গ্রাফিক্স, ওয়েব কিংবা অন্য যেকোন ডিজাইনের জন্য ভেক্টর আর্ট অনেক গুরুত্বপূর্ণ উপাদান। ভেক্টর গ্রাফিক্সগুলো নমনীয় হয়। তাই আপনি মান অপরিবর্তিত রেখে ইচ্ছামত এর আকার, শেপ পরিবর্তন করতে পারবেন।
ভেক্টর আর্ট ওয়েব ডিজাইন, আইকন, ব্লগ পোস্ট, ইনফোগ্রাফিক্স, বিজ্ঞাপন, ফ্লায়ার, লিফলেট এবং প্যাকেজিংয়ের মতো কাজে ব্যবহার করে কাজকে আরও আকর্ষণীয় করে তোলা যায়।
ভাল মানের ফ্রি ভেক্টরে আর্ট খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। অধিকাংশ ওয়েবসাইট থেকে ভেক্টর ডাউনলোডের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় অথবা নগদ অর্থের প্রয়োজন হয়।
কথাটি শুনে আপনি হয়তো হতাশ হতে পারেন। হতাশ হওয়ার কিছু নেই। অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যারা ভাল মানের ভেক্টর আর্ট ফ্রি প্রদান করে থাকে। আজকে এরকম ১০টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো।
তবে আপনারা যদি ফ্রি ফটো ডাউনলোড করতে চান তাহলে এই লিংকে ক্লিক করে লেখাটি পড়তে পারেন।
ফ্রি ভেক্টর আর্ট ডাউনলোড
যারা গ্রাফিক্স কিংবা ওয়েব ডিজাইন করেন, তারা জানেন যে একটা ভাল ডিজাইন দাঁড় করানোর জন্যে যেমন ভেক্টর আর্ট প্রয়োজন, তেমনি প্রয়োজন নানা রকম ছবি। ডিজাইনারদের প্রয়োজনের কথা বিবেচনা করে এর আগে আমি কপিরাইট প্রি ছবির জন্যে সেরা কিছু ওয়েবসাইট নিয়ে লিখেছিলাম আর আজ লিখছি ভেক্টর আর্টের জন্যে সেরা কয়েকটি ওয়েবসাইট নিয়ে। আশা করি, আগের লেখাটি আপনাদের কাজে লেগেছে আর আজকের লেখাটিও কাজে লাগবে।
১০টি ওয়েবসাইট লিস্ট:
- Freepik
- Vecteezy
- Stockio
- Vexels
- VectorStock
- Vector Portal
- FreeVectors
- Free Vector.Net
- Flat Icon
- Dry Icons
Freepik
Freepik ভেক্টরের বিশাল ভাণ্ডার এখানে ৩,০০,০০০ এরও বেশি ভেক্টর এবং ইমেজ রয়েছে। প্রতিটি ফাইলের জন্য আলাদা ক্যাটাগরি রয়েছে।
ভেক্টরগুলো ফ্রিতে ব্যক্তিগত বা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন। মাসে ৭.৫০ ডলারে প্রিমিয়াম সদস্য হলে কোন রকম ক্রেডিট ছাড়া ফাইল ব্যবহার করতে পারবেন।
প্রিমিয়াম ব্যবহারকারীদের সব ধরনের ফাইল অ্যাক্সেস করার সুবিধা রয়েছে। সাইন ইন না করলে প্রতিদিন ৫টি ফাইল, লগ ইন করলে প্রতিদিন ৩০টি এবং প্রিমিয়াম ব্যবহারকারী হলে ১০০টি ডাউনলোড করতে পারবেন।
Vecteezy
Vecteezy অসাধারণ একটি ওয়েবসাইট। এখানে আপনি ফ্রি এবং প্রিমিয়াম উভয় ধরণের ভেক্টর ফাইল পাবেন। প্রতিটি ফাইলের নিজস্ব ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স রয়েছে।
পেইড তথা প্রিমিয়াম ফাইল ডাউনলোডের জন্য মাসে ১৪ ডলারের প্রদান করে সদস্য হতে হবে। সদস্যপদ হলে Brusheezy এবং Videezy প্রিমিয়াম এক্সেস দেয়। Vecteezy তে ডাউনলোড করার আগে আপনি রং, ফন্ট, মাপ পরিবর্তন এবং কাস্টোমাইজ করে নিতে পারবেন।
Stockio
Stockio তে প্রায় ৩,০০০ ফ্রি ভেক্টর আর্ট রয়েছে। এছাড়া আইকন, ভিডিও, ফন্টের জন্য আলাদা ক্যাটাগরি রয়েছে। এসব ক্যাটাগরিতে বিভিন্ন ধরণের স্টাইল, প্যার্টান, লেবেল এবং ইনফোগ্রাফিক্স অন্তর্ভুক্ত।
ফাইল খুঁজার জন্য সহজ এবং কার্যকর সার্চবার রয়েছে। ভেক্টর ফাইলগুলো বিভিন্ন ফরমেটে (AI/EPS/JPG) পাওয়া যায়। ডাউনলোড করতে সাইন ইন বা ক্যাপচা পূরণ করার প্রয়োজন নেই।
Vexels
Vexels এর বেশ কিছু ফ্রি ভেক্টরে ক্রেডিট দেয়ার প্রয়োজন হয়। মাসে ৭.৪৯ ডলার প্রদান ব্যতীত আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে কোন কিছু ব্যবহার করতে পারবেন না। এছাড়া প্রিমিয়াম ব্যবহারকারী হলে আপনি ফ্রি অনলাইন এডিটর ব্যবহারের সুবিধা পাবেন।
VectorStock
VectorStock সাধারণত মাসিক অর্থের ভিত্তিতে সেবা দিয়ে থাকে। তবে এদের প্রায় ১,৫০,০০০ এর মত ফ্রি ইমেজ রয়েছে। প্রতিটি ফাইল ডাউনলোডের পূর্বে লগ ইন করে নিতে হবে। আপনি চাইলে আপনার ফাইল সরাসরি ড্রপবক্সে ডাউনলোড করতে পারবেন।
Vector Portal
Vector Portal ২০০৫ সাল থেকে সেবা দিয়ে আসছে। বর্তমানে এটা অন্যতম সেরা এবং বড় ফ্রি ভেক্টর ওয়েবসাইট। স্টক ভেক্টর ইমেজের পাশাপাশি ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্রাশ,স্টাইল ডাউনলোডের সুবিধা রয়েছে।
ডাউনলোড করার ক্ষেত্রে প্রতিবার ব্রাউজারের আলাদা ট্যাবে অ্যাড দেখাবে। বানিজ্যিক কাজে অ্যাট্রিবিউশনের প্রয়োজন হয়।
FreeVectors
FreeVectors এ প্রায় ২,০০,০০০ এর বেশি ফাইল রয়েছে এবং সবগুলো ফাইল EPS, AI, PDF এবং SVG ফরমেটে ডাউনলোড করার সুবিধা রয়েছে। সার্চ করার সুবিধা সহ ফাইলগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে।
যদিও ইমেজ ডাউনলোড করার জন্য সাইন ইন করার প্রয়োজন নেই তবে এক্ষেত্রে ডাউনলোডের পূর্বে ৫ সেকেন্ডের অ্যাড দেখাবে। ফ্রি ভেক্টরগুলো কেবলমাত্র ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন।
বানিজ্যিক কাজের জন্য প্রিমিয়াম লাইসেন্স ব্যবহার করতে হবে। এর মাসে ৯.৯৯ ডলারের বিনিময়ে প্রিমিয়াম লাইসেন্স সুবিধা প্রদান করে থাকে।
Free Vector.Net
FreeVectors.net প্রায় ১০ বছর ধরে চলছে। এরা তাদের ডেটাবেসকে যতটা সম্ভব অনুসন্ধানযোগ্য করে তুলার চেষ্টা করছে যাতে আপনার প্রয়োজনীয় ফাইল দ্রুত খুঁজে পেতে পারেন। সার্চবারে কোন কি-ওয়ার্ড লিখলে তার সাজেশন প্রদান করে।
প্রতিটি ফটোর নিজস্ব ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স রয়েছে। ছবি ডাউনলোড করতে অ্যাকাউন্ট তৈরি বা লগ ইন করতে হয় না। তবে ডাউনলোডের পূর্বে ৫ সেকেন্ডের একটি পপ-আপ অ্যাড দেখায়।
Flat Icon
ডিজাইনের জন্য আইকন অনেক গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ কাজটি Flat Icon ব্যবহার করে খুব সহজে করতে পারবেন। এই সাইটে প্রায় ১০,০০০ আইকন প্যাক বিদ্যমান। এদেরও প্রিমিয়াম সদস্য হওয়ার সুবিধা রয়েছে। ডাউনলোড করাও বেশ সহজ।
Dry Icons
এই সাইটে প্রায় ৬,৭০০ আইকন প্যাক রয়েছে। এখানের প্রতিটি আইকন ব্যবহারের ক্ষেত্রে এই সাইটের ক্রেডিট দিতে হবে। অনেক গুলো ফরমেটে ফাইল ডাউনলোড করা যায়।
শেষ কথা
ফ্রি ভেক্টর আর্ট ডাউনলোড করার এই দারুণ ওয়েবসাইটগুলো যাতে সব সময় হাতের নাগালে পান, সে জন্যে লেখাটিকে আপনার ওয়ালে শেয়ার করে রাখুন। আর উপরে উল্লেখিত ওয়েবসাইটে প্রিমিয়াম সদস্যের মূল্য যে কোন সময় পরিবর্তন হতে পারে। তাই সদস্য হওয়ার পূর্বে তাদের মূল্য তালিকা দেখে নিবেন। আর যদি ফ্রি ভার্সণ ব্যবহার করেন তাহলে তো আর দরকার নেই। যারা প্রপেশনাল গ্রাফিক্স কিংবা ওয়েব ডিজাইনার, তারা ফ্রি আইকন ফন্ট নিয়ে পূর্ব প্রকাশিত এ লেখাটিতে একবার ঘুরে আসতে পারেন।
Leave a Reply