কার ইন্সুরেন্স করা বাংলাদেশে এখন বাধ্যতামূলক। গাড়ি থাকলেই সেটির ইন্সুরেন্স করে নিতে হবে। তা না হলে, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে হেম্পার হওয়ার সম্ভাবণা থেকে যায়। প্রায়ই ট্রাফিক পুলিশ গাড়ির কাগজ-পত্র চেক করার সময়, ইন্সুরেন্স পেপার আছে কিনা জানতে চান, থাকলে সেগুলোও পরীক্ষা করে দেখেন। তাই, নিরাপত্তার খাতিরে নিজ গাড়ির ইন্সুরেন্স করে রাখা ভাল।
আমাদের দেশে এখন প্রচুর গাড়ি, বাড়ি থেকে বের হলেই দেখতে পাওয়া যায় দেশে কী পরিমাণ গাড়ি রয়েছে। রাস্তায় অনেক সময় এত বেশি পরিমাণ গাড়ি, বিশেষ করে প্রাইভেট কার দেখা যায় যে, মনে হয় দেশে হাজার হাজার কোটিপতি রয়েছে।
সে যাই হোক, হাজার হাজার কোটিপতি থাকুক আর না থাকুক, হাজার হাজার প্রাইভেট কার রয়েছে ঠিকই। আর এ-সব কারের জন্যে রয়েছে অটো ইন্সুরেন্স এর ব্যবস্থাও। আমাদের দেশের অনেক ইন্সুরেন্স কোম্পানীই কার ইন্সুরেন্সের সুবিধা দিচ্ছে। আসুন জেনে নেই, এ সব ইন্সুরেন্স কোম্পানী সম্পর্কে-
যে-সব কোম্পানী কার ইন্সুরেন্স সুবিধা দিচ্ছে
সাধারণ বীমা কর্পোরেশন
নামে সাধারণ হলেও এটি একটি অসাধারণ ইন্সুরেন্স কোম্পানী। ১৯৭৩ সালের মে মাসের ১৪ তারিখে প্রতিষ্ঠিত এটিই বাংলাদেশের একমাত্র রাস্ট্রীয় বীমা কোম্পানী যেখানে আপনার যে কোন ধরণের বীমাই সম্পূর্ণ নিরাপদ ও লাভজনক।
ঢাকার মতিঝেলের ভেতর দিলকুশায় এর প্রধান কার্য্যালয় অবস্থিত। এছাড়াও, ঢাকা জেলাতেই এই প্রতিষ্ঠানটির আরো ১৯টি শাখা রয়েছে। তার মাঝে মতিঝিলের ভেতরেই রয়েছে ৪টি শাখা। অন্যান্য শাখাগুলো রয়েছে, বঙ্গবন্ধু এভিনিউ, বাবু বাজার, ফার্মগেট, নিউ মার্কেট, মিরপুর, যাত্রাবাড়ি, পল্টন, মালিবাগ, মহাখালি, টঙ্গী ও সাভারে।
কার ইন্সুরেন্স ছাড়াও সরকারী এই প্রতিষ্ঠানে প্রায় সব ধরণের ইন্সুরেন্সই করা যায়। সাধারণ বীমা কর্পোরেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে এর ওয়েবসাইট ভিজিট করুন।
ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড
মূল নাম গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, তবে মানুষ ডেল্টা লাইফ নামেই চেনে। কার ইন্সুরেন্সের জন্যে এটিও একটি অসাধারণ কোম্পানী। সাধারণ বীমা কর্পোরেশন আছে প্রথম স্থানে আর ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী আছে দ্বিতীয় স্থানে। কাজেই আপনি যদি অটো ইন্সুরেন্সের জন্যে কোন ভাল কোম্পানী খুঁজে থাকেন, তবে এটি হতে পারে আপনার জন্যে উত্তম চয়েস।
গনো গ্রামীণ ও অর্ডিনারি নামে এর দুইটি ব্রাঞ্চ রয়েছে। গনো গ্রামীণ ঠাকুরগাঁওয়ের তান্তিপাড়া রোডে অবস্থিত আর অর্ডিনারি ব্রাঞ্চটি ঢাকার পুরানা পল্টনে অবস্থিত। ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ওয়েবসাইট ভিজিট করে আরো বিস্তারিত জেনে নিন।
এক্সপ্রেস ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড
কার ইন্সুরেন্সের জন্যে আরেকটি ভাল কোম্পানী এক্সপ্রেস ইন্সুরেন্স। ঢাকায় এক্সপ্রেস ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর অনেক ব্রাঞ্চ রয়েছে। তার মাঝে মেইন ব্রাঞ্চ মতিঝিলে। অন্যান্য ব্রাঞ্চগুলো রয়েছে ঢাকার কাকরাইল, মালিবাগ, পল্টন, হাটখোলা ও তোপখানা রোডে।
আর ঢাকার বাইরে যে সকল জেলা ও উপজেলায় এক্সপ্রেস ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্রাঞ্চ আছে, সেগুলো হল- চট্টগ্রামের আগ্রাবাদ, খাতুনগঞ্জে ও জুবিলি রোডে, নারায়নগঞ্জের এস এম মালয় রোডে ও নরসিংদীর জেলখানা মোড়ে। এক্সপ্রেস ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানুন।
পায়োনিয়ার ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড
এই নামটির সাথে আমাদের অনেকেই, বিশেষ করে যারা বীমা পলিসির সঙ্গে জড়িত, তাদের সবাই নামটির সাথে পরিচিত। কার ইন্সুরেন্সসহ নানা ধরণের ইন্সুরেন্সের জন্যে পায়োনিয়ার ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড বেশ নামকরা একটা কোম্পানী।
গ্রামীণফোন, বাংলা লিংক ও রবির প্রায় সব কারই এই কোম্পানীতে ইন্সুরেন্স করা। এছাড়াও, ইউনিলিভার, নিটল মটরস্ ও এসএইচবিসি ব্যাংকও পায়োনিয়ার ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর সার্ভিস নিয়ে থাকে। পায়োনিয়ার ইন্সুরেন্স সম্পর্কে আরো জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করুন।
Abdul Kadir says
বাংলাদেশে কার ইন্সুরেন্স বিষয়ক খুব ভালো একটা লেখা এটি। তবে এ বিষয়ে আরেকটু বিস্তারিত হলে ভালো হতো, বিশেষ করে আরো কিছু কোম্পানীর নাম ও বিবরণ আসলে লেখাটি আরো সমৃদ্ধ হতো।
ধন্যবাদ।