো কেনা। এরপর এগুলো পূনরায় বিক্রি করা। আর সেখান থেকে আয় করা।
আয় করার জন্যে আপনাকে সব সময়ই চেষ্টা করতে হবে ভাল মানের পণ্য বাছাই করা এবং সেগুলো সবচেয়ে কম দামে কেনার চেষ্টা করা। আপনি যত কম দামে কিনতে পারবেন, আপনার আয়ের সম্ভাবণা ততই বেড়ে যাবে।
কি ধরণের পণ্য কিনবেন?
সব সময়ই সবচেয়ে বেশি চলমান পণ্যগুলো কেনার চেষ্টা করুন। অর্থাৎ, যে ধরণের পণ্যের চাহিদা সবচেয়ে বেশি সেগুলোই কিনুন। আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন যে, এখনকার সময়ে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন পণ্য হচ্ছে স্মার্টফোন। যারফলে, বিক্রয় ডট কমের পণ্যের শ্রেণী বিভাগের প্রথমেই রাখা হয়েছে এটিকে যা মোবাইল ক্যাটেগরি নামে রয়েছে।
এরপর, ইলেকট্রোনিক্স, প্রোপার্টি, হোম এবং লিভিং, ফ্যাশন, স্বাস্থ্য, ও বিউটি প্রোডাক্টস্ সহ আরো হাজার হাজার পণ্য রয়েছে। কিন্তু শুরুর দিকে আপনার সব ধরণের পণ্য না কেনাই ভাল হবে। অল্প কিছু পণ্য বাছাই করুন আর সেগুলোই কিনে নিয়ে আবার বিক্রি করুন।
কি দামে কিনবেন আর কি দামে বিক্রি করবেন?
যে পণ্যটি আপনি যত টাকায় কিনবেন, সেটি আপনি নিশ্চয়ই সেই একই অ্যামাউন্টে বিক্রি করবেন না। কারণ, আপনাকে তো লাভ করতে হবে। সুতরাং, যত টাকায় বিক্রি করলে আপনার লাভ হবে, তত টাকাতেই বিক্রি করবেন।
বিক্রেতারা বিক্রয় ডট কমে প্রতিটি পণ্যের মূল্য নিজেরাই নির্ধারণ করে থাকেন। যারা বিক্রয় ডট কমকে কাজে লাগিয়ে ব্যবসা করছেন, তারা সাধারণত একটু উচ্চ মূল্যই নির্ধারণ করে থাকেন। কাজেই, চেষ্টা করবেন তাদের পণ্য না কিনে সাধারণ কোনও বিক্রেতার পণ্য কিনতে।
উদাহরণ স্বরূপ, একজন একটি স্মার্টফোন কিনেছেন কিংবা বিদেশ থেকে কেউ তার জন্যে একটি ল্যাপটপ পাঠিয়েছেন। এখন তিনি তার পুরনো স্মার্টফোন বা ল্যাপটপটি বিক্রি করে দেবেন, তাই বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দিয়েছেন। আপনার উচিৎ হবে তার কাছ থেকে কেনা। কারণ, যেহুতু তিনি ব্যবসার চিন্তা করছেন না, তাই তিনি নির্ধারিত মূল্যের চেয়েও কিছু কম মূল্যে আপনার কাছে তার ল্যাপটপটি বিক্রি করে দিতে পারেন।
পণ্য কেনায় যেমন আপনাকে বিচক্ষণ হতে হবে, তেমনই বিক্রিতেও বিচক্ষণ না হলে আপনি বিক্রয়.কম থেকে আয় করতে পারবেন না।
বিক্রি করবেন কোথায়?
বিক্রি করতে পারেন আপনার বন্ধু সার্কেলে, মহল্লার দোকানে, আপনার ফেসবুক প্রোপাইলে কিংবা বিভিন্ন ফেসবকু পেজ ও গ্রুপে। আপনি নিশ্চয়ই জানেন ফেসবুক পেজ থেকে আয় করার বিভিন্ন উপায় আছে, আর এটি সেগুলোর একটি।
এছাড়া, আপনার কেনা পণ্য বিক্রি করার জন্যে আপনি আবার বিক্রয় ডটকমেই বিজ্ঞাপন দিতে পারেন। তবে, সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন, আপনার কেনা পণ্যটির যে ডিটেইলস্ বা বর্ণনা ছিল, সেটাকে কিছুটা পরিবর্তণ করে দিন। ভাষাগত পরিবর্তণ। নৈলে সেটি ডুপ্লিকেট হয়ে যাবে।
তবে, বিক্রির জন্যে বিক্রয় ডট কমকে বেছে নেয়ার চেয়ে বুদ্ধিমানের কাজ হবে আরো যে-সব ক্রয়-বিক্রয় করার বিশ্বস্ত ওয়েবসাইট আছে, সেগুলোতে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা। এতে ডুপ্লিকেট হওয়ারও সুযোগ কম, আবার নতুন ক্রেতা পাওয়ার সম্ভাবণাও বেশি।
উপরের লিংকে আপনি বাংলাদেশের সেরা ৩টি কেনা-বেচার ওয়েবসাইটের লিংক পাবেন। এছাড়াও, আরো কিছু ওয়েবসাইটের তথ্য পাবেন। সুতরাং, বিক্রয় ডট কম থেকে যে কোন পণ্য কিনে অন্যান্য ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করুন।
বিক্রয়.কম থেকে আয় করার একটি দারুণ টেকনিক জানলেন। এই টেকনিকটা আপনি যে শুধু বিক্রয় ডট কমের ক্ষেত্রেই ব্যবহার করবেন, এমন নয়। বরং, যে কোনও ক্রয়-বিক্রয় ওয়েবসাইটের ক্ষেত্রেই আপনি এই আইডিয়া অ্যাপ্লাই করতে পারেন। যেমন, সেল বাজার থেকে পণ্য কিনে ক্রয়-বিক্রয় ডট কমে কিংবা বিক্রয় ডট কমে আবার বিক্রি করতে পারেন। একইভাবে, ক্রয়-বিক্রয় ডট কম থেকে কিনে বিক্রয় ডট কম কিংবা সেল বাজারে সেল করতে পারেন।
Leave a Reply