অপ্পো তার স্বতন্ত্র বৈশিষ্ট্য, ভিন্ন মাত্রার ডিজাইন এবং এর ওভারঅল কনসেপ্টের জন্য বাংলাদেশের পাশাপাশী বিশ্বব্যাপী ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। এফ৭ হল অপ্পোর নতুন সংযোজন। অপ্পো এফ৭ এর রঙ এবং ডিজাইন আপনাকে নিমিষেই দারুনভাবে আকর্ষণ করে ফেলবে। ডিভাইসটিকে এক কথায় একটি প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন বলা যায়।
এই বছর মার্চ মাসে অপ্পো এফ৭ লঞ্চ এর ঘোষনা হয় এবং বাজারে এসেছে অতি সম্প্রতি। অসাধারণ সব ফিচারের সমষ্টি রয়েছে এই ফোনে, সাথে আছে উচ্চগতির প্রসেসর। মিড বাজেট বা হাই মিড বাজেটের কাষ্টমারদের একটি ভালো পছন্দ হতে পারে অপ্পো এফ৭।
অপ্পো এফ৭ এর স্পেসিফিকেশনঃ
২০১৭-২০১৮ সালে এশিয়ার প্রযুক্তির বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে অপ্পো। এর সমৃদ্ধিতে আরো একটি অত্যাশ্চর্য সংযোজন হল এই অপ্পো এফ৭। বাংলাদেশের বাজারে মুক্তি লাভের সাথে সাথেই ব্যাপক সাড়া ফেলেছে। চলুন এর স্পেসিফিকেশনগুলো দেখে নেই একনজরে।
- নেটওয়ার্ক- ২জি, ৩জি, ৪জি (এলটিই)
- ব্যাটারি-লিথিয়াম আয়ন ৩৪০০ মিলি আম্প্যায়ার
- ডাইমেনশন-১৫৬*৭৫.৩*৭.৮ মিলিমিটার, ১৫৮ গ্রাম (এলুমিনিয়াম বডি)
- ক্যামেরা- ব্যাক ক্যামেরা ১৬ এবং ফ্রন্ট ক্যামেরা ২৫ মেগাপিক্সেল
- চিপসেট- মিডিয়া টেক হেলিও পি৬০
- ডিসপ্লে-৬.২৩ ইঞ্চি ফুল এইচডি
- গ্রাফিক্স প্রসেসর ইউনিট-মালি জি৭২ এমপি৩
- অপারেটিং সিস্টেম-অ্যান্ড্রয়েড ওরিও v৮.০
- প্রসেসর-অক্টা কোর ২.০ গিগাহার্জ
- র্যাম-৪/৬ জিবি
- রম-৬৪/১২৮ জিবি
- বিশেষ ফিচার- দ্রুতগতির ফেস আনলক
সংক্ষেপে অপ্পো এফ৭ এর স্পেসিফিকেশনগুলো দেখা হল, এবার চলুন এর বিস্তারিত জানার চেষ্টা করি।
ডিজাইন এবং ডিসপ্লেঃ
দারুন চমৎকার ডিজাইন এবং আকর্ষণীয় রঙের অপ্পো এফ৭ এক দেখাতেই যে কারো নজর কাড়তে সক্ষম। ৬.২৩ ইঞ্চির ফুল এইচডি, ফুল ভিউ ডিসপ্লেরটির রয়েছে মুল বডির ৮৮% ভাগ স্ক্রিন, যেটা ডিজাইন ফ্যাক্টর হিসেবে সত্যিই প্রশংসনীয়। মাল্টিটাচ ডিসপ্লেটির রেজুলেশন ১০৮০*২২৮০ পিক্সেল। ফোনটির বিশাল সাইজ এবং ফুল এইচডি ডিসপ্লে হওয়ায় এতে দারুন চমৎকার ভিডিও দেখা যাবে।
এছাড়াও গেমিং এর জন্য এবং পিডিএফ ফাইল পড়ার জন্যেও অসাধারণ হবে। এলটিপিএস আইপিএস ডিসপ্লে সূর্যের আলোতেও পরিষ্কার ভিউ দিতে সক্ষম। ডিভাইসটির ফ্রন্টে ৫ম জেনারেশন করনিং গোরিলা গ্লাস দেয়া হয়েছে স্ক্রিনের নিরাপত্তার জন্য, যার কারণে অনেকটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। মোটামটি উচ্চতা থেকে পড়লেও আপনার ফোনের মুল্যবান ডিসপ্লেটি নিরাপদ থাকবে শতভাগ। ডিভাইসটির বডি তৈরি হয়েছে সলিড এলুমিনিয়াম দিয়ে, তাই ডিভাইসটি ব্যবহার করেও বেশ মজবুত একটি হ্যান্ডফিল পাবেন।
ক্যামেরা ও ভিডিও
ডিভাইসটিতে আছে ১৬ মেগাপিক্সেল PDAF ফ্রন্ট ক্যামেরা যেটা দারুন রকম শট ক্যাপচার করতে সক্ষম। অপ্পো এফ৭ এর প্রধান ফিচার হল এর ২৫ মেগাপিক্সেল এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ফ্রন্ট ক্যামেরা। শুধুমাত্র এটার কারণেই খুব চমৎকার দারুণ ভিডিও কলিং, ভিডিও চ্যাটিং, সেলফি, গ্রপফি, সেলফ রেকর্ডিং ইত্যাদি ট্রেন্ডি একটিভিটিগুলোতে দারুণ রেসপন্স পাবেন।
এর HDR সেন্সর এবং এআই বিউটি ফিচার একসাথে কাজ করে আপনাকে একটি পরিছন্ন, প্রানবন্ত ছবি উপহার দিবে। পরীক্ষামুলকভাবে নেয়া এআই ক্যাপচার ফটোগুলো অসাধারণ এসেছে এবং এই শটগুলো আপনাকে সন্তষ্ট করতে পুরোপুরি সক্ষম। এছাড়াও জিও ট্যাগিং, টাচ ফোকাস, ফেস ডিটেকশন, প্যারানোমা ইত্যাদি তো আছেই।
নেটওয়ার্ক, ব্যাটারি এবং ওভারঅল পারফরমেন্সঃ
অপ্পো এফ৭ বাংলাদেশের দ্রুততম 4G নেটওয়ার্ক সাপোর্ট দেয়। তবে এর ব্যাটারি আমার কাছে কিছুটা কম মনে হচ্ছে। ৬.২৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের জন্য ৩৪০০ মিলি আম্প্যায়ার ব্যাটারি পর্যাপ্ত হওয়ার কথা না। কিন্তু ডিভাইসটির মিডিয়াটেক হেলিও পি৬০ চিপসেট, মালি জি৭২ এমপি৩ জিপিইউ, ৪/৬ জিবি র্যাম, এবং ২.০ গিগাহার্জ অক্টা কোর সিপিইউ ইতোমধ্যেই ওভারঅল পারফরমেন্সের উপর অসাধারণ চমৎকার এবং একটি শক্তিশালী প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। তাছাড়া, ফোনের মূল অংশও খুব ভালভাবে অপ্টিমাইজ করা হয়েছে।
তথাকথিত এআই অপ্টিমাইজেশান ফিচারটি থাকার পরেও অন্যান্য রেগুলার ফোনের সমপরিমাণ পারফর্মেন্স স্পেস যেমন র্যাম, জিপিইউ, সিপিইউ অথবা চিপসেটসহই তাদের চাইতে অপ্পোএফ৭ অনেক দ্রুতগতিতে চলে। এমনকি অনলাইনে (অবশ্যই দ্রুতগতির অয়াইফাই অথবা এলটিই ইন্টারনেট সংযোগ থাকতে হবে) এইচডি গেম অন থাকলেও ডিভাইসটি দারুণ স্মুথভাবে চলবে।
অন্যান্য ফিচারঃ
এই ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন ওরিও v৮.০ দিয়ে (এপ্রিল ২০১৮ থেকে)। এছাড়াও বিশেষ ফিচারের মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দ্রুতগতির ফেস আনলক এবং OTG।
রং এবং দামঃ
অপ্পো এফ৭ ৩টি রঙ্গে পাওয়া যাবে। এগুলো হলঃ সোলার রেড, ডায়মন্ড ব্ল্যাক এবং মুনলাইট সিলভার। ৪জিবি র্যামের জন্য বাংলাদেশে অপ্পো এফ৭ এর দাম হতে পারে ২৯, ৯৯০ টাকা এবং ৬জিবি র্যামের জন্য আপনাকে ৩৫, ৯৯০ টাকা গুনতে হতে পারে।
বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের ফিচার ফোনের অভাব নেই। তবে একটা ডিভাইস দিয়ে সব চাহিদা পুরন নাও হতে পারে। আর তাই বিচার বিবেচনায় অপ্পো এফ৭ও হতে পারে আপনার কাংক্ষিত স্মার্টফোন।
অসুবিধাঃ
এতে কোন সন্দেহ নেই যে অপ্পো এফ৭ মিড বাজেট থেকে হাই মিড বাজেটের ভোক্তাদের জন্য অতি অসাধারণ একটি ডিভাইস। কিন্তু এটা বলতেই হয় যে অপ্পো এফ৭ এ উন্নত, অত্যাধুনিক, উচ্চ মুল্যের ফিচারের অভাব রয়েছে। ক্যামেরা, ডিসপ্লে, ডিজাইন এবং অপ্পো এফ৭ এর অন্যান্য সব ফিচারের পারফর্মেন্সেই এই অভাবটা লক্ষ্য করা যায়।
আপনি যদি সমমানের অন্যান্য ফিচার ফোন যেমন গ্যালাক্সি এস৯+, পিক্সেল ২ এক্সএল অথবা আইফোন এক্স এর তুলনা করে দেখতে চান তাহলে এফ৭ এ তেমন বিশেষ কিছু পাবেন না। আপনার আধুনিক, মুলধারার, চমৎকার, দ্রুতগতি সম্পন্ন ক্যামেরা এবং সুন্দর ভিউইং এক্সপেরিয়েন্স পেতে চাইবেন যার সবটা নাও পেতে পারেন। এমনকি এই প্রাইস রেঞ্জের ভেতর আপনি হয়ত অনেক অত্যাধুনিক ফিচার খুঁজবেন, সেখানেও আপনাকে হতাশ হতে হবে।
জেসিকা জেসমিন says
ফোনটি কি সত্যিই বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়, সানজিদা আপু? মাস খানেক আগে আমার এক বন্ধু তার এক আত্নীয়কে দিয়ে বাহির থেকে আনিয়েছে। আমি বললাম আমাকেও একটা আনিয়ে দিতে, দিলো তো না’ই, উল্টো হেব্বি ভাব নিলো। যাইহোক, এবার আমিও কিনবো।
সানজিদা জামান says
আপু বসুন্ধরা এবং ইস্টার্ন প্লাজায় অপ্পোর শো রুম গুলোতে খোঁজ নিন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবার আপনার ভাব নেয়ার পালা! পেলেন কিনা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।
সোহেল রানা says
ফোনটি সম্পর্কে আমারও জানার ইচ্ছা ছিল ,চমৎকার ডিজাইন এর জন্য ফোনটি ভালো লেগেছে।
সানজিদা জামান says
আপনার জানার ইচ্ছেটা পূরণ করতে পেরে ভাল লাগছে।