বিকাশ অ্যাপ দ্রুত টাকা পাঠানোর জন্য অত্যন্ত সোজা এবং অত্যন্ত নিরাপদ একটি মোবাইল অ্যাপ। মোবাইলে ব্যালেন্স রিচার্জ কেনাকাটা এবং বিভিন্ন লেনদেনের জন্য এটি অত্যন্ত সহজ একটি অ্যাপ। বিকাশের নতুন এই অ্যাপটির মাধ্যমে আপনি কখন কত টাকা আদান প্রদান করলেন বা কত টাকা লেনদেন করলেন তা সহজেই দেখতে পারবেন। এছাড়াও সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবেন তাও দেখতে পারবেন। এই অ্যাপ দিয়ে বিকাশের অন্যান্য মোবাইল সার্ভিসগুলোও পাবেন খুব সহজেই।
এই অ্যাপটির মাধ্যমে আপনি সেন্ড মানি পাচ্ছেন একদম ফ্রি। মানে টাকা পাঠাতে হলে কোন চার্জ প্রযোজ্য হবে না। এছাড়াও আগে ক্যাশ আউট করতে হলে আপনাকে ১.৮৫% চার্জ দিয়ে টাকা উঠাতে হতো। এতে হাজারে খরচ করতে হতো ২০ টাকা। কিন্তু বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি হাজারে মাত্র ১৫ টাকা দিয়েই ক্যাশ আউট করতে পারবেন যা অত্যন্ত সাশ্রয়ী। অ্যাপ দিয়ে ক্যাশ আউট করলে ভুল হবারও কোনো সম্ভাবনা থাকে না।
বিকাশ অ্যাপে ক্যাশ আউট ১৫ টাকা, সেন্ড মানি ফ্রি
১। অ্যাপ দিয়ে টাকা বিকাশ করুন
টাকা পাঠাতে (সেন্ড মানি) হলে প্রথমে বিকাশ অ্যাপ আইকন এ ট্যাপ করে অ্যাপটি ওপেন করুন। তারপর আপনার বিকাশ একাউন্টের গোপনীয় পিন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টে লগইন করুন।এরপর হোমস্ক্রিনে থাকা সেন্ড মানি আইকনে ক্লিক করুন। যাকে টাকা পাঠাবেন তার নাম্বার কন্টাক্ট লিস্ট থেকে নির্বাচন করুন।
এই অ্যাপটির অন্যতম সুবিধা হলো টাকা পাঠানোর জন্য নাম্বার মনে রাখতে হয় না তাই নাম্বার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। নাম্বার সিলেক্ট করা হয়ে গেলে টাকার পরিমাণ দিয়ে আপনার পিন নাম্বারটি প্রবেশ করুন। পরবর্তীতে আপনি অ্যাপটিতে একসাথে পাঠানো টাকার পরিমাণ এবং নতুন ব্যালেন্স সহ প্রযোজ্য চার্জ দেখতে পারবেন। বিকাশে টাকা পাঠানোর জন্য কোন চার্জ প্রযোজ্য নেই অর্থাৎ সেন্ড মানি থাকছে একদম ফ্রি। তাই বিকাশ অ্যাপ দিয়ে টাকা পাঠানো অত্যন্ত সাশ্রয়ী এবং সোজা।
২। অ্যাপ দিয়ে ক্যাশ আউট করুন
বিকাশ এর মাধ্যমে টাকা ক্যাশ আউট করতে হলে আগে এজেন্টের নাম্বারটি দিয়ে ক্যাশ আউট করতে হতো এবং ভুল হওয়ার সম্ভাবণা থাকতো। কিন্তু বিকাশ অ্যাপ দিয়ে আপনি সহজেই এজেন্টের কিউআর কোড স্ক্যান করে আপনার মোবাইলে এজেন্টের নাম্বারটি নির্ভুলভাবে তুলে নিতে পারবেন।
বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করার জন্য প্রথমে অ্যাপটি ওপেন করুন। ক্যাশ আউট আইকনে ক্লিক করে এজেন্টের কিউআর কোড স্ক্যান করলে অটোমেটিকলি এজেন্টের নাম এবং নাম্বার আপনার মোবাইলে চলে আসবে। এরপর টাকার অ্যামাউন্ট দিয়ে বিকাশ পিন নাম্বারটি দিন। ট্যাপ বাটনে ক্লিক করে বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট সম্পন্ন করুন। এরপর এজেন্টের কাছ থেকে টাকা বুঝে নিন। বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করতে পারবেন হাজারে মাত্র ১৫ টাকা দিয়ে।
এজেন্টদের সুবিধা প্রদানের জন্য ও তাদের ব্যবসাকে আরো সহজে সামনে এগিয়ে নেয়ার জন্য বিকাশ অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মাই বিকাশ এ যেয়ে আপনার গোপনীয় পিন নাম্বারটি দিয়ে ব্যালান্স চেক করতে পারবেন। অ্যাপ দিয়ে পেমেন্ট করা একদম ফ্রি। এটি একদিকে যেমন সাশ্র্যয়ী তেমনি সময়ের অপচয়ও কম হয়। তাই আজকেই অ্যাপটি ইন্সটল করুন এবং এ-সব সুবিধা উপভোগ করুন।
Leave a Reply