বাংলাদেশের তরুণদের কাছে তুমুল প্রিয় একটি গেম হচ্ছে পাবজি যার পুরো মানে প্লেয়ার আননোন ব্যাটলগ্রাউন্ড। দৃশ্যত দু:খজনক হলেও এটি সত্যি যে বাংলাদেশে পাবজি গেম বন্ধ করা হচ্ছে। আজ দেশের প্রায় সকল জাতীয় দৈনিকে এই নিউজটি খুব গুরুত্ব সহকারে এসেছে।
বিভিন্ন দেশের মতো এই গেমটিও বাংলাদেশে ব্যাপক নৈতিবাচক প্রভাব ফেলছে বলে দাবী করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দেশের আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সরকারের এই বিশেষ বিভাগটি মনে করছে সাম্প্রতিক সময়ে দেশের কিশোর-কিশোরীসহ শিক্ষার্থীদেরকে সহিংস করে তোলার পেছনে এই গেমটি অনেকখানি দায়ী। তাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ এই গেমটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
অনেকেই মনে করেন এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে আরো আগেই। আজ কেবল অফিশিয়ালি জানানো হয়েছে। কারণ, কিছুদিন ধরেই দেখা গিয়েছে অনেকেই ফেসবুক স্টেটাসে জানিয়েছেন গেমটি খেলতে সমস্যা হচ্ছে। ঠিক মতো লোড হচ্ছে না। কিংবা ফাংশনালিটি প্রব্লেম হচ্ছে, ইত্যাদি। আর আজ জানা গিয়েছে যে এটি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
পাবজি গেম বন্ধ ঘোষণা
এতে অনেক অভিভাবক, বিভিন্ন সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষকরা খুশি হলেও, খুশি হতে পারেনি অনেক ছাত্র-ছাত্রী ও তরুণ-তরুণী। ফলে, অনেকেই দেখা গিয়েছে বিভিন্ন অনলাইনে প্রকাশিত খবরের নিচে নৈতিবাচক মন্তব্য করতে। বিভিন্ন অনলা অনেকেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে, বিজ্ঞজনেরা মনে করছেন, যারা এখন এই গেম বন্ধ হওয়া মানতে পারছেন না, তারাও এর ভাল ফলাফল পেতে শুরু করবেন।
এক সময় ক্ল্যাশ অব ক্ল্যানস্ ছিল সব মানুষের মোবাইলে মোবাইলে। যারফলে, বিভিন্ন ফোন কোম্পানী গেমটিকে ঘিরে তাদের ইন্টারনেট প্যাক চালু করেছিল। যেমন, জিপি কিংবা রবি কিংবা বাংলালিংক ক্ল্যাশ অব ক্ল্যানস্ প্যাক।
পাবজি সম্পর্কে কিছু অজানা তথ্য অনেকেই জেনেছেন। পাবজি আসার পর ক্ল্যাশ অব ক্ল্যানস্ ফ্লপ খেয়ে যায়। আর ফোন কোম্পানীগুলো পাবজি প্যাক ছাড়তে শুরু করে। এখন পাবজি গেম বন্ধ আর অচিরেই হয়তো অন্য কোন গেম এভাবে উঠে আসবে, তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করবে আর আমাদের অপারেটর কোম্পানীগুলো আবার সেই গেমকে ঘিরে ইন্টারনেট প্যাক ছাড়তে শুরু করবে। আমিও আশায় থাকলাম।
Leave a Reply