আপনার যদি ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে আপনি আপনার পছন্দমত শিল্পীদের যে কোনো গান ডাউনলোড করতে পারেন এবং বারবার শুনতে পারেন। আর যদি না থাকে? তাহলেও উপায় আছে, এমন কিছু অ্যাপস আছে যেগুলো আপনাকে ওয়াইফাই ছাড়াই গান শুনতে এবং সেভ করে রাখতে সাহায্য করবে।
গান শোনার জন্য এই অ্যাপ্লিকেশনগুলো দ্বারা ইন্টারনেট ছাড়াই আপনি যে কোনো গান শুনতে এবং সংরক্ষণ করতে পারবেন।অ্যাপ্লিকেশনগুলো আপনাকে অনলাইনে থাকাকালীন সময়ে আপনার সেভ করা গানগুলো পরবর্তীতে ওয়াইফাই বা ইন্টারনেট ছাড়াই শুনতে সাহায্য করবে।
ইন্টারনেট ছাড়া গান শুনুন
আপনি যখন কোন ১০০ এমবি গেম ডাউনলোড করেন এবং পরে দেখেন যে গেমটি খেলার জন্য ইন্টারনেটের প্রয়োজন তখন আসলেই অনেক হতাশ লাগে। গেম খেলার ক্ষেত্রে এমনটি হলেও গান শোনার ক্ষেত্রে আপনাকে আর হতাশ হতে হবে না। এখানে এমন কিছু ফ্রি মিউজিক অ্যাপ রয়েছে যেগুলো আপনাকে ইন্টারনেট ছাড়াই গান শুনতে সাহায্য করবে।
ফ্রি মিউজিক অ্যাপ
গান শোনার জন্য আপনার সব সময় ইন্টারনেট সংযোগের দরকার হবে না। কিছু কিছু মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনার যখন ইচ্ছা যেখানে ইচ্ছা গান শুনতে পারবেন, আপনার ওয়াইফাই সংযোগ থাকুক অথবা না থাকুক।
ওয়াইফাই ছাড়াই গান
ওয়াইফাই ছাড়া গান শোনার জন্য সবচেয়ে জনপ্রিয় অফলাইন মিউজিক অ্যাপ নিয়ে হবে আজকের আলোচনা, তো চলুন শুরু করা যাক।
১। Google Play Music
Google Play Music সাম্প্রতিক অ্যানড্রয়েড ভার্সনগুলোতে যেমন একটি কিটক্যাট ৪.৪ এবং এর থেকে আপডেটেড ভার্সনগুলোতে সাধারনত ইনস্টল অ্যাপ্লিকেশন হিসেবেই থাকে। অ্যানড্রয়েডের পুরনো ভার্সনগুলোর ক্ষেত্রে গুগল প্লে ষ্টোর থেকে ইনস্টলেশনের মাধ্যমে এই অ্যাপটি ব্যবহার করতে হতো। অন্য সব অফলাইন মিউজিক অ্যাপ থেকে এই অ্যাপটি তুলনামূলকভাবে বেশ ভাল।
এটি অফলাইনে মিউজিক প্লে করতে পারে এবং ইন্সটল করা হয়ে গেলে এটি আপনার মোবাইলের ইন্টার্নাল স্টোরেজ এবং এসডি কার্ড অ্যালবাম হিসেবে গান সেভ করা যায় এবং নতুন নতুন গান যোগ করার সুবিধাও এতে রয়েছে। নতুন গান যোগ করার জন্য আপনার গুগল অ্যাকাউন্টের সাহায্যে লগ ইন করে যে কোনো গান ডাউনলোড করতে পারবেন।
মিউজিক প্লেয়ারটির একটি বৈশিষ্ট্য হলো নতুন গান যোগ করার ক্ষেত্রে এটি নিজে থেকেই জনপ্রিয় গানগুলো দেখায়। এছাড়া গান নির্বাচনের ক্ষেত্রেও একটি গানের পর কোন গানটি বাজবে সেটি সিলেক্ট করার অপশন এতে রয়েছে। এটিও গুগলের একটি অ্যাপ হওয়ায় আপনি চাইলে গুগল ড্রাইভের মতো অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে সহজেই এটি যুক্ত করে নিতে পারবেন।
ওয়াইফাই ছাড়াই গান শোনার এই মিউজিক প্লেয়ারটির জনপ্রিয়তার অন্যতম বৈশিষ্ট্য হলো আপনি আপনার ব্যক্তিগত মিউজিক কালেকশনে ৫০,০০০ এর অধিক গান স্টোর করতে পারবেন।
২। Deezer
আপনি কি এমন কোন অ্যাপ খুঁজছেন যা আপনাকে তাৎক্ষণিকভাবে অফলাইনে গান শুনতে সাহায্য করবে? তবে এই অ্যাপটিই আপনার প্রয়োজন। Deezer হলো এমন একটি অফলাইন স্ট্রিমিং মিউজিক অ্যাপ যেখানে গানের সংখ্যা অগণিত এবং আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোন রেডিও চ্যানেল শুনতে পারেন।
এছাড়াও সবচেয়ে শীর্ষে থাকা গানগুলো আপনি এখানে শুনতে পারবেন। আপনার পছন্দের শিল্পীকে ফলো করে তার হিটগানগুলো এখান থেকে শুনতে পারবেন। নিজের পছন্দ অনুযায়ী প্লে-লিস্ট তৈরি করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন।
এছাড়াও অ্যাপটির মাধ্যমে আপনি মোবাইলের ডাটা সেভ করতে পারবেন এবং ওয়াইফাই ছাড়াই দারুণ আনন্দে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
৩। Soundcloud– Music & Audio
এটি অন্যতম একটি জনপ্রিয় মিউজিক অ্যাপ। অন্যান্য অফলাইন অ্যান্ড্রয়েড মিউজিক অ্যাপগুলোর চেয়ে এটি গান সংরক্ষণে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে। এটি একসাথে অনেকগুলো ফিচার প্রদান করে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো, অ্যাপটি আপনাকে বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে কোন গানগুলো বেশি চলছে সেগুলো পছন্দ করতে সাহায্য করবে।
এছাড়াও এটি একটি সামাজিক প্লাটফর্ম যেখানে আপনি আপনার নিজের গান তৈরি করে আপলোড করতে পারবেন এবং আপনার ফ্রেন্ড এবং ফলোয়ার বানাতে পারবেন। এটি একটি বড় প্লাটফর্ম যেখানে আপনি আপনার পরিচয় তুলে ধরতে পারবেন দর্শকের সামনে এবং আপনার গানগুলো শেয়ার করতে পারবেন।
৪। Spotify Music
Spotify Music একটি অন্যতম ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ, যার মাধ্যমে আপনি শুধু মোবাইলেই না কম্পিউটারেও গান শুনতে পারবেন। অ্যাপটির ফিচার অত্যন্ত চমৎকার এবং এতে একটি চমৎকার প্লে লিস্ট আছে। এছাড়াও আপনি চাইলে ওয়াইফাই ছাড়াই গান শোনার এই অ্যাপটিতে পছন্দ মতো প্লে লিস্ট সিলেক্ট করতে পারবেন।
এই অ্যাপটির মাধ্যমে আপনি ভিডিও গানগুলো সেভ করে রাখতে পারবেন এবং ভবিষ্যতে এগুলো ইন্টারনেট ছাড়াই দেখতে পারবেন। অ্যাপটি অত্যন্ত দ্রুত কাজ করে এবং আপনাকে নতুন গানগুলো শুনতে পরামর্শ দিতে থাকে। অ্যাপটির সাউন্ড কোয়ালিটি অত্যন্ত চমৎকার এবং অ্যাপটি দিয়ে আপনি ভালো কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। চমৎকার এই অ্যান্ড্রয়েড অ্যাপটি আপনাকে আনলিমিটেড গান এবং অ্যাডবিহীন রেডিও স্ট্রিমিং দিবে।
৫। Napster
সর্বশেষে আলোচনা করা অ্যাপটি আগের অ্যাপগুলো থেকে অনেক বেশি জনপ্রিয়। অ্যাপটির অগণিত মিউজিক লিস্টের সম্ভার রয়েছে এবং এর জনপ্রিয়তার অন্যতম কারণ হলো অ্যাপটি অসহ্যকর বিজ্ঞাপন সমস্যা থেকে মুক্ত। এছাড়া আপনি যদি উচ্চ সাউণ্ডের কোয়ালিটির দিক বিবেচনা করেন তবুও এটি সেরা, কেননা এটির হাই সাউণ্ড কোয়ালিটি আপনাকে কখনো নিরাশ করবে না।
আপনার যদি কোন ছোট বাচ্চা থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে তাকে এই অ্যাপ দিয়ে গান শুনতে দিতে পারেন। কেননা এতে রয়েছে আকর্ষণীয় এবং নিরাপদ Napster KIDS বৈশিষ্ট্য।
এই অ্যাপটির সবচেয়ে মজার বৈশিষ্ট্য হলো আপনি যে কোনো ধরণের ডিভাইসে এটি ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই এই আর্টিকেলের অন্যান্য অ্যাপের মতো এই অ্যাপটিও আপনাকে অফলাইনে কোনো প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়াই গান শুনতে সাহায্য করবে।
আলোচনা করা এই অ্যাপগুলো দিয়ে আপনি ওয়াইফাই ছাড়াই গান শুনতে পারবেন। আজকাল প্রায় সব অ্যান্ড্রয়েড ডিভাইসেই মিউজিক অ্যাপ থাকলেও এই অ্যাপগুলো আপনার অফলাইনে গান শুনাকে নিয়ে যাবে অন্য স্তরে। তাই এখনই এগুলোর মধ্যে কোন একটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে ব্যবহার করুন। কোন মিউজিক অ্যাপটি আপনার সবচেয়ে ভালো লেগেছে, কমেন্ট করে সেটা আমাদের জানাতে ভুলবেন না!
Leave a Reply