বার্সেলোনা-ইন্টার মিলান মুখোমুখী হবে আজ। ইটালিতে বার্সেলোনার সাম্প্রতিক ইতিহাস খুব একটা সুখদায়ক নয়। গত দুই মৌসুমেই ইটালিতে এসে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ঘন্টা বেজেছিল বার্সেলোনার।
বার্সেলোনা-ইন্টার মিলান ম্যাচ আজ
তবে আজ বাদ পড়ার শংকা নেই বার্সেলোনার। আজকের ম্যাচে হারলেও দ্বিতীয় রাউন্ডে যেতে বার্সেলোনার খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।
তবে আর্নেস্তা ভালভার্দে ইটালি থেকে জয় নিয়েই ফিরতে চাইবেন।
বার্সেলোনা
তিনদিন আগেই রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রায় হেরেই যাচ্ছিল বার্সেলোনা। লুই সুয়ারেজের জোড়া গোলে শেষপর্যন্ত স্বস্তির জয় পেয়েছিল বার্সেলোনা।
বার্সেলোনা একটি বড় ম্যাচের প্রস্তুতি নিচ্ছে এখন। আজ রাতে সান সিরোতে ইন্টার মিলানের প্রতিপক্ষ্ হয়ে মাঠে নামবে বার্সেলোনা।
বার্সেলোনার জন্য হিসেবের কোন মারপ্যাচ নেই। আজ এক পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত।
তিন পয়েন্ট পেলে তারা দুই ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে।
বার্সেলোনা ভক্তদের জন্য সুখবর হল লিওনেল মেসি দলে ফিরেছেন।
মেসি খেলবেন কিনা এ ব্যাপারে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায় নি। তবে মেসি টিমের সাথে ইটালি সফর করেছেন।
তাই মেসিকে আজ বেঞ্চে দেখা যেতে পারে। মেসিকে বেঞ্চে দেখা গেলেও তা বার্সার জন্য অনুপ্রেরণাদায়ী হবে।
গত শনিবার রায়োর বিপক্ষে যেভাবে খেলেছে আজও যদি বার্সেলোনা ঐভাবেই খেলে তবে ইন্টার মিলানই খেলা শেষ করে দেবে।
ইনজুরির জন্য বার্সেলোনা আজ পাবেনা স্যামুয়েল উমতিতি, থমাস ভারমেইলেনকে।
বার্সেলোনা আজ ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামতে পারে। রক্ষণে সেমদো, পিকে, লেংলেট, আলবা, মাঝমাঠে রাকিতিচ, বুসকেটস, আর্থার এবং আক্রমণভাগে থাকবে সুয়ারেজ, রাফিনহা ও কৌতিনহো।
বার্সেলোনার সম্ভাব্য একাদশ
টের স্টেগান(গোলরক্ষক), সেমদো, পিকে, লেংলেট, আলবা, রাকিতিচ, বুসকেটস, আর্থার, সুয়ারেজ, রাফিনহা ও কৌতিনহো।
ইন্টার মিলান
গ্রুপ পর্বে দুই দলের প্রথম দেখায় ন্যু ক্যাম্পে বার্সেলোনার কাছে উড়ে গিয়েছিল ইন্টার মিলান।
তবে ইন্টার মিলানের জন্য আশার খবর হল তাদের মূল খেলোয়াড়রা সবাই ইনজুরি থেকে ফিরে এসেছেন।
গত এক মাস যাবৎ ইন্টার মিলান ঘরের মাঠে অপরাজিত। সপ্তাহের শুরুতেই তারা ৫-০ গোলের একটি বড় জয় পেয়েছে যা যেকোন দলকেই আত্মবিশ্বাসী করে তুলবে।
ইন্টার মিলান জানে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। কারণ, টটেনহাম যদি পিএসভির সাথে জিতে যায় আর এই ম্যাচে বার্সেলোনা জেতে তবে টটেনহামের সাথে ইন্টার মিলানের প্রতিদ্বদন্দিতা হবে গ্রুপে ২য় স্তান দখলের জন্য।
তাই “নারাজ্জুরি”রা আজকের ম্যাচে তাদের সেরাটা দিয়ে চেষ্টা করবে জয় পাওয়ার।
ইন্টার মিলান ৪-২-৩-১ ফর্মেশনে খেলার সম্ভাবনা বেশি। যেখানে স্ট্রাইকার হিসেবে থাকবেন ইকার্দি।
ইন্টার মিলানের সম্ভাব্য একাদশ
হানদানোভিচ(গোলরক্ষক), ভারসালিকো, স্ক্রিনিয়ার, দ্যে ভজ, আসামোয়াহ, ব্রোজোভিচ, ভেসিনো, পলিটানো, নাইঙ্গগোলান, পেরিসিচ, ইকার্দি।
সময়ঃ রাত ২ টা
ভেন্যুঃ স্তাদিও সান সিরো।
সরাসরি সম্প্রচারঃ সনি টেন ২
Leave a Reply