বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় জিম্বাবুয়ে। সিলেটে অনুষ্ঠিত টেস্টের প্রথম দিনটি মনে রাখতে হবে শন উইলিয়ামসের নান্দনিক ৮৮ রানের ইনিংসের জন্য।
বাংলাদেশের স্পিনারদের একের পর এক অস্বস্তিকর ডেলিভারী সামলে জিম্বাবুয়ের ইনিংসকে একাই টেনে নিচ্ছিলেন।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ
উইলিয়ামসের ৮৮ রানে ভর করে দিনশেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ২৩৬ রান। পিটার মুর ও রেজিস চাকাবা ব্যাটিং অপরাজিত রয়েছেন যথাক্রমে ৩৭ ও ২০ রানে।
দিনের শেষ সেশনে যখন কোন উইকেট পড়ছিল না তখন অধিনায়ক মাহমুদুল্লাহ নিজে বোলিং করতে চলে আসেন। মাহমুদুল্লাহর বলেই মেহেদি হাসান মিরাজের ক্যাচে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফিরে যান উইলিয়ামস।
উইলিয়ামস তার ১৭৩ বল স্থায়ী হওয়া ইনিংসে মাসাকাদজা ও সিকান্দার রাজাকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের বিপর্য্য় সামাল দেন।
উইলিয়ামস বীরত্বে দিনের শেষ সেশন নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে।
৫২ রান করে মাসাকাদজা ও ১৯ রানে সিকান্দার রাজা আউট হয়ে ফিরে গেলে বিপদে পড়ে জিম্বাবুয়ে।
সেসময় মুর-উইলিয়ামস মেহেদি হাসান মিরাজ ও নাজমুল ইসলামের স্পিন বিষে নাকাল হয়ে পড়লেও উইকেট দেননি।
দাঁতে দাঁত চেপে লড়ে গেছেন। এর ফলেই একটা সময় ম্যাচের লাগাম ছুটে গেছে বাংলাদেশের হাত থেকে। শেষ সেশনে উইলিয়ামসের আউটের পর তাই স্বস্তি ফিরে আসে বাংলাদেশ শিবিরে।
তাইজুল পেয়েছেন দুই উইকেট। মিরাজ কোনো উইকেট না পেলেও ২১ ওভারে দিয়েছেন ৩৭ রান।
বাংলাদেশ-জিম্বাবুয়ের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুই দলের কাছেই এখন গুরুত্বপূর্ণ।
Leave a Reply