ফ্রি ফার্মেসি সফটওয়্যার দিয়ে আপনি অনায়াসে আপনার ফার্মেসি কিংবা ঔষধের দোকান পরিচালনা করতে পারবেন। মেডিসিন স্টকের অবস্থা জানা, কাস্টোমারের কাছ থেকে বিল নেয়া এবং বিলের সঠিক হিসেব রাখার জন্যে আপনার অবশ্যই একটি কার্যকরী সফটওয়্যার প্রয়োজন।
আপনার ঔষধের দোকানে এখন কি কি ঔষধ আছে, আর কোনগুলো নাই, তা আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে। নৈলে প্রয়োজনের মুহূর্তে কাস্টোমারকে সঠিক ঔষধটির সন্ধ্যান দিতে পারবেন না। আবার, যে ঔষধটি নেই, সেটির নোট রাখলে নতুন করে অর্ডার দিতে পারবেন না। আর এ দায়িত্বটুকু আপনি একটি সফটওয়্যারের ওপর ছেড়ে দিতে পারেন।
এখানে এমন ৫টি ফ্রি সফটওয়্যারের সন্ধ্যান নিয়ে এসেছি যেগুলো দিয়ে আপনি আপনার মেডিসিন শপের যাবতীয় কার্য্যাবলী সম্পাদন করতে পারবেন। যেমন, কর্মচারীদের বেতন, মাসিক ও বাৎসরিক হিসাব, লেজার ব্যালেন্সসহ সব ধরণের রিপোর্ট তৈরি করতে পারবেন। আর যদি আপনি শুধু বিক্রির হিসাব রাখতে ও নিজের মতো ম্যানেজ করতে চান, তবে আপনার দরকার এই ৪টি সেলস্ অ্যাসিসটেন্ট সফট্ওয়্যার যার সবগুলোই ফ্রি।
আর যদি ক্রয়-বিক্রয়ের হিসাব রাখার পাশাপাশি, একটা ঔষধের দোকানের জন্যে যা যা দরকার তার সবই চান, তবে আপনার প্রয়োজন ফার্মেসি সফটওয়্যার। ফার্মেসি সফটওয়্যার দিয়ে আপনি আপনার চেম্বারও পরিচালনা করতে পারবেন, যদি আপনি ডাক্তার হয়ে থাকেন। একই সাথে যে কোনও ছোট-খাট ক্লিনিক কিংবা হাসপাতালও পরিচালনা করা যাবে এই সফটওয়্যারগুলো দিয়ে। রোগীদেরকে অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার অপশন দিতে পারবেন।
যাইহোক, চলুন এ-রকম কিছু সফটওয়্যারের সঙ্গে পরিচিত হওয়া যাক।
ফ্রি ফার্মেসি সফটওয়্যার
Free Retail Medical Stores Shops Software
এটি দিয়ে আপনি মেডিসিন শপ অটোমেশন করতে পারবেন। মেডিকেল স্টোর বুক ম্যানেজ করতে পারবেন। আপনার ঔষধের দোকানের বিলিং ও অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট করতে পারবেন। একই সাথে, মেডিকেল স্টোরের রিপোর্টও তৈরি করতে পারবেন।
এক নজরে Free Retail Medical Stores Shops Software এর সব ফিচার-
- একাধিক ঔষধের দোকান ম্যানেজ করার সুবিধা
- একাধিক মুদ্রা সাপোর্ট করে।
- একাধিক ভাষা সাপোর্টেড।
- রিয়েল টাইম সেলস্ ম্যানেজ করা যায়।
- গ্রুপ মেডিসিনের ক্যাটেগরি তৈরি করা যায়।
- কোন কোন ঔষধ শেষের পথে তার রিপোর্ট দেখা যায়।
- সেলস্ বিল বারকোড তৈরি ও স্ক্যান করা যায়।
- সাপ্লাইয়ারের ট্রানজেকশন লেজার তৈরি করা যায়।
Medical Store Manager
বুঝতেই পারছেন যে কোন মেডিকেল স্টোর ম্যানেজ করার জন্যেই এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। একটা ঔষধের দোকানের সব কিছু ম্যানুয়ালি করা যে কত কঠিন এবং সময় সাপেক্ষ তা সব মালিকই জানেন। আর আপনার এই কঠিন কাজটিই আপনি Medical Store Manager এর উপর ছেড়ে দিতে পারেন। এটি আপনাকে জেনারেল মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন, ডেন্টাল মেডিসিন, হার্ট মেডিসিন, ইত্যাদি নানা ভাগে ম্যানেজ করার অপশন দেবে।
এক নজরে Medical Store Manager এর সব ফিচার-
- সহজেই ব্যবহার করা যায়।
- প্রত্যেক কর্মচারীকে আলাদাভাবে ইউজ করার অপশন তৈরি করে দেয়া যায়।
- সহজভাবেই রিপোর্ট তৈরি করা যায়।
- ঔষধের সাপ্লাইয়ার, ডিলার এবং কোম্পানী আলাদাভাবে ম্যানেজ করা যায়।
- সব ধরণের আর্থিক লেন-দেনের হিসাব রাখা যায়।
- খুব সহজে বিল তৈরি করা যায় এবং প্রিন্ট আউট নেয়া যায়।
- যে কোনও ধরণের রিপোর্ট তৈরি করা যায় এবং এক্সেল শিটে ট্রান্সফার করা যায়।
আশা করি, আপনি ডাক্তার হোন, কিংবা ঔষধের ডিলার অথবা ঔষধের পাইকারি বা খুচরা বিক্রেতা, উপরের দু’টি সফটওয়্যার আপনার কাজে লাগবে। দু’টি সফটওয়্যারই ট্রায়াল করে দেখতে পারেন। যেটি আপনার প্রয়োজনের সঙ্গে সবচেয়ে বেশি খাপ খেয়ে যাবে, সেটিই সব সময় ব্যবহারের জন্যে সিলেক্ট করে নিতে পারেন।
নাইস। যারা ঔষধের ব্যবসা করেন, তাদের জন্যে অত্যন্ত উপকারী। এখানকার ফ্রি সফটওয়্যার ব্যবহার করে হিসেব নিকেশ করা ছাড়াও ঔষধের দোকানের নানা রকম কাজ করা যাবে।
ধন্যবাদ, পারভেজ ভাই। সফটওয়্যারের লিস্টটি সম্পর্কে আপনার সুন্দর মতামতের জন্যে।
বাহ্, ফার্মেসী ব্যবসায়ীদের জন্যে অসাধারণ একটি পোস্ট। প্রতিটি ফার্মেসীরই ঔষধের হিসেব-নিকেশ রাখতে হয়, ট্র্যাকিং করতে হয় যে কোন ঔষধ আছে, কোনটি শেষের পথে কিংবা কোনটি একেবারেই শেষ। এসব ম্যানুয়াল্লি করা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ যা সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই করা যায়। হৈচৈ বাংলাকে ধন্যবাদ, এমন কিছু সফটওয়্যারের সন্ধ্যান দেয়ার জন্যে।
আপনাকেও ধন্যবাদ, আবু সাঈদ ভাই। আশা করি, কারো ফ্রি ফার্মেসী সফটওয়্যার দরকার হলে পোস্টটি রেফার করবেন।
আমি মিস্টার মনোরঞ্জন রায়, একজন ডাক্তার; সেই সাথে একজন কেমিস্টও। আমার একটি ফার্মেসী আছে, যার নাম মেসার্স নিউ জনসেবা ফার্মেসী এন্ড হারবাল সেন্টার। এটি দিনাজপুরের বীরগঞ্জে থানা গেট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে অবস্থিত। আমার এখানে আপনারা ন্যাচারাল হারবাল ঔষধের পাশাপাশি এলোপ্যাথিক ঔষধও পাবেন। সেই সাথে নানা রকম সাধারণ ও জটিল রোগের চিকিৎসা পাবেন যা আমি কিছু যোগাসনের মাধ্যমে করিয়ে থাকি। আমার ফোন: 01728376499, 01737093363
ধন্যবাদ, মনোরঞ্জন রায়। আপনার ফার্মেসী ব্যবসার জন্যে শুভ কামনা রইলো।